![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঠিক হবে কি ঠিক হবে না
বিদ্যুৎ কেন্দ্র রামপালে,
এমনি কথার ফুলঝুড়িতে
বাড়ছে কারো দাম পালে।
পরিবেশের ক্ষতি নিয়ে
মাতছে কেউকেউ শোরগোলে,
মুক্ত বায়ু, বিদ্য্ৎুও চাই্
প্রতিদিন এই দোর খোলে।
সুযোগ বুঝে সুশীল সাজে
কেউবা নানান ধরি বেশ,
আমরাতো চাই বিদ্যুৎ কেন্দ্র
রক্ষা করে পরিবেশ।
পরিবেশও দেখতে হবে
বিদ্যুৎও চাই আমাদের,
দেশের স্বার্থ আগে দেখো
পরে দেখো মামাদের।
-----------------------------
©somewhere in net ltd.