![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন জিনিষটা করতে হবে
সিয়ামের এই রমজানে,
বাড়ানো চাই জিনিষের দাম
কেউ কি এটা কম জানে ?
জানেতো বেশ ব্যবসায়ী
এই সমাজের দাদারা,
আম জনতাই বোকার হর্দ
বুঝে না এ্রই গাধারা।
টেনেই যাচ্ছে ঘানিটুকু
যে যেমনে পারে রে,
সাধারণের নেই রে মূল্য
সবটুকু তার ঘাড়ে রে।
কে শোনেরে কার কথা ভাই
নীতি কথা আহা রে !
কারো কষ্টে দিনাতিপাত
কারো ধন হয় পাহাড়ে।
©somewhere in net ltd.
১|
০১ লা জুলাই, ২০১৪ সকাল ৭:৫০
রাগিব নিযাম বলেছেন: আরে বাবাহ! দারুন লিখেছেন!