![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিচারপতি করলেন বিচার
নিজের বিবেক দিয়ে,
কি দোষ ছিলো সংখ্যালঘুর
ওসব বিচার নিয়ে?
উদোর পিন্ডি বুদোর ঘাড়ে
সবাই সাক্ষী গোপাল,
দোষের ভাগী না হয়েও
পুড়ছে ওদের কপাল।
কেউ বলছে নিজের ঘরে
আগুন দিয়ে ওরা,
ভালো লোকের করছে বদনাম
সংখ্যালঘু চোরা।
বউয়ের সাথে ঝগড়া করে
বলবে কদিন পরে,
সংখ্যালঘু যারা আছে
পিটাও ওদের ধরে।
আপন দেশে পরবাসী
যাচ্ছেরে দিন বয়ে,
জম্মই কি থাকবে ওদের
আজম্ম পাপ হয়ে?
জ্ঞানপাপীরা ঠিকই চিনে
সত্য মিথ্যার ঘোড়া,
তবু তারা সত্য চেপে
সাজেন বর্ণচোরা।
রাজনীতিতে দাপট এদের
জাতি দিশেহারা,
এই কারণে মার খেয়ে যায়
সংখ্যালঘু যারা।
জ্ঞানপাপীদের জ্ঞানের উদয়
কবেই জানি হবে,
ভবিষ্যতের কথা ভেবে
শংকিত আজ সবে।
---------------
০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৩৮
বাসুদেব খাস্তগীর বলেছেন: হতে পারে এমনতর ঘটনা।
২| ০৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১৭
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হিন্দু মুসলমান ভাই ভাই
একসাথে থাকতে চাই
এখানে ক্লিক করেন, আমার একটি লেখা, সাম্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন
০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৩৬
বাসুদেব খাস্তগীর বলেছেন: ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:০০
ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন: এই দেশে হিন্দুদের নিরাপত্তা নাই, কারন তারা জিজিয়া কর দেয় না। জিজিয়া কর না দিলে হিন্দু মারা জায়েজ আছে। জিজিয়া কর দিলেই হিন্দুরা অত্যাচার থেকে মুক্তি পাবে। এখন থেকে জামাতের জেলা অফিসে যেয়ে প্রতি বছর জিজিয়া কর দিয়ে আসলেই হিন্দুদের উপর অত্যাচার বন্ধ হয়ে যাবে।