![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দু' টাকার ছেঁড়া নোটের মতই আমি অচল। অচল আছি এবং থাকবো। অচল থাকতে ভালোবাসি। আমি উপেক্ষিত, নিন্দিত, সমালোচিত। আমি অশান্ত, অশ্লীল, অসামাজিক। আমি অসার, নিথর, নিস্তব্ধ। আমি সাধারণ, আমি অনাদৃত, অনাবশ্যক। আমি বেহায়া, অভদ্র, বন্য। আমি নষ্ট ছেলে। সত্যি আমি নষ্ট ছেলে। নিশিথের নিশাচর ( নষ্ট ছেলে ) বেঁচে থাকতে হয় বলে বেঁচে আছি....আমি খুবই সাধারন একজন মানুষ, নিজের সম্পর্কে বলার মত কিছু নেই,তবে একটা জিনিষ না বললে নয় আমার মাথার তাঁর সব ছিড়া,আমি পাগল এক কথায়,তবে যে আমার সাথে ভালো তাঁর সাথে আমি অনেক ভাল,আর যে আমার সাথে খারাপ তাঁর সাথে ব্যাপুক খারাপ হয়ে যাই,আমার ২-১টা তাঁর যাও জোড়া লাগানো আছে সেটা ছিড়ে যাই,আর পাগল রেগে গেলে কী করে সেটা তো সবাই জানে.।বেঁচে থাকতে হয় বলে বেঁচে আছি....আমি খুবই সাধারন একজন মানুষ আর একজন পাগল।
তুমি আজ চলে গেছো
আমার থেকে অনেক দূঁরে
পড়ন্ত বিকেলে হাঁটছিলাম আনমনে,
আজ ও চোখের সামনে এত প্রেম দেখে
কেন জানি তোমার কথা মনে পড়ে গেল,
বিষণ্ণ হয়ে গেল মন,আর পারলাম না তাকাতে কোনদিকে,
অবচেতন মন ভেবে উঠেছিলো কেউ ডাকবে আমায় পিছন থেকে
কিন্তু কেউ ডাকেনি,আমি ও পিছু ফিরে দেখিনি
আর ফিরা হবে না কোন পিছু ডাঁকে
থাকবে না কোন অভিমান
তোমার আমাকে ঘিরে।
নিজেকে সাজিয়ে নিয়েছি কোন
এক অঁন্ধকারের চার দেয়ালের ঘরে
যেখানে জড়িয়ে কালো মেঘের চাঁদরে
আমি এবং আমার একাকীত্ব।।
যদি কখনো ভুলে মনে পরে যাই আমায়
নিজের ভুল টাকে ক্ষমা করে
শুদ্রে নিয়ো নিজেকে নতুন করে
শত না বলা কথা মনের মাঁঝে
ফিরা হবে না আর তোমার পিছু ডাকে।।।
©somewhere in net ltd.