![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাস্তবতা অনেক কঠিন তারপর ও যারা মেনে নিতে পারে তারা বাস্তববাদী। আমি ও তাদের ভিতর ই একজন।।
যদি কোন দিন কোন যোদ্ধার কথা বলতে চাও তো সেই স্ত্রীর কথা বলো যার স্বামী তাকে বিয়ে করে ই বিদেশ চলে গেছে প্রতিরাতে কেঁদে বালিশ ভিজায় তার পর ও তাকে নিয়ে স্বপ্ন আকে।
সেই বাবার কথা বলো যে নিজে হেটে অফিসে যায় ছেড়া জুতা পড়ে কিন্তু যাওয়ার আগে ছেলের মাথার কাছে তার হাত খরচ রেখে যেতে ভুল করে না।
সেই ভাইয়ের কথা বলো যে প্রিয়জনদের ছেড়ে পড়ে আছে সেই দূরে বিদেশে ছোট ভাই কে একটা দামি ফোন দিতে হবে সবাই দামি ফোন ব্যাবহার করে। ছোট বোনের বিয়ে এই চিন্তা করে দিনের পর দিন একটা বার্গার খেয়ে দিন কাটায় দেয়।
সেই মার কথা বলো যে রাতে ভাত শেষ হয়ে গেলে বলে আমার শরীর টা ভালো না আজকে খাবো না বা সবাই খেয়ে ওঠো আমি পরে খাবো।
সেই বোনের কথা বলো যে নিজে কলেজে হেটে যায় আসে টাকা জমিয়ে বাবা মা ভাইকে কিছু কিনে দেওয়ার স্বপ্ন দেখে।
সেই স্বামীর কথা বলো যে জীবিকার তাগিদে নিজের নিব বধুকে অনিশ্চয়তার ভিতর রেখে ও বিদেশে পাড়ি দেয়।
এরা সবাই ই জীবন যোদ্ধা।এদের কথা কোন ইতিহাসে আসে না এদের কথা কেউ জানতে চায় না বুঝতে পারে না
কিন্তু এরা সবাই ই যোদ্ধা।
এইটা ই বাস্তবতা।
আর বাস্তবাতার মুখোমুখি আমরা সবাই ই হই প্রতি নিয়ত কম আর বেশি।
২| ২২ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩১
নূর মোহাম্মদ নূরু বলেছেন: চোঁখের কোনে জলের একটা ধারা টের পেলাম
আপনার লেখাটি পড়ে!! সত্যি খুব স্পর্শ করলো!
আমরা কি কখনো সেই পিতার হাতের স্পর্শের
কথা স্মরণে আনি? যাদের বাবা মা নেই তাদের
জন্য কি প্রার্থনা শেষে বলি “রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগীরা”
-হে আমার প্রতিপালক! আমার পিতা-মাতার প্রতি দয়া করো,
যেমন তারা দয়া, মায়া, মমতা সহকারে
শৈশবে আমাকে প্রতিপালন করেছিলেন।
৩| ২২ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩২
ফুলফোটে বলেছেন: কঠিন সত্য...কঠিন বাস্তবতা...এক কথায় চমৎকার------
৪| ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১:২৯
বাস্তব বাদী বলেছেন: আপনাকে ও অশেষ ধন্যবাদ
দোয়া করবেন
৫| ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৩১
বাস্তব বাদী বলেছেন: রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগীরা
ধন্যবাদ ভাই
এইটা বাস্তবতা
৬| ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৩১
বাস্তব বাদী বলেছেন: অসংখ্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০১
প্রামানিক বলেছেন: এরা সবাই ই জীবন যোদ্ধা।এদের কথা কোন ইতিহাসে আসে না এদের কথা কেউ জানতে চায় না বুঝতে পারে না
কিন্তু এরা সবাই ই যোদ্ধা।
চরম সত্য কথা। ধন্যবাদ