নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুন আবদুল্লাহ

‘’Love killed my soul, My body seeks revenge’’

বাটাগোর বাস্কা

প্রতিদিনই অদ্ভুত এক ইচ্ছা জাগে আমার,ইস!আমি যদি কচ্ছপ হতে পারতাম। কি চমৎকারভাবে মাথাটা দেহের ভিতরে গুটিয়ে নিয়ে পথ চলতে পারতাম,শরীরে শক্ত একটা খোলস থাকতো, অপমান বোধটা গায়ে লাগতো না আর।কিন্তু নিয়তির ছকে আমি বাধা, আমি কখনো কচ্ছপ হয়ে উঠিনা।https://www.facebook.com/mamunabdullah.press

বাটাগোর বাস্কা › বিস্তারিত পোস্টঃ

পর্নস্টার থেকে সুপারস্টার.. (১৮+বিনোদন)

১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:৪৮

কোনও কোনও মেয়ের ওপর চোখ পড়লে বুকের ভিতরটা কেমন ছ্যাঁক্ করে ওঠে! নিজের অজান্তে নানা উছিলায় একবার নয়, বার বার তাকিয়ে থাকতে ইচ্ছে করে। কাজের মাঝে মাঝেই উসখুস মন কেবল দেখতে ইচ্ছে করে তাকে। চোখ থেকে ঠিক হারায় না সেই সুধা শরীর! সাইবার দুনিয়ায় বুকের গভীরে তেমন চমক জাগানিয়া স্টারের নাম সানি লিউন। পামেলা আন্ডারসনের পর অন্দরমহল কাঁপনা যৌন-প্রতিমা পর্নস্টার এই সানি।



যাঁরা সাইবার দুনিয়ায় একটু আধটু ঘোরাফেরা করেন, তারা অবশ্য এতদিনে দেখে ফেলেছেন সানির যৌন-প্রতিমার শরীরি স্থাপত্য। কোনও ভণিতা ছাড়াই বলছি, আমিও দেখেছি, ওর কয়েকটি পর্ন-ছবি। ২ বছর আগে একদিন অফিসে সবার মুখে সানি লিউন শুনতে শুনতে আমারও কৌতূহল জাগে,,ইন্টারনেট আর বিনোদন পেজ ঘেটে দেখি সানিকে নিয়ে অসংখ্য লেখা,শত শত লিংক।



সত্যি কথা বলতে, তামাম দুনিয়ায় লাক্ষ লাক্ষ তরুণ স্ক্রিনের উপর হুমড়ি খেয়ে গিলে খায় সানির বে-আব্রু যৌনসম্ভোগের ইউটিউব ভিডিও ক্লিপস। এমনকি এশিয়ায় গুগলে সানির দর্শক রেকর্ড পরিমাণ।‘ইউ টিউবে সানির নীল ছবির শতকরা নব্বই ভাগ হিট এখন এসব দেশের!



কেবলই বিপরীত লিঙ্গে নয় সম লিঙ্গের যৌন দৃশ্যে অধিক পারঙ্গম সানি।তিরিশের কোটায় পা রাখা সানির আসল নাম কারেন মালহোত্রা। কানাডার অন্টারিওর এক পঞ্জাবি পরিবারেরজন্ম।সানি ২০০১ সালে প্রথম কেরিয়ার শুরু করে বিখ্যাত ‘পেন্টহাউস’ পত্রিকার কভারে নগ্ন ছবি দিয়ে। আমেরিকার বিভিন্ন রিয়্যালিটি শো-তে এর আগে অংশ নিয়েছে এই সেক্স-সিম্বল।২০১০-এ ফ্যাশন পত্রিকা 'ম্যাক্সিম' বিশ্বের সেরা বারো পর্ন স্টার-এর তালিকায় ঠাঁই দিয়েছিল সানিকে।



ইন্দো-ক্যানাডিয়ান অভিনেত্রী সানির টিভি রিয়েলিটি শো ‘বিগ বস-৫’ সেশনের মধ্য দিয়ে তারকা জগতে প্রবেশ। পরে ‘জিসম টু’ ও ‘রাগিনী এমএমএস টু’ ছবির মধ্য দিয়ে বলিউডে পদার্পণ । তখন হয়তো কেউ ভাবেন নি এই সানির কম্পনে কাঁপবে গোটা দুনিয়া। ওয়ালাদা’ ছবিতে ‘লাইলা তেরি লে লেগি’ আইটেম গানে সানি লিউন শুধু ভক্তদের মনই জয় করেনই নি, কাঁপিয়ে দিলেন নেট দুনিয়া। আগুন ছড়ানো এ তারকা জীবনের প্রথম আইটেম নাম্বারেই ঝলসে দিলেন ভক্তদের মন।



আইটেম লঞ্চের দুদিনের মধ্যেই ইউটিউব এ পাঁচ লাখ বার দেখা হয়ে যায় লায়লা সানিকে। নিজের কোমরে তাকে বেঁধে নিয়ে নাচছেন জন আব্রাহাম আর সঙ্গে তাল মিলাচ্ছেন তুষার কাপুর।শুধু সিনেমায় নয় কনডোম কম্পানির বিজ্ঞাপনের দৃশ্যেও অভিনয় করেছেন এই মোহময়ী সানি।সম্প্রতি ওপার বাংলার এক নির্মাতা নাকি সানি-ফেরদৌস কে নিয়ে ছবি বানাতে যাচ্ছেন। তবে শেষ পর্যন্ত ওষুধের নাম সানি, নাকি রোগের কারণ সানি সে বিষয়ে বোধহয় গবেষণার দরকার আছে......

মন্তব্য ৩৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: এইডা কি পোস্ট রে ভাই........

১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৯

বাটাগোর বাস্কা বলেছেন: একটু বিনুদুন পোস্ট রে,,ভাই..।

২| ১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৯

~মাইনাচ~ বলেছেন: যাঁরা সাইবার দুনিয়ায় একটু আধটু ঘোরাফেরা করেন, তারা অবশ্য এতদিনে দেখে ফেলেছেন সানির যৌন-প্রতিমার শরীরি স্থাপত্য।


মিয়া আপনি কি করে জানলেন যে আমি দেখেছি? আমিতো দেখিনাই। X((

১৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:০৬

বাটাগোর বাস্কা বলেছেন: না দেখলে আর কি করার ভাই..। ভেরি স্যাড । যেদিন এক অনলাইন সম্পাদককে সানির নিউজ নিয়ে খুব মাতামাতি করতে দেখি, তখনই আমার মনে কৌতূহল জন্ম নেয়..তারপর থেকে সানির প্রতি আলাদা একটা টান অনুভূত হতে থাকে।শরীরী টান,,,,,,,, :-P :-P :-P

৩| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:০৭

মাক্স বলেছেন: বিয়াফুক ঘবেষণা

১৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:১১

বাটাগোর বাস্কা বলেছেন: ম্যাক্স ভাই,, সত্যি কথা বলতে,সানির প্রতি আলাদ ভালোলাগা, ভালবাসা থেকেই এই গবেষণা,,,একটু গভীরে জানা। এই আর কি.....????

৪| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:২১

পথহারা সৈকত বলেছেন: লেখক বলেছেন: ম্যাক্স ভাই,, সত্যি কথা বলতে,সানির প্রতি আলাদ ভালোলাগা, ভালবাসা থেকেই এই গবেষণা,,,একটু গভীরে জানা। এই আর কি.....???? :P :P :P :P :P

১৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৫

বাটাগোর বাস্কা বলেছেন: :-P :-P :-P :-P :-P :-P

৫| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৬

ব্যান্ড পার্টি বলেছেন: ফেরদৌস এরকম কথা বলে নাই , মইত্যা চোরা একটু রং লাগাইয়া আলুর হিট বাড়াইছে

১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

বাটাগোর বাস্কা বলেছেন: ''ফেরদৌস এরকম কথা বলে নাই , মইত্যা চোরা একটু রং লাগাইয়া আলুর হিট বাড়াইছে'',,,,,,,,,,,হে হে হে.....মতিকণ্ডের বিনুদুন মতিবেদক নিশ্চয়ই এ রং লাগাইছে..,,,..

৬| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৯

মিত্রাক্ষর বলেছেন: "শুধু সিনেমায় নয় কনডোম কম্পানির বিজ্ঞাপনের দৃশ্যেও অভিনয় করেছেন এই মোহময়ী সানি।"

শুধু কি তাই??? এইযে দেখুন এই মায়াবী নারীর আরেকটি বিজ্ঞাপন :P :P

১৭ ই জুন, ২০১৩ সকাল ১০:৩৮

বাটাগোর বাস্কা বলেছেন: তথ্য প্রদানের জন্য অসংখ্য ধন্যবাদ, মিত্রাক্ষর। With love for all AC black fans...।বোতলটা দেখে তো নেশা লেগে গেলো.। শরীরী নেশা, পানির নেশা.. :-B :-B

৭| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫৭

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: ওহহ চরম গরম পোস্ট......আমরা লুল ভাই বেরাদররা অনেকদিন ধইরা এমুন পোস্ট পাইনা........ :#)

আর সানি ম্যাডামরেতো খুবই ভালা পাই...... B-))

১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

বাটাগোর বাস্কা বলেছেন: হমম, সাব্বির ভাই, লুল ভাই ব্রাদারদের জন্যই আমার বহু দিনের পরিকল্পনার ক্ষুদ্র প্রয়াস এই ছোট গবেষণা। মোহময়ী সানি ম্যাডামের প্রেমে না পড়ার কুনু কারণ নাই... আমিতো পুরাই ফিদা...। খাল খনন কর্মসূচির প্রজেক্টে যারা আছেন, তাদের জন্য সানি আপার রতিকৌশল তো মহাওষুধ ... :-P :-P :-P

৮| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ১:০৩

কায়সার ইয়াসিন বলেছেন: কি গবেষণা রে ভাই :P

১৬ ই জুন, ২০১৩ দুপুর ২:০১

বাটাগোর বাস্কা বলেছেন: ইহা একটি কোয়ালিটেটিভ গবেষণা,,,রে ইয়াসিন ভাই .... :-P :-P :-P

৯| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৪০

মোহাম্মদ শরিফ বলেছেন: কয়েকটা ছবি দিয়ে দিলে ভাল হইতোনা?? =p~

১৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৪৮

বাটাগোর বাস্কা বলেছেন: অনেক চেষ্টা করেও ছবি আপলোড করতে পারছি না, শরিফ ভাই, এরর দেখায়। তাই দেয়া হয় নি। আবরও ট্রাই মেরে দেখি পারি কিনা.???

১০| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ২:৩৬

তামিম ইবনে আমান বলেছেন: ভালো পোস্ট। অনেক কিছু জানলাম।

১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০২

বাটাগোর বাস্কা বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ, তামিম ভাই....। ভাল থাকবেন এই কামনা রইল...

১১| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ২:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন:

তামিম ইবনে আমান বলেছেন: ভালো পোস্ট। অনেক কিছু জানলাম। আমিও জানলাম।

১৬ ই জুন, ২০১৩ রাত ৯:৩৬

বাটাগোর বাস্কা বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। ভাল থাকবেন এই কামনা রইল..

১২| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ২:৫০

আমি তুমি আমরা বলেছেন: সানি ম্যাডামরেতো খুবই ভালা পাই...... B-)) B-))

১৭ ই জুন, ২০১৩ দুপুর ১২:১৬

বাটাগোর বাস্কা বলেছেন: ওহহহ, তাই নাকি ভাই...এ তো দেখি অনেকেরই ভালা লাগার পাত্রী সানি ম্যাডাম। ম্যাডাম যদি জানিতেন এ বঙ্গে তাহার অনেক লুল ভাই ব্রাদার আছে, তাহলে তিনি এ বঙ্গে এক বার হলেও তীর্থ যাত্রা করিতেন। :P :P :P

১৩| ১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

ইমরাজ কবির মুন বলেছেন:
লিওন চাচীর ঐসব বাদ দিলে এমনে চেহারা-সুরত ভালৈ।আমি ওনার সুন্দর মুখশ্রী বড় ভালা পাই।

সানি লিওনের আসল নাম কি? GK'র জন্য অত্যন্ত দরকারী একটা প্রশ্ন।এ উত্তর যারা কারেক্টলি দিতে পারবেন, তারা কৃতজ্ঞচিত্তে আপনার নাম স্মরন করবেন​ ||

১৬ ই জুন, ২০১৩ রাত ৮:২৩

বাটাগোর বাস্কা বলেছেন: ''লিওন চাচীর ঐসব বাদ দিলে এমনে চেহারা-সুরত ভালৈ।আমি ওনার সুন্দর মুখশ্রী বড় ভালা পাই।' :-P :-P :-P


খুবই খুশি হইলাম,, ভাই। জ্ঞানকে আসলে ভালো-মন্দ দিয়ে আলাদা করা যায় না। ভালো থাকবেন....।

১৪| ১৬ ই জুন, ২০১৩ রাত ৮:৫৩

অহন_৮০ বলেছেন: কি গবেষণা ;) ;) ;) ;) ;) ;)

১৬ ই জুন, ২০১৩ রাত ৯:৩৯

বাটাগোর বাস্কা বলেছেন: !:#P !:#P !:#P :-* :-* :-*

১৫| ১৬ ই জুন, ২০১৩ রাত ৯:৫৮

মামুন হতভাগা বলেছেন: হায় হায় আমার কি হপে !!! আমি সানি লিওনের ভিডিও দেখি নাই /:) /:)

১৬ ই জুন, ২০১৩ রাত ১১:২১

বাটাগোর বাস্কা বলেছেন: ''মামুন হতভাগা'',, কি আর বলার আছে???? নামটাই অর্থ বহন করে। আসলে হতভাগারা জীবনে অনেক কিছুই হারায়। Chances r available, don’t miss……..

১৬| ১৬ ই জুন, ২০১৩ রাত ১০:৫৭

আর.হক বলেছেন: জাতির কল্যানে উত্তম গবেষনা। সামুতে গবেষনা ইদানিং কমে গেছে। জাতি এখন লুল শূণ্য প্রায়

১৬ ই জুন, ২০১৩ রাত ১১:৪১

বাটাগোর বাস্কা বলেছেন: :-P :-P !:#P !:#P :-B :-B :P

১৭| ১৭ ই জুন, ২০১৩ রাত ১২:২৪

স্বপ্নহীন নায়ক বলেছেন: ''শেষ পর্যন্ত ওষুধের নাম সানি, নাকি রোগের কারণ সানি সে বিষয়ে বোধহয় গবেষণার দরকার আছে....''। পোষ্ট পড়ে ভাল লেগেছে। অনেক বিষয় জানা গেল।তবে সানি ডার্লিংয়ের প্রতি আমার আলাদা মোহ আছে....

১৮| ১৭ ই জুন, ২০১৩ সকাল ১০:০৭

বাটাগোর বাস্কা বলেছেন: ''তবে সানি ডার্লিংয়ের প্রতি আমার আলাদা মোহ আছে''।

হা হা হা, আমিতো ভেবেছিলাম এই বাংলায় সানি দিদির মোহে মোহবিষ্ট ভক্তকুলের সংখ্যা খুবই কম, সে ধারণা ভুল প্রমাণিত হলো,,,,, :P :P :P :P

১৯| ১৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:০২

স্বপ্নহীন নায়ক বলেছেন: ভাই, আজকে রুমমেটের কম্পিউটারে 'লায়লা তেরি লে লেগি' দেখে আমি তো সানির প্রেমে হাবুডুবু খাচ্ছি....

http://www.youtube.com/watch?v=rIvhSoHYt2I

১৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:২৮

বাটাগোর বাস্কা বলেছেন: হে হে হে.. নায়ক কি বলে??....প্রেমে পরার কি দরকার, আপনার নায়িকা বানিয়ে নেন... তাহলে তো একটি অসাধারণ ঝুটি হয়ে যাবে...।তখন তো সব কিছুই ফ্রি ....,,,,,,,, :P :P :P

২০| ১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৮

লিযেন বলেছেন: +++---

১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৫

বাটাগোর বাস্কা বলেছেন: আপ্নাকে ধইন্যা..আমার এ ক্ষুদ্র গবেষণা এত দিন পরেও পড়ার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.