![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল আমরা যে নেক্যারজনক ঘটনা টিভিতে দেখলাম এর ইঙ্গিত কি ?
বাংলাদেশের প্রধান বিরোধীদলের কেন্দ্রিয় কার্যালয়ের দরজা ভেঙ্গে নেতাদের আটক করা হয়েছে।
ইতিহাস থেকে তো এটা মুছে ফেলতে পারবেন না, বা আমরা যারা এটি দেখেছি তারাও তো ভুলে যেতে পারব না, তাই না।
গণতন্ত্র আজ কোথায়?
কালকে এমন কিছু হয়নি যে এরকম সবাইকে তাদের কেন্দ্রিয় অফিস থেকে পাচ স্তরের তল্লাশি চালাতে হবে, আমি বিএনপি এর কার্যকলাপকে সমর্থন করছি না। কিন্তু এভাবে হলে তো ভবিষ্যতে আরও বাজে কিছু আমাদের দেখতে হবে।
টকশো তে দেখি শাহবাগ নিয়ে চিল্লা চিল্লি হইতাছে যে এটা শান্তিপূর্ণ আন্দলন , এ থেকে সবার শিক্ষা নেয়া উচিত।
কিন্তু আপনারা কি কেউ এটা দেখেন না যে, বিরোধী মতের বা দলকে কথা বলার সুযোগ দেয়া হচ্ছে না।
অনেকে বলেন পুলিশ কি করবে, গুলি করা ছাড়া উপায় নাই। আজব পুলিশের প্রতিপক্ষরে তো আজ পর্যন্ত কোথায়ও গুলি করতে দেখলাম না। এ কেমন কথা ?
আরও মজার ব্যাপার বিএনপি এর কেন্দ্রিয় অফিসে ককটেল পাওয়া গেছে। তা বলি নেতারা কি এতই বোকা যে পকেটে ককটেল নিয়ে ঘুরবে, আজাইরা প্যাচাল।
প্রধান বিরোধী দলের অফিসে পুলিশ যে ভাবে বুট মাড়িয়েছে, তছনছ করেছে, তার কোন অধিকার তাদের নেই।
পুলিশের উদ্দেশ্যে ইটপাটকেল মারল, আর পুলিশ গুলি করে কয়েকজনকে ফেলে দিল। তা হলে তারা পুলিশ হল কিভাবে।
তাহলে পুলিশের সাথে ছাত্রলীগের বা অন্যদের কি পার্থক্য থাকল ? পুলিশ এভাবে গুলি করার অর্থ হচ্ছে তারা পুরাপুরি ব্যার্থ। তাদের প্রাথমিক প্রশিক্ষন ও নেই।
১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৫
সুমাইয়া শেলী বলেছেন: আর বিএনপির নেতারা এত গাধা কেন ? সবটি এক রুম এ ধুকছে , আবার দরজা আটকে রাখছে। :-০
২| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪১
মাজহারুল হুসাইন বলেছেন: তাহলে পুলিশের সাথে ছাত্রলীগের বা অন্যদের কি পার্থক্য থাকল ? পুলিশ এভাবে গুলি করার অর্থ হচ্ছে তারা পুরাপুরি ব্যার্থ। তাদের প্রাথমিক প্রশিক্ষন ও নেই। >>>পার্থক্য নেই । ৩০ হাজার ছাত্রলীগ ক্যাডার, গোপালি নিয়োগ দেয়া হয়েছে ।
১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৫
সুমাইয়া শেলী বলেছেন: হয়ত ...
৩| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৫
ভাল মন্দ বলেছেন: পুলিশ আপনার বন্ধু আসবে সাবধান থাইকেন।
১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৬
সুমাইয়া শেলী বলেছেন: যখন কারো নীতি যায়, তখন তার বাবা মাকেও ছাড়ে না।
৪| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৯
দায়িত্ববান নাগরিক বলেছেন: দরজা বন্ধ কেনো? বিএনপির নেতা বাদেও বোমাবাজ কিছু সন্ত্রাসী লুকিয়ে ছিল ভিতরে। আশ্রয় দেয়া অপরাধ।
৫| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০২
হ্যারিয়ার টু বলেছেন:
দরজা বন্ধ কেনো?
পুলিশ দেখলে চোরের মত লুকানোর দরকার কি?
সামনাসামনি মোকাবেলার সাহস নাই?
এর আগে তো দেখছিলাম পুলিশ দেইখা বোরখা পিন্দা লুকাইছিল!
১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৫
সুমাইয়া শেলী বলেছেন: হ্যা, আজব কোয়ালিটির নেতা এরা।
৬| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৫
সায়লা মাহিন বলেছেন: POLICE(Polite Obedient Loyal Intelligent Courageous Efficient)
World wide meaning:
P=Polite
O=Obedient
L=Loyal
I=Intelligent
C=Courageous
E=Efficient
Currently in Bangladeshi meaning:
P=Panic Creator
O=On Fire- Action
L=Lobbyist
I=Idiot
C=Culprit
E=Evil
৭| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৩
সায়লা মাহিন বলেছেন: হাম্বালীগ যতই শাক দিয়া মাছ ঢাকার চেষ্টা করুক না কেন, তোদের চার বছরের দুঃশাসন সাধারন মানুষ ভুলে নাই । বাপের মত একদলীয় শাসন চলতে দেবে না বাংলার মানুষ । তোর বাপও তো বাকশাল, লাল বাহিণী কুত্তা দিয়া, ভারতি কুত্তা আর দালার দিয়া দেশটাকে সিকিম কিংবা ভুটান বানাইতে পারে নাই তুইও পারবি না । ১/১১ এর সময় তো দেশ ছাইড়া ভাগছিলি, তোদের না অনেক দেশপ্রেম !খালেদা জিয়া-ই সত্যিকারের দেশপ্রেমিক ।
৮| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৪
রোদের ক্রোধ বলেছেন: বি এন পি যা করে তা নাকি সব সাজানো নাটক । নিজেরা ককটেল ফুটায় , শুধু তাই ই না , তারা আবার অফিসের দরজার সামনে ককটেল রেখে দেয় যাতে পুলিশ সহজেই সেগুলো খুঁজে পেতে পারে ।
আওয়ামীলীগ যা করে তা হল সিরিজ মুভি । আসলে আওয়ামীলীগ শুধু তাই জনগনের নাম দিয়ে তাদের জন্য করবে যা কেবল তাদের পক্ষেই যায় । আমরা যেন গাধা , কিছুই বুঝব না । নজির বিহীন ভাবে পার্টি অফিসে গিয়ে যা করল আওয়ামীহুকুমের পুলিশ এই ধারা সামনে অব্যাহত থাকবে । কারণ তখন আবার বি এন পি বলবে নাশকতা রোধে পার্টি অফিসে অভিযান হয়েছে আর এই দেখেন বোমা , বারুদ কত্ত কি পেয়েছি
১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৮
সুমাইয়া শেলী বলেছেন: সামনে আরও ভয়ানক কিছু দেখতে হবে মনে হচ্ছে ।
৯| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৫
এখনও গল্প লিখি বলেছেন: আজব পুলিশের প্রতিপক্ষরে তো আজ পর্যন্ত কোথায়ও গুলি করতে দেখলাম না।[/sb
খালি দিগন্ত টিভি দেখলে কেমনে দেখবি!! ছাগল কোথাকার!!্
কতগুলা পুলিশরে যে ছাদে আটকাইছিলো সেটা দেখস নাই!!
আর যারা ট্রেনে আগুন লাগানো, মানুষ মারা এই্সব দেইখাও কেমনে সােপার্ট দেয়!!
আজকে সারা বাংলার মানুষ থাকেতা বিএনপির পক্ষে যদি জামাতকে ছেড়ে আওয়ামীলীগের আগেই তরুণদের আন্দোলন এ সাপোর্ট দিত!!
আমিও তোর মত বলি--তাই বলে আিম কিন্তু আোয়ামীলীগের সােপার্টার না!!
১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০০
সুমাইয়া শেলী বলেছেন: ছাদে আটকে কি গুলি করছিল ?? ?
আর আপনি ভদ্র ভাবে কথা বলতে শিখেন নাই ?
১০| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২২
সায়লা মাহিন বলেছেন: সুমাইয়া আপু, আমরা আগে গল্প লিখতাম, কিন্তু এখন ইতিহাস লিপিবদ্ধ করি আর আপনি একজন গল্পকারের কাছে গল্প ছাড়া আর কি আশা করতে পারেন,
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৯
পরিবেশ বন্ধু বলেছেন: পুলিশ সব ছাত্রলিগ
আর ওদের কথা ওরা নাকি সব দলা মচা লাইগা আত্মহত্যা করবার
চাইছিল , হেরা দরজা ভাংগি দিয়া বাচাইল , এখন থানায় নিয়া
নিরাপত্তা দেবে ২৪ ঘণ্টা দৈনিক ।