![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাস্তবতা অনেক কঠিন তারপর ও যারা মেনে নিতে পারে তারা বাস্তববাদী। আমি ও তাদের ভিতর ই একজন।।
কেউ যদি আপনাকে ঠকায়, তার জন্য যে ঠকাইছে সে যতটা দোষি ,তার থেকে আপনি বেশি দোষি, কারন আপনি তাকে সুযোগ দিয়েছেন।
কাছে আসতে না দিলে কেউ ঠকাতে বা ক্ষতি করতে পারে না। আপনি যাকে বিশ্বাস করবেন সে ই ক্ষতি টা করবে।
এইটা নিয়ম, ইতিহাস বলে।
মানুষ ভালোবাসার মূল্য দিতে পারে না। যখন ভুল বুঝে তখন আর সময় থাকে না।
মানুষ বড় আজব প্রাণী, যা পায় তা নিয়ে সন্তুষ্ট থাকতে পারে না, আবার যা চায় তার যোগ্য আবার সে নিজে না।
সব আজব খেলা।
বেঈমানি - জেদ/ ক্ষোভ - প্রতিশোধ= ধ্বংস
একটা অন্যটার ফলাফল, একটা থেকে অন্যটার পদার্পণ। তাই খারাপ কোন কিছু শুরু করলে তার শেষ ধ্বংস দিয়ে ই।
মজার ব্যাপার হলো মানুষ শুরু করার সময় একটু ও ভাবে না কিন্তু শেষ বেলা এসে ভাবতে শুরু করে যখন সব ধ্বংস।
তাই সব কিছুর শেষ আছে।
শুধু অপেক্ষা।
ধৈর্য -ধৈর্য -ধৈর্য,
আমি ক্ষমা করতে শিখিনী।
আমি অপারগ।আমি যোদ্ধা
পার্থ-
01:15Am
17-09-17
২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৫
বাস্তব বাদী বলেছেন: তাহলে আপনি মহৎ
২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৩
কানিজ রিনা বলেছেন: চরিত্রহীন মাতাল অত্যাচারীর সাথে সমঝতা
করতে নাই। ধন্যবাদ।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৬
বাস্তব বাদী বলেছেন: জি আপনাকেও ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৩
রাজীব নুর বলেছেন: আমি মানুষকে ক্ষমা করতে শিখেছি।