নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুড়া ভাম

বুড়া ভাম › বিস্তারিত পোস্টঃ

একটি আধুনিক রূপকথা

০১ লা আগস্ট, ২০২৪ সকাল ১১:১৬

এক দেশে এক রাজা ছিল । সেই দেশে সে কাউকে ফুটবল খেলতে দিত না । তার দেশে ফুটবল খেলা নিষিদ্ধ ছিল । কিন্তু সে রাজপ্রাসাদে গোপনে ঠিকই ফুটবল খেলত । আর বলত ফুটবল কম্পানি আমাদের কথা না শুনলে আমার দেশে কাউকে ফুটবল খেলতে দেব না । কিন্তু রাজার এই হুমকি ফুটবল কম্পানি ***লেও মাখল না।

ইতিমধ্যে দেশের অনেকেই গোপনে গোপনে ফুটবল খেলা শুরু করল এমনকি কেউ কেউ তার সামনেই ফুটবল খেলে আর মুচকি হাসে ।
রাজা পড়লো মহা বিপদে । ইজ্জত তো গেছেই এখন দেখি প্যান্ট নিয়া টানা টানি শুরু হয়ে গেল । কিছু হলেও তো ইজ্জত বাচাতে হবে ।

তাই পরের দিন সে একটা ফুটবল নিয়া সবার সামনে লাথি দিয়া বলল ফুটবল কম্পানি আমার সাথে কথা বলেছে । এখন তোমারা সবাই ফুটবল খেলতে পার ।

সাধারন জনগণ আরও বেশি হাঁসতে হাঁসতে ফুটবল খেলা শুরু করল ।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০২৪ সকাল ১১:৪২

আহলান বলেছেন: চোখের পলকে ... ;)

০১ লা আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪০

বুড়া ভাম বলেছেন: চোখের পলকে ইউ টার্ন ।

২| ০১ লা আগস্ট, ২০২৪ দুপুর ১:০১

মোহাম্মদ গোফরান বলেছেন: এবং অবশেষে স্যার পলক পুরাই হাহা পলক হয়ে গেলেন।

০১ লা আগস্ট, ২০২৪ দুপুর ১:২৩

বুড়া ভাম বলেছেন: এখন অবস্থা ভিক্ষা চাই না কুত্তা সমালা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.