![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সরকার বেসরকারী স্কুল কলেজের শিক্ষক কর্মচারীরিদের ভাতা বাড়ানোর নামে ১০০টাকার ৫ গুণ ৫০০টাকা,চিকিৎসা ভাতা ১৫০টকার দ্বিগুণ ৩০০ টাকা করে এমন ভাবে টিভি চ্যানেল গুলোতে প্রচার করছে যেন ৫গুন ৩ গুণ বাড়িয়ে মহাকান্ড ঘটিয়ে ফেলেছেন।সত্যি এ এক নিদারুন প্রহসন! সরকারের এ সিদ্ধান্ত কে ধিক্কার জানাই। ধিক....ধিক...
-----------------------
বাড়িভাড়া-
একশ টাকার পাঁচগুণ...
কি দারুন! কি দারুন!
শিক্ষকেরা মানুষ গড়ার
দক্ষ কারিগর,
ওদের কেন থাকবে বলো
বাসা বাড়িঘর?
চিকিৎসাতে-
দেড়শ টাকার দ্বিগুন...
কি দারুন! কি দারুন!
শিক্ষকেরা জাতির বিবেক
জাতির কর্ণধার,
তাদের তরে এটাই হলো
সম্মানজনক ছাড়!
পাঁচশ টাকা, তিনশ টাকার
হিসাবও হয় আজ,
ডিজিটাল এ সরকারের
কোথায় গেলো লাজ?
অস্ত্র কিনুন হাজার কোটির
নিজের বাড়ান ভাতা,
শিক্ষকেরা যাক না নিয়ে
হাতে লাঠি ছাতা।
নিজের উদর পূর্তি করে
বন্ধ করুন শিক্ষা,
যতই পারুন লাথি মারুন
নিন এমনি দীক্ষা।
একটি কাঁধে দিন চাপিয়ে
দেশের যতো শিক্ষার,
যদি পারেন আরেক কাঁধে
দিন না ঝুলি ভিক্ষার।
পাঁচগুণ,তিনগুণ
প্রহসন নিদারুন......
----------------
২৪ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৯
বাসুদেব খাস্তগীর বলেছেন: ধন্যবাদ
২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩০
চাচ্চু বলেছেন: +++++++++++++++
২৪ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৪
বাসুদেব খাস্তগীর বলেছেন: +++++++++
৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪০
চলতি নিয়ম বলেছেন: ++
২৪ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৫১
বাসুদেব খাস্তগীর বলেছেন: +++++
৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪২
মনিরুল ইসলাম বাবু বলেছেন: ++++++++++++++
২৪ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৫
বাসুদেব খাস্তগীর বলেছেন: ধন্যবাদ বাবু।
৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৭
ফরিদ হাসান বলেছেন: অসাধারণ একটি সংগ্রহশালা (না দেখলে মিস করবেন)
সম্প্রতি প্রথম আলো পত্রিকায় দেশে ও দেশের বাইরে বাংলাদেশের মুখ উজ্জ্বলকারী ব্যক্তিদের নিয়ে নিয়মিত ”আমিই বাংলাদেশ” নামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করছে। যা কিনা ইতিমধ্যে পাঠকমহলে বেশ উৎসাহ সৃষ্টি করেছে। সেই প্রেরণায় আমরা এযাবত যতগুলো প্রতিবেদন প্রকাশিত হয়েছে সবগুলো প্রতিবেদন একসাথে জড়ো করে চলেছি। প্রতিদিনই পেজটি আপডেট করা হয়। অনবদ্য এই সংগ্রহশালাটি দেখতে এখানে ক্লিক করুন
৬| ২৪ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৬
বাসুদেব খাস্তগীর বলেছেন: চমৎকার
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪৩
মাহমুদুর রাহমান বলেছেন: