নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুড়া ভাম

বুড়া ভাম › বিস্তারিত পোস্টঃ

আমি নিজে ঠিক আছি তো ?

১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৩০

আমরা প্রায় সময় বিভিন্ন সমস্যা নিয়ে দেশ তথা দেশের মানুষের চিন্তা ধারা বা কাজ নিয়ে বক্তব্য দিতে ছাড়ি না । তবে একটু চিন্তা করে দেখি এই সকল কাজে আমাদের নিজেদের অবস্থান কি-

• সারা পথ বাস এর সুপারভাইজার এর সাথে চিল্লাচিল্লি করি কেন যত্রতত্র যাত্রি উঠানামা করাচ্ছে । আর নিজের নামার সময় হলে বাস স্টপেজ এর আগে নামানোর অনুরোধ করি ।
• ভিড়ের মাঝে নিজের পা ছাড়া অন্যের পা কিছু মনেই করি না ।
• মসজিদ থেকে বের হবার সময় নিজের জুতা স্যান্ডেল ছাড়া অন্যের জুতা স্যান্ডেল চোখেই দেখিনা । সমানে মাড়াতে মাড়াতে বের হয়ে আসি ।
• যেখানে সেখানে ময়লা ফেলা নিয়ে আমার অভিযোগের অন্ত নাই কিন্তু রাত ১২.০০ এর পর নিজেই বারান্দা থেকে রাস্তায় ময়লা ফেলি ।
• বাসায় সুস্থ অবস্থায় থেকে বাচ্চাকে সততা এর জ্ঞান দেবার সময় অফিসের বস কে অসুস্থতার কথা বলে ছুটি নেই ।
• নিজে অফিস থেকে অনেক ছুটি নেই কিন্তু কাজের বুয়া ছুটি চাইলেই মনে হয় বড় পাপ করে ফেলেছে ।
• নিজে যখন কর্মচারী তখন দ্রব্যমুল্য এর বৃদ্ধি খুব ভাল বুঝি কিন্তু যখন নিজে মালিক তখন এসব কিছু মনে থাকে না নিজের পন্যের দাম ছাড়া ।

এমন হাজারও উদাহরন আছে আর এই সকল ব্যাপারে পরিবর্তন আনা খুব একটা কষ্টের ব্যাপার ও না । তাই সিদ্ধান্ত আপনার আপনি কি করবেন ।

মন্তব্য ২১ টি রেটিং +৬/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৩৭

সাসুম বলেছেন: ৭ বছর পর স্বাগতম!

এবার পোস্টের মন্তব্যঃ এসকল কাজের একমাত্র মেডিসিন সুশিক্ষা এবং সভ্য বিচার ব্যবস্থা। আর সব কিছুর জন্য দরকার দেশপ্রেমিক সরকার

১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৪৫

বুড়া ভাম বলেছেন: ধন্যবাদ সাসুম । এই সাত বছর কিন্তু লেখক হিসাবে না থাকলেও পাঠক হিসাবে ঠিকই আছি ।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৩৮

রূপক বিধৌত সাধু বলেছেন: ৫ টাকা ভাড়া কমবেশি নিয়ে রিকসাওয়ালার সাথে মূলামুলি করি। আবার হিজড়া চলে এলে ঠেলায় পড়ে ১০ টাকা দিয়ে দেই।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৫১

বুড়া ভাম বলেছেন: ধন্যবাদ রূপক বিধৌত সাধু । তবে মাঝে মাঝে রিকসাওয়ালার ও কিছু দোষ আছে । ভাড়া না জানলে আপনার কাছে জিজ্ঞাসা করবে আপনি কত দিবেন । আপনি যে টাকা ভাড়া বলবেন তার থেকে ঠিক ৫-১০ টাকা বাড়িয়ে বলবে এই টাকা হলে যাব , সেখত্রে ন্যায্য ভাড়া থেকে আপনি ভাড়া বেশি বল্লেও ।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৩৮

নাহল তরকারি বলেছেন: ভালো লেখেছেন।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:১০

বুড়া ভাম বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৪২

কলাবাগান১ বলেছেন: অফিস এসে অফিসের ওয়াই ফাই ইউজ করে ৩০-৩৫ টা ছবি আপলোড করে, তার পরেও বলে যে আরো দিতাম কিন্তু নেট স্লো...তবে নীতি কথা বলার সময় সবার উপরে

ঢাকা বিশ্ববিদ্যালয় এর প্রফেসর কালি নারায়ন নাকি মাঝে মাঝে কোরান শরীফ পড়তেন কিন্তু সেটা পড়ার জন্য যে আলোর দরকার হত সেটা উনি আলাদা বাজার থেকে কিনে আনেন কেননা কোয়ার্টার এর বাতি যে খরচ সেটা তো কোরান পড়ার জন্য উনাকে দেওয়া হয় নাই।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:০৯

বুড়া ভাম বলেছেন: ধন্যবাদ কলাবাগান১ । আমরা হয়তো প্রফেসর কালি নারায়ন সাহেবের মত এত মহান হতে পারি নাই তবে চেষ্টা করা উচিত ও করি ।

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: এসব বিষয়ে মনটা খারাপ হয়ে যায়। :( মানুষ কেন এত বেত্তমিজ। বেহায়া, ফকিরনির দল গুলা। মনে মনে এসব গালি দেই ।

#কলাবাগান আমি বলছি নাকি নেট স্লো

আপনে খালি আমার অফিসে বসে ব্লগিং করি এটাতে আপত্তি।

আপনার মত ভাই এত সময় নাই যে বাসায় গিয়া ব্লগিং করতাম। আমার সংসার বাচ্চা কাজকর্ম থাকে। অফিসে সময় পেলে এক দুই পোস্ট দেই। এ নিয়ে হাজার বার আপত্তি জানাইলেন।

ইদানিং আমি আমার মোবাইল নেট দিয়ে কাজ চালাই।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:১২

বুড়া ভাম বলেছেন: ধন্যবাদ কাজী ফাতেমা ছবি । ভাল সব সময় ভাল আর খারাপ সব সময় খারাপ । তাই সব কিছু ব্যাক্তিগত আক্রমন মনে না করি ।

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৫৯

কলাবাগান১ বলেছেন: @কাজী ফাতেমা ছবি

আপনি একটু বেশীই সহজ সরল.....আরো একটু 'চালু' হন, আপনার বলার কি দরকার কোথা থেকে পোস্ট করছেন????

৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৩৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: দ্বিচারিতা।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫০

বুড়া ভাম বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ।

৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৩৩

রাজীব নুর বলেছেন: আমার নিজের ভুলের শেষ নাই। তাই আমি অন্যের ভুল ধরি না।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫৬

বুড়া ভাম বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ । তবে ভদ্র ভাবে ও প্রচার না করে অন্যের ভুল ধরিয়ে দেয়া ও ভাল কাজ বলে মনে করি ।

৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: নিজে ভালো জগৎ ভালো।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫১

বুড়া ভাম বলেছেন: সহমত ভাই ।

১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:২১

মোহামমদ কামরুজজামান বলেছেন: আসলেই ভাইজান,

আমরা সমাজের নানা সমস্যা-অসংগতি নিয়ে সরব হই বা প্রতিবাদ করতে চাই কিন্তু আমি নিজেই হয়ত তা মানিনা কিংবা এ বিষয়ে আমিও হয়ত একই রকম ভূল করছি বা আমারই অবস্থান হয়ত সঠিক নয়।

আর তাই আগে আমাদের নিজ নিজ অবস্থান থেকেই ভাল কিছুর শুরু করতে হবে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫০

বুড়া ভাম বলেছেন: ধন্যবাদ মোহামমদ কামরুজজামান । একদিনে হয়তো সব খারাপ দিক থেকে বের হয়ে আসা সম্ভব হয় না । তবে সামান্য কম করতে পারলেও সেটা একটা উন্নতি ।

১১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:২২

সোবুজ বলেছেন: একটা জীবনই আমি পেয়েছি,তাই অন্যের ক্ষতি না করে নিজে যতটা ভাল থাকা যায় এটাই করি।যারা আরেকটা জীবনের আশায় থাকে তারা এই জীবনটাকে তুচ্ছ মনে করে।

১২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৩:৩৪

নেওয়াজ আলি বলেছেন: আমি নিজে ভুলে ভরা একজন মানুষ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.