![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দু' টাকার ছেঁড়া নোটের মতই আমি অচল। অচল আছি এবং থাকবো। অচল থাকতে ভালোবাসি। আমি উপেক্ষিত, নিন্দিত, সমালোচিত। আমি অশান্ত, অশ্লীল, অসামাজিক। আমি অসার, নিথর, নিস্তব্ধ। আমি সাধারণ, আমি অনাদৃত, অনাবশ্যক। আমি বেহায়া, অভদ্র, বন্য। আমি নষ্ট ছেলে। সত্যি আমি নষ্ট ছেলে। নিশিথের নিশাচর ( নষ্ট ছেলে ) বেঁচে থাকতে হয় বলে বেঁচে আছি....আমি খুবই সাধারন একজন মানুষ, নিজের সম্পর্কে বলার মত কিছু নেই,তবে একটা জিনিষ না বললে নয় আমার মাথার তাঁর সব ছিড়া,আমি পাগল এক কথায়,তবে যে আমার সাথে ভালো তাঁর সাথে আমি অনেক ভাল,আর যে আমার সাথে খারাপ তাঁর সাথে ব্যাপুক খারাপ হয়ে যাই,আমার ২-১টা তাঁর যাও জোড়া লাগানো আছে সেটা ছিড়ে যাই,আর পাগল রেগে গেলে কী করে সেটা তো সবাই জানে.।বেঁচে থাকতে হয় বলে বেঁচে আছি....আমি খুবই সাধারন একজন মানুষ আর একজন পাগল।
আমি আর আমার একাকীত্ব
প্রায় এই কথা বলাবলি করি-
তুমি থাকতে তো কেমন হতো
তুমি এটা বলতে, তুমি ওটা বলতে
তুমি এই কথায় অবাক হতে
ঐ কথায় কতটা হাসতে
তুমি থাকতে তো এমন হতো
তুমি থাকতে তো অমন হতো
আমি আর আমার একাকীত্ব
প্রায় এই কথা বলাবলি করি
এটা কি রাত নাকি তোমার খোলা, এলো চুল
জোছনা নাকি তোমার চাহনিতে স্নান আমার রজনি
একি চাঁদ নাকি তোমার হাতের চুড়ি
তারা নাকি তোমার শাড়ীর আঁচল
দমকা বাতাস নাকি তোমার দেহের সুগন্ধ
পাতা ঝরার শব্দ নাকি তুমি চুপিচুপি কিছু বললে
আমি ভাবতে থাকি আনমনে জড়সড় চুপচাপ
যদিও আমি জানি -
তুমি নেই, কোথাও নেই!
কিন্তু মন বলে তুমি আছো
এইখানেই কোথাও আছো।
তুমি কি জানো এখনো তোমাকে ভেবে
নিস্তব্ধ, বিনিদ্র রজনি আমি কাটাই,
আমার ঘরের চার দেয়ালের মাঝে বন্দি হয়ে,
এখনো অশ্রু জলে বালিশের কোনা ভেজে, ওখানেও
বলার তো অনেক কিছুই আছে, কিন্তু কাকেই বা বলি আমি
কত দিন চুপ থাকবো, আর কত কাল আমি সইবো ???
মন বলে- পৃথিবীর যত নিয়ম-কানুন আছে, উঠিয়ে দিই
প্রাচীর যা তোমার-আমার মধ্যে বাধা হয়ে আছে, ভেঙ্গে ফেলি
কেন আমার হৃদয় জ্বলছে সবাইকে জানিয়ে দিই-
হ্যাঁ,আমি তোমাকে ভালবাসি, ভালবাসি, ভালবাসি..
১৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৮
বাসুরী বাসীয়ালা বলেছেন: ধন্যবাদ ভ্রাতা কি খবর আপনার ভালো আছেন ???
২| ১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১১
আলোর পরী বলেছেন: আপনি কে গো ভাই । খুব ভাল লিখেছেন ।
১৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৯
বাসুরী বাসীয়ালা বলেছেন: আমি কেউ না , আই এম নো বডি।
৩| ১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৭
অচেনা পথিক ১৮ বলেছেন: কথাগুলো কেমন যেন চেনা চেনা লাগছে। হিন্দী সিনেমা সিলসিলা তে অমিতাভ বচ্চনের বিখ্যাত ডায়লগ ম্যায় অর মেরি তানহায়ী আকেলে বাত কারতেহে...তুম হোতে তো ক্যায়সা হোতা.......
১৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩১
বাসুরী বাসীয়ালা বলেছেন: হতে পারে আমি জানি না , আমি আমার মত লিখেছি ,
কোন কিছু শুনে লিখি নাই ...
ধন্যবাদ ভালো থাকবেন ...
©somewhere in net ltd.
১|
১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৯
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর +++++++++++++