![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সভ্যতার শুরু থেকে দিনে দিনে মানুষ যেমন তার চাহিদা পুরনে একের পর এক কৃত্রিম উপসর্গ কে আপন করেছে, আজো তার ধারাবাহিকতা বজায় রয়েছে। আর তাইতো মানুষ একে একে উজাড় করে চলেছে প্রকৃতিকে, উজাড় করছে সবুজ কে। যার কাছে হওয়ার কথা ছিল মানুষের আশ্রয় অথচ সেই মানুষই জ্ঞাতে-অজ্ঞাতে ধ্বংস করে চলেছে তার পরম বন্ধু প্রকৃতিকে। সুন্দরবন তারই উৎকৃষ্ট উদাহরণ আমাদের সামনে । মনুষ্য জাতি ধ্বংসের পেছনে একমাত্র নিয়ামক সে নিজেই।
©somewhere in net ltd.