![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলোচনার আলোর প্রদীপ
নিভবে হয়তো ত্বরা,
অন্ধকারের ঘোর কি আবার
নাড়ছে দোরে কড়া ?
’নেতার চেয়ে দেশটা বড়’
সোনার বাংলাদেশে,
নেতার মাঝে এমন কথার
উঠুক ছবি ভেসে।
নাই যদি হয় এমনতর
ভাবের উদয় মনে,
কি আর হবে নেতার বলো-
ভূগবে জনগণে।
নেতার মনে শুভ বুদ্ধির
দিক না কপোত হানা,
গনতন্ত্রের মুক্ত কপোত
মেলুক আবার ডানা।
©somewhere in net ltd.