নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তব বাদের থেকে বেশী কোন পরিচয় একটা মানুষের হয় বলে আমি জানি না।

বাস্তব বাদী

বাস্তবতা অনেক কঠিন তারপর ও যারা মেনে নিতে পারে তারা বাস্তববাদী। আমি ও তাদের ভিতর ই একজন।।

বাস্তব বাদী › বিস্তারিত পোস্টঃ

রাগ ও অভিমান

২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৩২

মানুষ রাগ সবার উপর ই করতে পারে কিন্তু অভিমান করে শুধু একান্ত আপনজনের উপর ই।
তাই রাগ আর অভিমানের পার্থক্য বুঝতে হবে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:১৩

রক্তিম দিগন্ত বলেছেন: রাগ ও অভিমান দুইটা আলাদা। এইটা সবাই ই জানে।

কিন্তু যখন রাগ বা অভিমান করে তখন বেমালুম ভুলে যায়।

তবুও একটা পার্থক্য আছে, একটার জন্য ফোঁসে থাকে - অন্যটার জন্য ফোলে থাকে।

এইটাও আবার ঐসময় বুঝা যায় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.