![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাস্তবতা অনেক কঠিন তারপর ও যারা মেনে নিতে পারে তারা বাস্তববাদী। আমি ও তাদের ভিতর ই একজন।।
আপনি কি ছিলেন এইটা ব্যাপার না, আপনি কি হলেন এইটা ই ব্যাপার। নিজের অতীতের অবস্থানের কথা ভেবে বর্তমান নষ্ট করবেন না। ভুল মানুষই করে, ইভেন শয়তানের ও ভুল হয়। যা গেছে তা তো গেছেই। তাই বর্তমানাটা নিয়ে ভাবেন দেখবেন আপনার ভবিষ্যৎ সুন্দর হবে। আপনি অতীতে খারাপ ছাত্র ছিলেন কিন্ত আপনি বড় একজন ব্যবসায়ি হন, দেখবেন আপনাকে সবাই আইডল মানবে। আপনি যা বলবেন তাই সঠিক মানবে, কারন আপনি যদি ভুল হতেন তাহলে আপনি আজকে সফল হতে পারতেন না। নিজের লক্ষ্য ঠিক রাখেন তারপর ছোটা শুরু করেন, ছুটতে গিয়ে বার বার আছড়ে পড়বেন, বাধার উপর বাধা আসবে, টপকে যান। অনেক আবেগ এসে সামনে দাড়াবে তাকে পাশ কাটান। লক্ষ্যর প্রতি আস্থাশিল হন আর এগিয়ে চলেন। আর সব থেকে বড় ব্যাপার হলো আপনার ভিতর ত্যাগ করার মত মন মানষিকতা থাকলে আপনি একদিন সফল হবেন। কোন কিছু ত্যাগ না করলে কোন কিছু পাওয়া যায় না। জীবনে সফলতা সহজে আসে না, বিনিময় দরকার হয়, নিজের পরিশ্রম করার চিন্তা ভাবনা থাকতে হয়। কেউ একজন আপনার ভবিষ্যৎ হতে চেয়ে ছিল কিন্তু সে নিজের স্বার্থে অতীতেই হরিয়ে গেছে । আল্লাহর কাছে দোয় করুন সে আপনাকে ছেড়ে যাওয়ার জন্য, কারন সে আপনার অতীত নষ্ট করে গেলেও ভবিষ্যৎ নষ্ট করতে পারেনি। অতীতে কি ছিল তা ভাবলে শুধু ভাবাই হবে কাজ হবে না। বর্তমানটাও নষ্ট ও হবে । ঠিক যেই টাইম টা নিজের ভুল বুঝতে পারবেন ঠিক তখন ঐ মুহুর্তেই নিজেকে বদলে ফেলুন, ট্রাক বদলান, অনেক সময় নষ্ট হয়ে গেছে ভেবে বসে থাকবেন না। যতটা সময় বসে থাকবেন, সেই বসা সময়টা ও নষ্ট হয়ে যাবে। এক ভাবে হচ্ছে না অন্য ভাবে করেন। ট্রাক বদলান কিন্তু লক্ষ্য না। নিজের লক্ষ্যে স্থির থাকেন আপনি একদিন সফল হবেনই।
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: সঠিক কথা বলেছেন। খুবই মূল্যবান। সুন্দর লেখার জন্য ধন্যবাদ।