![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দু' টাকার ছেঁড়া নোটের মতই আমি অচল। অচল আছি এবং থাকবো। অচল থাকতে ভালোবাসি। আমি উপেক্ষিত, নিন্দিত, সমালোচিত। আমি অশান্ত, অশ্লীল, অসামাজিক। আমি অসার, নিথর, নিস্তব্ধ। আমি সাধারণ, আমি অনাদৃত, অনাবশ্যক। আমি বেহায়া, অভদ্র, বন্য। আমি নষ্ট ছেলে। সত্যি আমি নষ্ট ছেলে। নিশিথের নিশাচর ( নষ্ট ছেলে ) বেঁচে থাকতে হয় বলে বেঁচে আছি....আমি খুবই সাধারন একজন মানুষ, নিজের সম্পর্কে বলার মত কিছু নেই,তবে একটা জিনিষ না বললে নয় আমার মাথার তাঁর সব ছিড়া,আমি পাগল এক কথায়,তবে যে আমার সাথে ভালো তাঁর সাথে আমি অনেক ভাল,আর যে আমার সাথে খারাপ তাঁর সাথে ব্যাপুক খারাপ হয়ে যাই,আমার ২-১টা তাঁর যাও জোড়া লাগানো আছে সেটা ছিড়ে যাই,আর পাগল রেগে গেলে কী করে সেটা তো সবাই জানে.।বেঁচে থাকতে হয় বলে বেঁচে আছি....আমি খুবই সাধারন একজন মানুষ আর একজন পাগল।
আমার শূন্য মনের মেঘে তুমি ছিলে নীল প্রজাপতি
যার সব কিছু নিয়ে আমার বেঁচে থাকা ছিলো
সেই প্রজাপতি টাকে মন উজার করে ভালোবেসে যাওয়া
ছিলো আমার কাজ,কিন্তু আমি মনে হয় পারিনি তাকে
ভালোবাসায় বেঁধে রাখতে?আমার মনটা তাকে সপে দিতে
তাঁর মন টা কে আমার করে নিতে ?
তাই আজ আবার আমি আমার মন টাকে তোমাকে দিয়ে দিলাম…
আমার সব গুলো দুঃখ রেখে দিলাম…
তুমি তো আছো কোথাও না কোথাও, তাইনা?
আমার তো আর নেই আমার তুমি
আমার পরী,
জানি এখন অন্য কারো আছো… !
সেখানে মনে হয় অনেক সুখ অনেক ভালোলাগা তাই না ??
আর আমার কাছে শুধু যন্ত্রনা ঠিক না ??
আচ্ছা শোন এখন যে খানে আছো যদি সেখানে একটু হলেও দুঃখ থাকে,
হতাশা থাকে, না পাওয়ার বেদনা থাকে…
কিংবা হিসেব নিকেশের অমিল থাকে…
তাহলে এক কাজ করো সেই সব কিছু আমার এই শূন্য মন টার সাথে বেঁধে দিও...।
আমার মন ঐ অন্ধকার ঘরের চার দেয়ালের মাঝে থেকেও
ঠিক তোমার জন্য অধীর অপেক্ষায় থাকবে…!!
ফিরে আসবে তুমি !
আমি তোমার দুঃখ নিতে চাই…
আমি তোমার কান্না নিতে চাই…
দেবে আমায় তোমার দুঃখ তোমার কান্না গুলো ??
জানো তো আমি নষ্ট ছেলে আর কষ্ট আমার সঙ্গী,
আমার চোখে জলের বাঁধ নেই,
আমার চোখ যেন অবিরাম বরষার গান…
এই যে আজ হরতালে ঢাকা শহর থেমে আছে,
আমিও থেমে আছি অনেক কাল ধরে
জীবন আমার থেমে গেছে সেই সেদিন …
যেদিন তোমাকে প্রথম দেখি,প্রথম স্পর্শ করি তোমার হাত,
সেইটায় প্রথম এবং সেইটায় শেষ আর যাওয়া হয়নি আর তোমার সাথে দেখা ও হয়নি।
ঢাকা শহর টা আমার কাছে খুব বিরক্ত লাগে,
আমার কোন কিছু ভালো লাগে না,শুধু রাত জেগে থাকা আর তোমাকে নিয়ে
তোমাকে উদ্দেশ্য করে কিছু হাবিজাবি লিখার বৃথা চেষ্টা করা
আমার অন্ধকার ঘরের চার দেয়ালের মাঝে নিজেকে বন্দি করে রাখা।
আর আমার তোমাকে ঘিরে স্বপ্ন গুলো বার বার মনে ভেসে ওঠে আর
মনে পড়ে তোমাকে?
তোমাকে নিয়ে কি করবো,প্রতিদিন কি করতাম?
আমার রুমের দেয়াল ঘড়ি টা আমাকে শুধু টিক টিক করে জানান দেয় আর রাগ করে
ও আমাকে জিগ্যেস করে প্রতি রাত,
তোমার পরী কোথায়?
আমি বোবা হয়ে চেয়ে থাকি,
আমার চোখ ভেসে যায় ঠাণ্ডা থর থরে এক কান্নায়…
আমি তোমার বসে থাকা আজকের দিনের সব টুকু বিরক্তি নেব,
আমি তোমার এই সকালের ওই দুষ্ট সঙ্গী টার সব টুকু ফাই ফরমাশ গিলে খাব…
তুমি কাকে নিয়ে ঘর বাধার স্বপ্ন বুনছো ?
ও তোমার কি নিতে পারে?
আমি তোমার সব নিতে পারি…
আমাকে দিয়ে দাও না প্লিজ...।
এই দেখ, আমি তোমার সব আঁচড় নিয়ে বসে আছি অফিসের এই ডেস্কের পাশে...
আমার ল্যাপটপ টার ডিসপ্লে তে তোমার ছবি আঁকছি…।
তোমার দেয়া ছবি গুলো
আমি আজ হতে আর খুলে দেখবো না…
দেখবনা কোনদিন…
ও যদি আমাকে প্রশ্ন করে, তুমি কোথায়?
ঐ একটা প্রশ্নের ভয়ে আমি আর খুলবো না …
আমি ঢাকা শহরে আজ তোমাকে খুজতে যাইনি,
বিশ্বাস করো…
প্লিজ…!!
অফিসের কাজে যদি ঢাকা যাই
কথা দিলাম আমি কোনদিকে তাকাবো না…
আমার মাথা নিচু করে রাখবো …।
আমি সত্যি আর বিরক্ত করবো না তোমাকে ।
আর কোন সমস্যা সৃষ্টি হবে না তোমার লাইফে আমার দ্বারা
প্রমিজ করলাম ।
আমি কোথায় যাবো?আর যাবো না কোথাও আর কাউকে কষ্ট দেব না
আর কারো লাইফে সমস্যা সৃষ্টি করবো না
আমার সারা টা অস্তিত্ব জুড়ে তোমার স্মৃতি নিয়ে বেঁচে থাকবো
আর অপেক্ষা করে যাবো যদি তুমি ফিরে আসো কোন একদিন ??
নিজে কে সব কিছু থেকে আলাদা করে একা একা বেঁচে থাকবো
আর আমার মন টা কে এই বলে সান্তনা দেব আমি তোমাকে ভালোবাসি
আর তুমি ফিরে আসবে একদিন ?
জানো আমার না খুব মন চাইছে তোমার কাল রাতের বিছানার চাদর টার
সব টুকু আড়ষ্টতা নিতে,
তোমার সারা রাতের নির্ঘুম রাত টুকু নিতে …
যার কাছে নিজেকে সঁপে দিয়েছ,
সেই মহা পুরুষ টার উগ্রতা টুকু আমি ছিনিয়ে নিতে চাই…
কেন জানো?
তুমি যাতে একটু ও কষ্ট না পাও…
যার হাতে হাত বেঁধেছো…
সেই হাতের খস খসে তিক্ততা টুকু, আচ্ছা শোনো এই খস খসটা
যদি তোমার কাছে অসহ্য লাগে,
তাও দিও…
পরী,
আমি আর ভাবতে পারছিনা…
আমি তোমার কাছ হতে শুনা আমার সব প্রিয় গান গুলোর সুর
আমার মনের সাথে তোমায় দিয়ে দিলাম…
তুমি আজ এই দিনে একটু হলেও
হাসো…
প্লিজ…
লাভ ইউ না?
১।তুমি আর নেই সে তুমি…
২। আলো আলো আমি কখনও খুঁজে পাবনা, চাঁদের আলো তুমি কখনও আমার হবেনা…
কেন আজ এত একা আমি?
৩। তোমাকে মনে পড়বেই…
আরও সব আমার প্রিয় গান গুলো আজ বাজবে তোমার জন্যই…
শুনে নিও কোন এক অবসরে…
আমার মন টাকে কষ্ট দিওনা…
ফিরিয়ে দিওনা…
ভালবাসা চাইনি আর…
সুখ চাইনি আর…
তোমার কাছেই তোমার সব কষ্ট চেয়েছি…
আমি যে আজো তোমাকেই ভালবাসি…
অফিসের কাজে ডুবে থাকা এই মুখোশ টার আড়ালে যে আছে,
সে আজো তোমাকেই খুঁজে বেড়ায়…
"ভোরের আলোয়,
সকালের রোদ্দুরে,
দুপুরের খটখটে অভিব্যক্তি হীন আলস্যে,
বিষণ্ণ রোদে পুড়ে যাওয়া ক্লান্ত সময়ে
রক্তিম লাল আভায় মন ভালো করা গোধুলী লগনে
নিস্তব্দ রাতের আঁধারে "
শেষ বিকেলের ‘তোমার ঘুম ভাঙ্গা কণ্ঠ শুনার জন্য?’ সেই ফোন কল টার অপেক্ষায়
আমার মন বসে থাকে…
আমি আজ এক বুক কষ্ট নিয়ে
ফুয়াদের রাত জেগে করা নতুন কোন গানের সুর ফুঁড়ে ফুঁড়ে
আইয়ুব বাচ্চুর এবং জেমসের আর মাকসুদের
"তুমি কি আমায় আগের মত বাস ভালো"
এই গান গুলো শুনে শুনে।
আর এলিটার বিষণ্ণ সুর ভাসে…
ভালবাসা একটাই আমার !
তোমার চোখের জলে লেখা নীল কাব্য…
আমার ঠোঁটে তোমার ছুঁয়ে দেয়া সেই নীল আদর…
কতদূর আমি যাব আর তোমাকে ছাড়া?
কতদূর আমি আর মেঘ খুঁজবো বৃষ্টি ছাড়া?
কতদূর গেলে আমাকে একটা শুন্য কবর জড়িয়ে ধরবে?
তোমায় ছাড়া এক দিন ও নয়,
এক এক একটা ক্ষণ যেন নিঃশব্দের নীল রক্তক্ষরণ…
আমি তোমাকে এখনও ভালবাসি…
অনন্তকাল বাসতে চাই…
কিন্তু আর কোন দিন ও বলতে যাবনা
আর বলতে ও পারবো না…
সে কথা…
ভালবাসা সব সইতে পারে,
আমিও সব সইতে পারবো।
কিন্তু একটা জিনিষ পারবো না
তাঁর জন্য আমাকে ক্ষমা করে দিও,
তোমার প্রতি আমার ভালোবাসা কমাতে পারবো না
আর তোমাকে ভুলতে পারবো না।
তোমাকে ভেবে তোমার সৃতি গুলো নিয়ে
তোমার ফিরে আসার অপেক্ষায়
নির্ঘুম রাত জেগে থাকা এক
নষ্ট ছেলে…
২| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১১:০৪
অপূর্ণ রায়হান বলেছেন: বিশাল পোস্ট ! তবে শুরু অনেক ভালো হয়েছে ।
আচ্ছা , আপনি তো জেনারেল হয়েছেন ! তা অন্যান্য ব্লগে আরও বেশী বেশী কমেন্ট না করলে তো আপনার ব্লগে কেউ কমেন্ট করবে না ! বেশী বেশী পড়বেন অন্যদের পোস্ট আর কমেন্ট করবেন । এভাবেই পরিচিতি পাবেন আশাকরি ।
আর আপনার নিক ঠিক করে ''বাঁশরী বাঁশিওয়ালা'' এই নিক দেবার জন্য ব্লগের মডুদের কাছে আবেদন করতে পারেন । ব্লগের একেবারে উপরের দিকে ''আপনার সমস্যা জানান '' এই খানে লিখুন ।
ভালো থাকবেন
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৫
বাসুরী বাসীয়ালা বলেছেন: ধন্যবাদ ভ্রাতা আমি এত দিন এই কমেন্ট দেখি নাই।
ভালো আছেন।
©somewhere in net ltd.
১|
৩০ শে জুন, ২০১৩ সকাল ৮:০৪
সরদার হারুন বলেছেন: উড়ে যাওয়া পাখিটিরে সোনার শেকল দিয়ে বেঁধে কি লাভ তোমার ?
নীল আকাশের বুকে যে গেছে হাড়িয়ে ফিরিবেনা আর ।
বেথার সাগর পারায়ে তবু কেন তারে ভালবাস ?