নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাসুরীর ডায়েরী

আমার লিখা কোন লিখার বা পড়ার পর্যায় পড়ে না, তারপর ও লিখি......

বাসুরী বাসীয়ালা

দু' টাকার ছেঁড়া নোটের মতই আমি অচল। অচল আছি এবং থাকবো। অচল থাকতে ভালোবাসি। আমি উপেক্ষিত, নিন্দিত, সমালোচিত। আমি অশান্ত, অশ্লীল, অসামাজিক। আমি অসার, নিথর, নিস্তব্ধ। আমি সাধারণ, আমি অনাদৃত, অনাবশ্যক। আমি বেহায়া, অভদ্র, বন্য। আমি নষ্ট ছেলে। সত্যি আমি নষ্ট ছেলে। নিশিথের নিশাচর ( নষ্ট ছেলে ) বেঁচে থাকতে হয় বলে বেঁচে আছি....আমি খুবই সাধারন একজন মানুষ, নিজের সম্পর্কে বলার মত কিছু নেই,তবে একটা জিনিষ না বললে নয় আমার মাথার তাঁর সব ছিড়া,আমি পাগল এক কথায়,তবে যে আমার সাথে ভালো তাঁর সাথে আমি অনেক ভাল,আর যে আমার সাথে খারাপ তাঁর সাথে ব্যাপুক খারাপ হয়ে যাই,আমার ২-১টা তাঁর যাও জোড়া লাগানো আছে সেটা ছিড়ে যাই,আর পাগল রেগে গেলে কী করে সেটা তো সবাই জানে.।বেঁচে থাকতে হয় বলে বেঁচে আছি....আমি খুবই সাধারন একজন মানুষ আর একজন পাগল।

বাসুরী বাসীয়ালা › বিস্তারিত পোস্টঃ

রুপা কে লিখা শেষ চিঠি

২০ শে জুলাই, ২০১৩ রাত ৩:১১

প্রিয় রুপা,

কেমন আছো তুমি ??

আমার কথা মনে আছে না ভুলে গেছ?

রুপা আজ আমার একটা কথা রাখবে।

আজ তুমি কী নীল অথবা বেগুনী শাড়ী পড়বে ? আজ তোমাক এই ২ রঙের যে কোন একটি শাড়ী তে দেখতে মনচাইছে? আচ্ছা রুপা তুমি কী আজ হাত ভরতি নীলরেশমি চুড়ি পড়বে ? আচ্ছা শুনো তুমি কিন্তু আজচোখে কাজল দেবে? আর শুনো তুমি কপালে ছোট্ট করে একটা কালো টিপ ও দেবে.

এই শুনো রুপা তুমি কিন্তু চুল খোলা রাখবে খোলা চুলে তোমাক অনেক সুন্দর লাগে। তুমি তোমার বাড়ির ছাদে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষাকরো আমি আজ তোমার জন্য বেলি ফুল আর হাসনাহেনাফুল নিয়ে আসবো,তুমি এই কথা টা বিশ্বাস করো সত্যি আজ আমি আসবো..আজ আমায় আসতে হবে রুপা কারণ আজকের পর তুমি আমাকে কত শত ডাকলে ও পাবে না...আজ আমি তোমাকে শেষ দেখা দেখেঅজানার পথে হাঁটবো,যে পথে সামনে যাওয়া যাই কিন্তু পেছনে ফিরে আসা যাই না...রুপা আমি আজ চলে যাবো তোমাক শেষ বারের মত দেখে তোমার এই ছবি নিয়ে হেঁটে যাবো অনন্ত পথ....

ইতি

হিমু



উৎসর্গ হুমায়ূন আহমেদ স্যার কে

আর রুপা কে......

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.