![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আদুরীকে এমন কেন
করলি বল না নদী আপা?
এমন করে তোর মেয়েকে
মারতো কেউবা যদি আপা ?
তোর ভিতরে বসত করে
হায়েনা রূপী পশুরে ,
হিংস্র রূপে উঠলো বেড়ে
বিবেকহীন এক অসুরে।
মূল্যবোধ আর মানবতা
দিনে দিনে লুপ্ত হয়ে,
মানব হয়ে দানব হলি
কলংক টিপ যুক্ত হয়ে।
দেখতে চায় আজ দেশ জনতা
শাস্তি হয় তোর কেমন করে?
আর না যেন আদুরীরা
কষ্ট না পায় এমন করে।
©somewhere in net ltd.