![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবাই বলে ব্যাংক এ চাকুরি করলে নাকি নাকি মানুষ যন্ত্র হয়ে যায় । কাজের মাঝে কোন আনন্দ নাই । সারাদিন খালি একই ধরনের কাজ করতে হয়। তার মাঝেও যে কিছু বিনোদনের ঘটনা যে ঘটে না , তা না ।
ঘটনাটি ২০১০ সালের । জেলা শহরের একটা প্রাইভেট ব্যাংক এ পোস্টিং । একদিন একটা চেক নিয়ে একজন বয়স্ক লোক নগদায়ন এর জন্য আমার কাছে জমা দিল । দেখে মনে হল লোকটির পেশা কৃষি । যথারীতি পোস্টিং এর জন্য কম্পিউটার এ অ্যাকাউন্ট চেক করতে যেয়ে দেখি পর্যাপ্ত টাকা নাই । তখন গ্রাহক কে বিষয় টি জানানোর পর মনে তো হল তার মাথাতে আকাশ ভেঙ্গে পড়ল । খুব চিল্লাচিল্লি শুরু করল যে তার হিসাবে অবশ্যই টাকা আছে । তার আত্মবিশ্বাস দেখে আমিও কিছুটা চিন্তাতে পড়ে গেলাম যে ঘটনাটা কি । আবার তার হিসাব পরীক্ষা করতে যেয়ে দেখলাম সাক্ষর ও মেলে না ( স্বল্প শিক্ষিত মানুষ সাক্ষর হিসাবে শুধু নাম দেওয়া ) । তখন তাকে বললাম আপনার সাক্ষর তো মিলে না, এটা কি আপনার নিজের হিসাব ?
সে উত্তরে বলল হ্যাঁ এটা তার নিজের হিসাব এবং এই সাক্ষর দিয়া ই সে আগে ও টাকা উত্তোলন করেছে ।
তখন দেখি তার হিসাব এর ছবির সাথে চেহারা মেলে না । আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনি এই কবে ও কোথা থেকে এই চেক নিয়েছেন ?
সে উত্তরে আমাকে বলল " আমার চেক বই এর পাত ( পাতা ) ফুরাই গেছে তাই মিয়া ভাই ( বড় ভাই) এর কাছ থেকে একটা পাত ধার করে নিয়া আইছি । "
এখন বলেন, উত্তর শুনে আমি হাসব না কাদব ?
জীবনে অনেক কিছুই ধার করা দেখেছি । হল জীবনে টাকা, বই, জামা, জুতা এমনকি লুঙ্গি পর্যন্ত ধার করা দেখেছি । কিন্তু চেক যে ধার করা যায় সেটা জীবনে এই প্রথম জানতে পারলাম ।
২| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০০
বুড়া ভাম বলেছেন: ভাই শান্তির দেবদূত ঠিকই বলেছেন । তবে একবার এক কৃপণ রুমমেট কে লজ্জা দেবার জন্য আন্ডারওয়ার ও ধার নেবার জন্য বলেছিলাম ।
৩| ১৯ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:৪৩
খায়রুল আহসান বলেছেন: মজার অভিজ্ঞতা। শেয়ার করার জন্য ধন্যবাদ।
এখন আর লিখছেন না কেন?
পোস্টে প্লাস। + +
©somewhere in net ltd.
১|
০৯ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৪
শান্তির দেবদূত বলেছেন: হা হা হা, মজা পেলাম। চেক বইএর পাতা ধার করে নিয়ে আসছে!
হলে তো আন্ডারওয়ার ছাড়া আর সবই সেয়ার হত