নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই বেশ ভাল আছি .............

আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি - তার ভেতরের কুকুরটাকে দেখবো বলে।

পল্লী বাউল

আপনারে আমি খুজিঁয়া বেড়াই

পল্লী বাউল › বিস্তারিত পোস্টঃ

আমার মাটির গাছে লাউ ধরেছে :P

১২ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১৮

বদলীকৃত কর্মস্থলে এসে সরকারের দেয়া কুড়েঁঘরের সামনের খালি জায়গাটা দেখে ভাবছিলাম এটাকে কিভাবে ব্যবহার করা যায়। কালপুরুষদার লাউয়ের প্রতি ভালবাসা দেখে অনুপ্রাণিত হয়ে ভাবলাম লাউ গাছই লাগাই। আমার লাগানো লাউ গাছে প্রথম লাউ ধরেছে। প্রথম লাউ বলে কথা একা খাই কিভাবে। আমার নিজ হাতে লাগানো গাছের প্রথম লাউটি আপনাদেরকে উৎসর্গ করা হলো। যার যেভাবে ইচ্ছে রান্না করে খান।



সেই লাউগাছ উইথ মাচা





আমার গাছের একটি মাত্র লাউ







এটা লাউ ফুল





আবারো আমার প্রিয় লাউ গাছ







ফুটনোট : যাদের লাউয়ের রেসিপির দরকার তারা ব্লগার শয়তান এবং কালপুরুষ'দার সাথে যোগাযোগ করুন।





মন্তব্য ৯৬ টি রেটিং +২৩/-১

মন্তব্য (৯৬) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২২

শয়তান বলেছেন: কয়টা ধর্ছে লাউ

১২ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২৬

পল্লী বাউল বলেছেন: ওয়ান এন্ড অনলি

২| ১২ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২২

হৃদয়হীনা বলেছেন: খাইবার মঞ্চায়।

১২ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩৩

পল্লী বাউল বলেছেন: খেয়ে ফেলুন :)

৩| ১২ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২৩

তুষার লাল শাহা বলেছেন: রান্না কইরা দেন .।।লোভ হইতাছে .।.।।পিলাস

১২ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪০

পল্লী বাউল বলেছেন: ভাই, রান্নার জন্য দয়াকরে কালপুরুষদা অথবা শয়তানের সাথে যোগাযোগ করুন।

লাউ সাপ্লাই আমি দেবো।

৪| ১২ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২৭

আবদুল্লাহ আল মনসুর বলেছেন:

লাউযে বড় সোহাগী....
হৈ, লাউয়ের পিছে লাগছে বৈরাগী........

১২ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫২

পল্লী বাউল বলেছেন: চিন্তা করছি একটা লাউয়ের খোল দিয়ে একতারা বানিয়ে মনসুর ভাইকে গিফট করবো :)

৫| ১২ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২৮

হোদল রাজা বলেছেন: কি সুন্দর! গাছের জন্য হাত লাগে! সবার হাতে হয় না!!

+

১৩ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০০

পল্লী বাউল বলেছেন: প্রশংসিত বোধ করছি।

আপনার এই কথাটিই আমি আজ পর্যন্ত আপনার ভাবীকে বুঝাতে পারলাম না
:( আফসুস। যাই হোক অন্তত একজনতো বুঝলো আমার হাতের মর্যাদা। :)

আপনাকে অনেক ধন্যবাদ।

৬| ১২ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩০

ক্যামেরাম্যান বলেছেন: কালপূরুষ'দা রন্ধন বিশারদ, সেইটা ঠিক আছে। কিন্তু শয়তান রান্নায় নাম করলো কেমনে ?

ব্লগার নিরব হাসির একটা রান্নার পোষ্ট আছে লাউ এর ছিলকা ভতর্া।

১৩ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০৫

পল্লী বাউল বলেছেন: মজেজা আছে দাদা।

কালপুরুষদার লাউয়ের প্রতি ভালবাসা পোস্টে শয়তানের কমেন্টস দ্রষ্টব্য।

৭| ১২ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩৩

বড় বিলাই বলেছেন: অনেক সুন্দর কচি লাউ। কালপুরুষদা দেখলে ছিনতাই করে নিয়ে যাবে।

১৩ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০৯

পল্লী বাউল বলেছেন: ছিনতাই করতে হবে না বিলাইপু

দাদাকে এমনিতে দিয়ে দেবো।

৮| ১২ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪১

সামছা আকিদা জাহান বলেছেন: আপনার লাউ গাছ তো খুব সুন্দর হয়েছে। আমার লাউগাছের অবস্থা খুব খারাপ । এখনও লাউ এর মুখ দেখিনাই আফসুস।। :(

১৩ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১৫

পল্লী বাউল বলেছেন: দোয়া করি আপা, যেন তাড়াতাড়ি আপনার লাউ গাছে লাউ হয়। অন্যথায় আমিতো আছিই :)

৯| ১২ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৪

মহলদার বলেছেন: লাউ শাক/পাতা খাচ্ছেন না কেটে? যে সুন্দর ডগা দেখছি। লাউ শাক আমার খুব প্রিয়।

১৩ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:০৬

পল্লী বাউল বলেছেন: লাউ শাক সেতো স্বর্গীয়।

কিন্তু সমস্যা বাধঁছে সংসারে, আমি ভোগবাদী আর বউ ভাববাদী। ওর কাছে খাওয়ার চেয়ে দেখাটাই নাকি বেশী আনন্দের। তবু বিশেষ অনুরোধে ইতোমধ্যে বার দুয়েক খাওয়া হয়েছে।

১০| ১২ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৭

ম্যাভেরিক বলেছেন: লাউগাছ অদ্ভুত সুন্দর। কবি ও বাউলদের তত্ত্বানুসন্ধান লাউ ছাড়া অসম্পূর্ণ। ছোটবেলায় সার সার লাউ গাছের ভেতর দিয়ে শীতকালে নদীতে গোসল করতে যেতাম। আহারে, কী দিন ছিল!

১৩ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:১১

পল্লী বাউল বলেছেন: অনেক ধন্যবাদ ম্যাভেরিক।

১১| ১২ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫৪

শিবলী বলেছেন: লাউ এর চাই লাউ শাক খাইতে খাসা - আহা আহ আহা

১৩ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৪০

পল্লী বাউল বলেছেন: লাউ শাক অদ্বিতীয়তম :)

১২| ১২ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫৬

লালসালু বলেছেন: লাউয়ের পিছে লাগছে লালসালু

১৩ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৫৮

পল্লী বাউল বলেছেন:
লাইনে খাড়ান :) :)

১৩| ১৩ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০০

পাথুরে বলেছেন:
নতুন একতারা বানাইতে পারবেন বদ্দা। :D

১৩ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:০৬

পল্লী বাউল বলেছেন: এতক্ষনে বদ্দা আমার মনের কথাটা বলছে :)

১৪| ১৩ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
সাধের লাউ বানাইলো মোরে তরকারি
লাউয়ের পাতা খাইলাম, ফুলও রে খাইলাম
বিচি বাইট্ট্যা ভর্তাও খাইলাম
সাধের লাউ বানাইলো মোরে তরকারি

১৩ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:১০

পল্লী বাউল বলেছেন: আরে কন কি ?????

লাউ আপনারে তরকারি বানাইয়া ফেলল....

=p~ =p~

১৫| ১৩ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০৬

কালপুরুষ বলেছেন: আহা! লাউ দেখে মন উথাল-পাথাল করছে। যেমন কচি তেমন তার গড়ন, এ যে হাতের তালুর গরমেই সেদ্ধ হয়ে যাবে!

লাউ খাইতে মাদারীপুর যাইতে ইচ্ছা করতেছে।

১৩ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:১৪

পল্লী বাউল বলেছেন: চলে আসেন দাদা

আমি আর লাউ আপনার প্রতীক্ষায় :)

১৬| ১৩ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:২৫

চতুষ্কোণ বলেছেন: বাউলা দা ভাবীরে বইলেন শোল মাছ দিয়া লাউটা রান্না করতে। জব্বর টেষ্ট :)

১৩ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:১৬

পল্লী বাউল বলেছেন: আপনার কথা শুনেইতো আমার জিভে জল এসে গেছে ... :)

১৭| ১৩ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:০০

ইমন জুবায়ের বলেছেন: +++

১৩ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:২৩

পল্লী বাউল বলেছেন: অনেক ধন্যবাদ ইমন ভাই।

১৮| ১৩ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৩

শ।মসীর বলেছেন: পরের পিস কবে ধরবে, সেটা খাইতে যাব ভাবতেছি :):)

লাউ শাক ও জোস গরম ভাতের সাথে, ক্ষুধা লেগে যাচ্ছে, আমার এই এক সমস্যা খাওয়ার কথা শুনলে ক্ষুধা লেগে যায় :(:(

১৩ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:২০

পল্লী বাউল বলেছেন: পরের পিসের আশা বাদ, এই পিসই খেয়ে যান বদ্দা।

১৯| ১৩ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৯

শয়তান বলেছেন: রিপোর্ট কর্লাম

১৩ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১৯

পল্লী বাউল বলেছেন: আমি কী কর্লাম :-*

২০| ১৩ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩৪

শয়তান বলেছেন: খোমা বইয়ে দেখেন

২১| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:১৫

পুরাতন বলেছেন: লাউ খাইতেচ্ছাক্রে :D :D

১৪ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৫০

পল্লী বাউল বলেছেন: ঠিকানা দেন, কুরিয়ারে পাঠিয়ে দিই :)

২২| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:১৫

পারভেজ বলেছেন: দেখি, টবে হয় কিনা :)

১৪ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৫১

পল্লী বাউল বলেছেন: টবে লাউ পারভেজ ভাই?

ওয়াও, লাউ চাষে নতুন বিপ্লব।

২৩| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:১৭

শাওন৩৫০৪ বলেছেন: লাউ?/:)

১৪ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৪৮

পল্লী বাউল বলেছেন: ইয়াপ ... লাউ :)

২৪| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:১৮

শ্রাবনসন্ধ্যা বলেছেন: গাছ তো মাশাল্লাহ....:)
পাতাগুলো খেয়ে ফেলতে ইচ্ছে করছে।
আপনি দেখি বাগান বিশারদ হয়ে গেলেন!

১৪ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৪

পল্লী বাউল বলেছেন: আমি ধন্য।

ঢাকার আসার সময় আপনার জন্য লাউ পাতা নিয়ে আসতেছি :)

২৫| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:২৭

শ।মসীর বলেছেন: বদ্দা পাত্তররে একটু সাগর দেখাতে নিয়া যায়তাছি, নাহলে ট্রই দেয়া যাইত।

আপনি ঢাকা আসতেছেন কবে।

১৪ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৮

পল্লী বাউল বলেছেন: কবে যাচ্ছেন??? :(

১৮ তারিখ কনফার্ম, দেখা হবে আশাকরি।
কতদিন ভাইগো দেহি না।

২৬| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৩১

ভাঙ্গন বলেছেন: আমি একজন বৈরাগী।

...
লাউয়ের পিছে বৈরাগী লাগছে।

১৪ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৪

পল্লী বাউল বলেছেন: বৈরাগীরেই তো আমি খুঁজছি...

অনেক দিন পর বৈরাগীরে দেখে ভাল লাগছে :)

২৭| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:০০

শয়তান বলেছেন: মেইল পাইসেন =p~

১৪ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৩৬

পল্লী বাউল বলেছেন: আবার জিগস =p~ =p~


অট: আপনার দেশীর পোস্টের দায়দায়িত্ব সম্পূর্ন তার। এ বিষয়ে আমি বিন্দুমাত্র দায়ী নই :)

২৮| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:১৫

শ।মসীর বলেছেন: আমরা যাইতেছি ১৬ এ। আসব২০ আ। আপনি কয়দিন থাকবেন।

১৪ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:২৯

পল্লী বাউল বলেছেন: খুব সম্ভাবনা ১৮ থেকে ২২...

২৯| ১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০১

চাচামিঞা বলেছেন: আহারে.....কতোদিন লাউ খাই না:(

১৫ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৮

পল্লী বাউল বলেছেন: পরের আড্ডায় আপনার সাথে দেখা হবে লাউ সহকারে :)

৩০| ১৫ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:১০

তাজা কলম বলেছেন: সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী..............

১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:২০

পল্লী বাউল বলেছেন: ব্লগ দেখি বৈরাগীতে ভরপুর :)

৩১| ১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৪১

মনপুরা বলেছেন: আমার বাগানের লাউ দেখি নিজের নামে চালিয়ে দিচ্ছে X( X((

১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:২৩

পল্লী বাউল বলেছেন: মিথ্যার একটা সীমা থাকা উচিত।
আমার নিজের হাতে লাগানো লাউগাছের লাউ অন্যের হয় কিভাবে?

X( X( X( X( X( X( X( X( X( X(

৩২| ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:১০

পাথুরে বলেছেন:
৩১-
দেখছেন নি কারবার?
এব্বেরে গম ন... :)

১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:২৫

পল্লী বাউল বলেছেন: বদ্দা, আমার গাছের একমাত্র কচি লাউয়ের শপথ

এই লাউ আমার

৩৩| ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:২২

সাইফুর বলেছেন: লাউয়ের দাওয়াত নিয়ে রাখলাম :)

১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৫২

পল্লী বাউল বলেছেন: লাউ বুড়ো হওয়ার আগেই চলে আসুন।

কচি লাউয়ের স্বাদই আলাদা। :)

৩৪| ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:২৪

সাইফুর বলেছেন: একটা জিনিস আমারো মনে হয়। সবার হাতে গাছ হয় না। কারো কারো হাতে ভালো গাছ গাছালি হয়

১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৫৪

পল্লী বাউল বলেছেন: থ্যান্কু সাইফুর ভাই।

( আমার পক্ষ থেকে আপনি একটা খাওয়া পাওনা রইলেন এ প্রশংসার জন্য :) )

৩৫| ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:৩২

শয়তান বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা

১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:২৪

পল্লী বাউল বলেছেন: শুভেচ্ছা আপনাকেও।

৩৬| ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:৪১

তারার হাসি বলেছেন:
আমি বুঝতে পারছি আপনার সমস্যা। আনন্দে আপনি বুঝতে পারছেন না কি করবেন এই লাউ নিয়ে... সম্পূর্ণ ফ্রী পরামর্শ দিচ্ছি আপনাকে, চট্টগ্রাম চলে আসুন লাউটা নিয়ে তারপর মেঝবান দিন।
জানেন তো, গরুর পায়া যা চট্টগ্রামে 'নলা' নামে পরিচিত তাতে লাউ দিতে হয় টেস্টের জন্য।

দাওয়াত দিতে ভুলবেন না। :)

১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৫৬

পল্লী বাউল বলেছেন: আরে বুঁ অনে ইয়ানঁ কি কনঁ.....

আপনাকে বাদ দিয়ে কি করে একা লাউ খাই বলেন। তাহলে পেট ব্যাথা করবে যে :)

রেসিপির জন্য বিরাট ধন্যবাদ।

৩৭| ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:৫২

শয়তান বলেছেন: আমরা কি দোষ করলাম :-* @ ফ্রী পরামর্শ ওয়ালি

৩৮| ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৩৫

টুমটি বলেছেন: ভাই, আমিও অনেকদিন ধরে লাউ খাইনা।

আপনার গাছের লাউ দেখে জিবের পানি কিছুতেই ধরে রাখতে পারছিনা।

দাঁড়ান, ওকে একটা লাউ আনার জন্য কল করি।

১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০৯

পল্লী বাউল বলেছেন: লাউ খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো :)

৩৯| ১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১০

যন্ত্রনা বলেছেন:
মাছের মাথা দিয়া লাউ খাইতে মুন্চাইতেছে :(

১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১৪

পল্লী বাউল বলেছেন: আজকেই খাইছি শোল মাছ দিয়া :P

৪০| ১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১৮

যন্ত্রনা বলেছেন:
ও ভগবান,
দুইটা পোকা যেন
যায় পেটে ওনাদের (বাউল ভাই +মনপুরা ভাবী) ঢুকে

X((X((X((X((X((X((

২০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৩

পল্লী বাউল বলেছেন: ছিঃ ছিঃ এভাবে অভিশাপ দিতে নেই :(

৪১| ১৮ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:০০

আরিয়ানা বলেছেন: সুন্দর হয়েছে তো লাউটা!!

২০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৩

পল্লী বাউল বলেছেন: থ্যান্কস। আপু, সিঙ্গাপুরে কি লাউ পাওয়া যায়?

৪২| ১৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:২১

কাব্য বলেছেন:
গাছ আর লাউ দুইটাই বেশ ভালো হইছে।আমার বাসায় কি কারনে জানি লাউ গাছ হইতোনা :(

২১ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:১২

পল্লী বাউল বলেছেন: শুনেন বস, সবার হাতে লাউ গাছ হয় না, লাউ গাছের জন্য হাত লাগে। (শার্টের কলার নাড়ার ইমো হবে)

৪৩| ২০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৩০

শয়তান বলেছেন: কাজটাকিভালহৈলো X(( বাইডিফল্টআগামীপোষ্টেগনমাইনাসখাইবেন

৪৪| ২০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৫

ভাঙ্গন বলেছেন: ইয়েস...

২১ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:১৫

পল্লী বাউল বলেছেন: প্লিজ..............

৪৫| ২১ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৫৮

সহেলী বলেছেন: লাউ ফুলের ছবিটা দেখে মনে পড়ছে সুবীর নন্দীর গাওয়া শ্রাবন মেঘের দিন সিনেমায় " একটা ছিল সোনার মেয়ে মেঘবরন কেশ..." !
এই গানে আছে একটা লাইন "সবুজ বরন লাউয়ের ডগা দুধ সাদা ফুল ধরে ..." ।

২১ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:১৩

পল্লী বাউল বলেছেন: গানটি মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।

মন্তব্যের জন্য শুভেচ্ছা।

৪৬| ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:২১

ব্যাকপেইন বলেছেন: এটার নামইকি ৈবরাগি লাঊ

২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:২৬

পল্লী বাউল বলেছেন: না, এটার পিছনে যারা লাগছে তারাই বৈরাগী ;)

৪৭| ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩০

সাইফুর বলেছেন: আর কি কি গাছ আছে ? :)

২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪৪

পল্লী বাউল বলেছেন: মরিচ (কামরাঙ্গা মরিচ) আর শিম গাছ :)


(কুরিয়ারে পাঠিয়ে দেবো নাকি সাইফুর ভাই, নাকি আমি আসার সময় নিয়ে আসবো? )

৪৮| ২৩ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৪

তাজা কলম বলেছেন: লাউরে বেশী লাই দিয়া ব্লগে নতুন লেখা দিতে ভুইলা গেলেন কি বাউল দা?

৪৯| ২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩৯

পাথুরে বলেছেন: বদ্দা দেখি নতুন খোমা লাগাইছেন ... নতুন লাউ দিয়া নাকি?

৫০| ১২ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:১০

চিকনমিয়া বলেছেন: লাউ বড়ই সৌন্দর্য হইচে
পেলাচ

১২ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:১৩

পল্লী বাউল বলেছেন: জেডার মুখে পেলাচ শব্দটা শুনতে কেমুন জানি লাগে। জেডার মাইনাচই আমার কাছে পেলাচ।

৫১| ১৪ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:০৩

আহমেদ রাকিব বলেছেন: লাউ নিয়া হিস্টরি পুরা। সিটিজি তে একটা লাউ পারটি দেয়া দরকার। মেজবান, তারার হাসি যেইটা বলছে। পছন্দ হইছে। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.