নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

২৮ বসন্তের লাইফে কোন কিছুই পুরা জানতে পারলাম না ...... তাই বেসিক নিয়াই আছি

আমি মোমের আলোর মত ভদ্র !

বেসিক আলী

বেসিক আলী › বিস্তারিত পোস্টঃ

উপন্যাস: আমার কিছু দেনা ছিলো _মঈনুল আহসান সাবের

০৮ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৩৭



উপন্যাসটি বিডিনিউজ২৪.কম র ঈদসংখ্যা২০১৫ তে লিখেন লেখক।
উপন্যাসটিতে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রীর জীবনি জানতে পারবেন যা লেখক উপন্যাসটির শেষে
পুনশ্চ: তে উল্লেখ করে গেছেন ।

"গল্পটি আজগুবি মনে হলেও সেই ইমতিয়াকপুরের মেট্রিকপাশ না করা মেয়েটি আজ দেশের প্রধানমন্ত্রী। এখানে আমার নিজের কিছু বলার, বা যোগ করার নেই। গল্পটির শুরুতেই বলেছি এটি একটি চুরি করা সাহিত্যকর্ম। আমি শুধু স্থান, কাল , পাত্রের নাম এদিক সেদিক করে নিজের নামে চালিয়ে দিচ্ছি। প্রকৃত রচয়িতার কোন হদিস নেই। আর হদিস থাকলেও এইটাকে নিজের বলে দাবি করার মতো লোক দ্বীপদেশে নেই। আর নিজের বলে দাবী করে টিকে থাকাও সম্ভব না, পরিণতি হতে পারে বাংলাদেশের হুমায়ুন আজাদ কিংবা অভিজিত রায়ের মতো। তাই আমারও তো জীবনের ভর কিছুটা আছে তাইনা। আমার দেশ বদ্বীব হলে হবে কি? আদম সন্তানতো। তাই না? বদ্বীপ দেশের অবস্থা বাংলাদেশের চেয়ে খুব একটা ভালো গল্পটিকে নিজের লেখা বলে। এই গল্পটি আসলে হেলেনার রাজনৈতিক প্রতিপক্ষদের বানানো গল্প। এর একক কোনো লেখক থাকলেও থাকতে পারে। কিন্তু প্রকাশ্য কোনো দাবীদার নেই। আর সেই সুযোগটাই কাজে লাগালাম। এখানে সত্য বা মিথ্যার দায়ভার আমার নয়। গল্প তো গল্পই। সে চুরি করাই হোক আর নিজের লেখাই হোক । এটা হচ্ছে হেলেনার জীবনকে নিয়ে লেখা প্রথম খন্ড। আর প্রথম খন্ড আপ্নাদের হাতে ঘুরতে ঘরতে আমি দ্বিতীয় খন্ড চুরির ধান্দায় থাকবো। আর হাতের কাছে পেয়ে গেলেই আপনাদের আওয়াজ দেবো; আপনারাও জেগে থাইকেন ।"



ডাউনলোড লিংক

উপন্যাস: আমার কিছু দেনা ছিলো

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৪

গেম চেঞ্জার বলেছেন: কি ভাই! কই গেলেন??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.