নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুড়া ভাম

বুড়া ভাম › বিস্তারিত পোস্টঃ

আসুন আমরা শুক্রবারেও হরতাল / অবরোধ চাই ।

০৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

প্রতিবার যখন বিরোধীদল হরতাল বা অবরোধ এর ডাক দেয় তখন সরকারি প্রচার যন্ত্র তথা মিডিয়া এর সংবাদ এ আমরা দেখতে পাই যে দেশের জনগন হরতাল প্রত্যাখ্যান করেছে । জনজীবন স্বাভাবিক ছিল । দোকানপাট খুলেছে , গাড়ী চলেছে এমনকি ঢাকার শহরের কিছু যানজট এর ছবি ও আমরা দেখতে পাই । তখন আমরা বিশ্বাস করতে শুরু করি যে আসলেই হরতাল পালন হয় নাই । কিন্তু সরকারের সেই সব খবর তখন খুব ই হাস্যকর মনে হয় যখন কিনা ঘোষণা আসে যে হরতাল এর ক্ষতি পুষিয়ে নেবার জন্য ছুটির দিনেও ব্যাংক খোলা থাকবে ।



আরে বাবা একটু কিছু হলেই ঘোষণা আসে যে ছুটির দিনে ব্যাংক খোলা থাকবে । যখন ঈদের আগে একটু লম্বা ছুটি আসে তখন সবাই আনন্দ করতে করতে বাড়িতে যায় আর পারলে ঘোষণা দিয়ে দেয় যে দেশ জাঁতির কল্যাণে ইদের দিন ও ব্যাংক খোলা থাকবে । তারা বুঝতেই পারে না যে ব্যাংক কর্মচারীরা ও মানুষ । এমনিতেই সারা সপ্তাহ ধরে যে গাধার খাটুনি চলে (অবশ্য গাধার খাটুনি বলা ও ভুল কারন গাধাকে এত কাজ করতে দিলে ঠিক ই বিদ্রোহ করত ) তাতে করে ২ দিন ছুটি ঠিকই প্রাপ্য । তাই বিরোধীদল এর কাছে আবেদন হরতাল / অবরোধ দিলে শুক্রবার এ ও দেন । কারন হরতাল / অবরোধ এর দিনেও জান টা হাতে করে নিয়ে দুরু দুরু বুকে ঠিক ই সারাদিন অফিস করতে যেতে হয় । মাঝখানে এখন মরার উপরে খাঁড়ার ঘা ছুটির দিনেও অফিস করা ।



পরিশেষে বর্তমান সময়ের একটা ছবি ।



মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৩

অনন্ত জীবন বলেছেন: উন্মাদ হাসিনার খেয়াল আর কেন্দ্রীয় ব্যাংকের স্বেচ্ছাচারিতা এটা। সপ্তাহে ৫দিন রাত ৮/৯টা পর্যন্ত অফিস করে শুক্রবার কেন অফিস করব? তাও কোন প্রকার সন্মানী ছাড়া?
আমাদের কি কিছুই বলার নাই?

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৭

বুড়া ভাম বলেছেন: ভাই অনন্ত জীবন মন্তব্য করার জন্য ও সহমত প্রকাশ করার ধন্যবাদ । শুধু অফিস করলেও তো হইত । ঘোষণা ও আসে ঠিক অফিস শেষ হবার আগে । ঠিক বিয়ের সময় কন্যা বলে হাগব !!! অনেকেই ছুটিতে দেশের বাড়ি যাবার টিকেট পর্যন্ত কেটে ফেলে । শেষে সব কষ্ট বৃথা যায় ।

আসেন আমরাও একটা অবরোধ এর ডাক দেই ।

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৯

অনন্ত জীবন বলেছেন: সামু আবার অবরোধ ডাকল নাকি প্রত্যুত্তর দেয়ার চিহ্ন টা খুজে পাচ্ছি না। অবরোধ ডাকেন সাথে আছি। আপনি কি সরকারি ব্যাংকে?

৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৬

হাবীব কাইউম বলেছেন: একটা পরিসংখ্যান নেয়া দরকার ছিলো : শুক্রবারে গড়ে কতগুলো (অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল ছাড়া) লেনদেন হয়েছে ব্যাংকগুলোতে।

৫| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪৯

পাঠক১৯৭১ বলেছেন: হরতাল, অবরোধ, মানুষ পোড়ানোর নেত্রী খালেদা বেগম আউট হয়ে গেছে; জাতির ১১০ বিলিয়ন ক্ষতির জন্য তার বিচার হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.