নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

২৮ বসন্তের লাইফে কোন কিছুই পুরা জানতে পারলাম না ...... তাই বেসিক নিয়াই আছি

আমি মোমের আলোর মত ভদ্র !

বেসিক আলী

বেসিক আলী › বিস্তারিত পোস্টঃ

অন্যরকম জুতার মেলা, দেখছেন কি? আজকে জেন্টস্ সুজ

১৩ ই মে, ২০১৫ রাত ১০:২০

দন্ত(বিকাশিত) সুজ ।

কুম্বিরা সুজ (কুমির)

সুখ-দু:খ সুজ ।

পাঙ্খাওয়ালা সুজ ।

মিউজিক সিস্টেম ওয়ালা সুজ ।
ইঞ্জিনওয়ালা সুজ।
হা-সুজ ।
জাম্পিং সুজ।
এটাও স্প্রিংওয়ালা সুজ ।
পাঁচ আঙ্গুল সুজ (বড়)
পাঁচ আঙ্গুল সুজ (ছোট) আমার পছন্দ হইছে এটা :)

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৫ রাত ১১:৩৪

নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: ”হা-সুজ” :P ভাই কি জুতা গুলানের নামকরণ নিজেই করসেন? =p~ হাহাহাহাহা :P :P
গুপি-বাঘার জুতা জোড়া কই ভাইজান? :#)

১৪ ই মে, ২০১৫ রাত ১২:১৯

বেসিক আলী বলেছেন: ইট্টু ট্রাই করলাম আর কি B-)
গুপি-বাঘার জুতার কথা মনেই ছিলো না।

২| ১৪ ই মে, ২০১৫ দুপুর ১২:১৪

কাবিল বলেছেন: খুউউউব ছুন্দর









১৪ ই মে, ২০১৫ দুপুর ১২:৫২

বেসিক আলী বলেছেন: আপ্নের গুলানও সুন্দর

৩| ১৪ ই মে, ২০১৫ দুপুর ১২:২১

দিশেহারা রাজপুত্র বলেছেন: ব্যাপক ভালা পাইলাম।

১৪ ই মে, ২০১৫ দুপুর ১২:৪৪

বেসিক আলী বলেছেন: ধন্যবাদ।

৪| ১৪ ই মে, ২০১৫ দুপুর ১২:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ১।
২।

১৪ ই মে, ২০১৫ রাত ৯:১৫

বেসিক আলী বলেছেন: :) :) :)

৫| ১৪ ই মে, ২০১৫ বিকাল ৪:১৭

অপ্রতীয়মান বলেছেন: ১ নম্বরটা বাদ দিয়ে বাকি সবগুলিই চমৎকার। ব্যক্তিগত কারণেই সম্ভবত প্রথম জুতাটাকে পছন্দ করতে পারলাম না।
জাম্পিং সুজ, ইঞ্জিনওয়ালা সুজ, কুম্বিরা সুজ গুলির মডেল চমৎকার হয়েছে।

আর পাঙ্খাওয়ালা সুজ দেখে হারকিউলিস গেমটার কথা মনে পড়ে গেলো। এক বিশেষ জুতা ছিল সেখানে যা উড়তে পারত, আর তারও এমন পাখা ছিল। এইটা একটু বেশিই পছন্দ হয়েছে, যদিও বয়স আর নাই এইটা পড়ে বেড়ানোর :P

১৪ ই মে, ২০১৫ রাত ৯:০২

বেসিক আলী বলেছেন: অতীব সৌন্দর্য মন্তব্য করার জন্য আপ্নাকে অনেক ধন্যবাদ :)

৬| ১৪ ই মে, ২০১৫ রাত ১০:৩৬

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

এই সব জুতাগুলো তো দুর্ঘটনার কারণ হইতে পারে রে ভাই!!!

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

১৫ ই মে, ২০১৫ রাত ১২:১২

বেসিক আলী বলেছেন: জুতা(সেফটি সুজ) আবার দূর্ঘটনা থেকে বাঁচায় ও :)

৭| ১৫ ই মে, ২০১৫ রাত ১২:২০

সুমন কর বলেছেন: চমৎকার ! প্রতিটি সুন্দর।

এ ধরনের পোস্টে উৎস দেবার প্রয়োজন ছিল।

৮| ২০ শে মে, ২০১৫ রাত ৯:৪১

আহমেদ জী এস বলেছেন: বেসিক আলী ,




পরপর দুখানা পোষ্ট জুতো নিয়ে ।
বেসিকালী জুতো নিয়ে জুতোজুতি কারবার ।

জুতোর ব্যবসা শুরু করবেন , মনে হচ্ছে .. :D

২০ শে মে, ২০১৫ রাত ১০:৩০

বেসিক আলী বলেছেন: :| :| :|

৯| ২৮ শে মে, ২০১৫ বিকাল ৫:১৪

ইমতিয়াজ ১৩ বলেছেন: একটাও ভাল্লাগে নাই তয় অনেক ভাল্লাগছে।

২৮ শে মে, ২০১৫ রাত ১০:৫৬

বেসিক আলী বলেছেন: ;) B-) :D

১০| ২৮ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:২২

শায়মা বলেছেন: কি ভয়ংকর সব জুতা!!!!!!

দাঁতাল জুতা, পাখাল জুতা, চাকাল জুতা!!!!!!


মাই গড!!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.