নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাসুরীর ডায়েরী

আমার লিখা কোন লিখার বা পড়ার পর্যায় পড়ে না, তারপর ও লিখি......

বাসুরী বাসীয়ালা

দু' টাকার ছেঁড়া নোটের মতই আমি অচল। অচল আছি এবং থাকবো। অচল থাকতে ভালোবাসি। আমি উপেক্ষিত, নিন্দিত, সমালোচিত। আমি অশান্ত, অশ্লীল, অসামাজিক। আমি অসার, নিথর, নিস্তব্ধ। আমি সাধারণ, আমি অনাদৃত, অনাবশ্যক। আমি বেহায়া, অভদ্র, বন্য। আমি নষ্ট ছেলে। সত্যি আমি নষ্ট ছেলে। নিশিথের নিশাচর ( নষ্ট ছেলে ) বেঁচে থাকতে হয় বলে বেঁচে আছি....আমি খুবই সাধারন একজন মানুষ, নিজের সম্পর্কে বলার মত কিছু নেই,তবে একটা জিনিষ না বললে নয় আমার মাথার তাঁর সব ছিড়া,আমি পাগল এক কথায়,তবে যে আমার সাথে ভালো তাঁর সাথে আমি অনেক ভাল,আর যে আমার সাথে খারাপ তাঁর সাথে ব্যাপুক খারাপ হয়ে যাই,আমার ২-১টা তাঁর যাও জোড়া লাগানো আছে সেটা ছিড়ে যাই,আর পাগল রেগে গেলে কী করে সেটা তো সবাই জানে.।বেঁচে থাকতে হয় বলে বেঁচে আছি....আমি খুবই সাধারন একজন মানুষ আর একজন পাগল।

বাসুরী বাসীয়ালা › বিস্তারিত পোস্টঃ

ফেবু রাশি

১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪১

জুকার মিয়া আমার লগে যা শুরু করছে মনে হয় আমি তাঁর বিয়াই লাগি,৮বছর আগের আইডি খেয়ে দিছে, তারপর নতুন একটা খুললাম সেটা ও আজ সকালে খেয়ে দিলো,ফটো ভেরিফিকেশন চাই,আমি কেমনে করুম আমার কোন বন্ধুরে কে ট্যাগ মারছে আমি জানি,মেজাজ ব্যাপুক খারাপ, তাই এইবার ২টা আইডি খুলে রাখবো, একটা দিয়ে আর একটা ব্যাকআপ দেব দেখি কত গুলো বন্ধ করতে পারে ?? আমার ব্লগার বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আমার নতুন ২টা আইডি অ্যাড করবেন প্লিজ , ভালো থাকবেন ধন্যবাদ





ভালো থাকবেন। X( X( X( X( X( X(( X(( X(( X((

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.