নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি আর লিখিব আমি ........শুণ্যর্ও মাঝার

বাউন্ডেলে

বাউন্ডেলে › বিস্তারিত পোস্টঃ

আল্লাহর ৯৯ নাম আমাদের কি শিক্ষা দেয় ?

১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:১৩

আল্লাহর ৯৯ টি নাম এর আরবী, বাংলা উচ্চারণ ও অর্থ।
১) الله - আল্লাহ - আল্লাহ। ২) الرحمن - আর রাহমান - পরম দয়ালু। ৩) الرحيم - আর-রহীম - অতিশয়-মেহেরবান। ৪) الملك - আল-মালিক - সর্বকর্তৃত্বময়। ৫) القدوس - আল-কুদ্দুস - নিষ্কলুষ, অতি পবিত্র। ৬) السلام - আস-সালাম - নিরাপত্তা-দানকারী, শান্তি-দানকারী।৭) المؤمن - আল-মুমিন - নিরাপত্তা ও ঈমান দানকারী। ৮) المهيمن - আল-মুহাইমিন - পরিপূর্ন রক্ষণাবেক্ষণকারী। ৯) العزيز - আল-আজীজ - পরাক্রমশালী, অপরাজেয়।১০) الجبار - আল-জাব্বার - দুর্নিবার।১১) المتكبر - আল-মুতাকাব্বিইর - নিরঙ্কুশ শ্রেষ্ঠত্বের অধিকারী।১২) الخالق - আল-খালিক্ব - সৃষ্টিকর্তা। ১৩) البارئ - আল-বারী - সঠিকভাবে সৃষ্টিকারী।১৪) المصور - আল-মুছউইর - আকৃতি-দানকারী।১৫) الغفار - আল-গফ্ফার - পরম ক্ষমাশীল। ১৬) القهار - আল-ক্বাহার - কঠোর। ১৭) الوهاب - আল-ওয়াহ্হাব - সবকিছু দানকারী।১৮) الرزاق - আর-রজ্জাক্ব - রিযিকদাতা।১৯) الفتاح - আল ফাত্তাহ - বিজয়দানকারী। ২০) العليم - আল-আলীম - সর্বজ্ঞ।২১) القابض - আল-ক্ববিদ্ব - সংকীর্ণকারী।২২) الباسط - আল-বাসিত - প্রশস্তকারী। ২৩) الخافض - আল-খফিদ্বু - অবনতকারী। ২৪) الرافع - আর-রফীই-উন্নতকারী।২৫) المعز - আল-মুইজ্ব - সম্মান-দানকারী।২৬) المذل - আল-মুদ্বিল্লু - বেইজ্জতকারী।২৭) السميع - আস্-সামিই - সর্বশ্রোতা। ২৮) البصير - আল-বাছীর - সর্ববিষয়-দর্শনকারী। ২৯) الحكم - আল-হাকাম - অটল বিচারক। ৩০) العدل - আল-আদল - পরিপূর্ণ-ন্যায়বিচারক।৩১) اللطيف - আল-লাতীফ - সকল গোপন বিষয়ে অবগত। ৩২) الخبير - আল-খবীর - সকল ব্যাপারে জ্ঞাত। ৩৩) الحليم - আল-হালীম - অত্যন্ত ধৈর্যশীল। ৩৪) العظيم - আল-আজীম - সর্বোচ্চ মর্যাদাশীল। ৩৫) الغفور - আল-গফুর - পরম ক্ষমাশীল।৩৬) الشكور - আশ্-শাকুর - গুনগ্রাহী। ৩৭) العلي - আল-আলিইউ - উচ্চ মর্যাদাশীল। ৩৮) الكبير - আল-কাবিইর - সুমহান। ৩৯) الحفيظ - আল-হাফীজ - সংরক্ষণকারী। ৪০) المقيت - আল-মুক্বীত - সকলের জীবনোপকরণ দানকারী। ৪১) الحسيب - আল-হাসীব - হিসাব গ্রহণকারী।৪২) الجليل - আল-জালীল - পরম মর্যাদার অধিকারী। ৪৩) الكريم - আল-কারীম - সুমহান দাতা। ৪৪) الرقيب - আর-রক্বীব - তত্ত্বাবধায়ক।৪৫) المجيب - আল-মুজীব - জবাব দানকারী, কবুলকারী। ৪৬) الواسع - আল-ওয়াসি - সর্ব ব্যাপী, সর্বত্র বিরাজমান। ৪৭) الحكيم - আল-হাকীম - পরম প্রজ্ঞাময়। ৪৮) الودود - আল-ওয়াদুদ - সদয়। ৪৯) المجيد - আল-মাজীদ - সকল মর্যাদার অধিকারী। ৫০) الباعث - আল-বাইছ - পুনুরুজ্জীবিতকারী। ৫১) الشهيد - আশ্-শাহীদ - সর্বজ্ঞ স্বাক্ষী। ৫২) الحق - আল-হাক্ব - পরম সত্য। ৫৩) الوكيل - আল-ওয়াকিল - পরম নির্ভরযোগ্য কর্ম সম্পাদনকারী। ৫৪) القوي - আল-ক্বউইউ - পরম শক্তির অধিকারী।৫৫) المتين - আল-মাতীন - সুদৃঢ়। ৫৬) الولي - আল-ওয়ালিইউ - অভিভাবক ও সাহায্যকারী। ৫৭) الحميد - আল-হামীদ - সকল প্রশংসার অধিকারী। ৫৮) المحصي - আল-মুহছী - সকল সৃষ্টির ব্যপারে অবগত। ৫৯) المبدئ - আল-মুব্দি - প্রথমবার সৃষ্টিকর্তা। ৬০) المعيد - আল-মুঈদ - পুনরায় সৃষ্টিকর্তা।৬১) المحيي - আল-মুহয়ী - জীবন দানকারী। ৬২) المميت - আল-মুমীত - মৃত্যু দানকারী। ৬৩) الحي - আল-হাইয়্যু - চিরঞ্জীব। ৬৪) القيوم - আল-ক্বাইয়্যুম - সমস্তকিছুর ধারক ও সংরক্ষণকারী। ৬৫) الواجد - আল-ওয়াজিদ - অফুরন্ত ভান্ডারের অধিকারী। ৬৬) الماجد - আল-মাজিদ - শ্রেষ্ঠত্বের অধিকারী। ৬৭) الواحد - আল-ওয়াহিদ - এক ও অদ্বিতীয়। ৬৮) الصمد - আছ্-ছমাদ - অমুখাপেক্ষী। ৬৯) القادر - আল-ক্বদির - সর্বশক্তিমান। ৭০) المقتدر - আল-মুক্ব্তাদির - নিরঙ্কুশ সিদ্বান্তের অধিকারী। ৭১) المقدم - আল-মুক্বদ্দিম - অগ্রসারক। ৭২) المؤخر - আল-মুয়াক্খির - অবকাশ দানকারী। ৭৩) الأول - আল-আউয়াল - অনাদি। ৭৪) الأخر - আল-আখির - অনন্ত, সর্বশেষ। ৭৫) الظاهر - আজ-জহির - সম্পূর্নরূপে প্রকাশিত। ৭৬) الباطن - আল-বাত্বিন - দৃষ্টি হতে অদৃশ্য। ৭৭) الوالي - আল-ওয়ালি - সমস্ত কিছুর অভিভাবক। ৭৮) المتعالي - আল-মুতাআলি - সৃষ্টির গুনাবলীর উর্দ্ধে। ৭৯) البر - আল-বার্প - রম উপকারী, অণুগ্রহশীল।৮০) التواب - আত্-তাওয়াব - তাওবার তাওফিক দানকারী এবং কবুলকারী। ৮১) المنتقم - আল-মুনতাক্বিম - প্রতিশোধ গ্রহণকারী। ৮২) العفو আল-আফঊ - পরম উদার। ৮৩) الرؤوف - আর-রউফ - পরম স্নেহশীল। ৮৪) مالك الملك - মালিকুল-মুলক - সমগ্র জগতের বাদশাহ্। ৮৫) ذو الجلال والإكرام - যুল-জালালি-ওয়াল-ইকরাম - মহিমান্বিত ও দয়াবান সত্তা। ৮৬) المقسط - আল-মুক্ব্সিত - হকদারের হক আদায়কারী।৮৭) الجامع - আল-জামিই - একত্রকারী, সমবেতকারী। ৮৮) الغني - আল-গণিই - অমুখাপেক্ষী ধনী। ৮৯) المغني - আল-মুগণিই- পরম অভাবমোচনকারী। ৯০) المانع - আল-মানিই- অকল্যানরোধক। ৯১) الضار - আয্-যর - ক্ষতিসাধনকারী।৯২) النافع - আন্-নাফিই - কল্যাণকারী। ৯৩) النور - আন্-নূর - পরম আলো। ৯৪) الهادي - আল-হাদী - পথ প্রদর্শক। ৯৫) البديع - আল-বাদীই - অতুলনীয়।৯৬) الباقي - আল-বাক্বী - চিরস্থায়ী, অবিনশ্বর। ৯৭) الوارث - আল-ওয়ারিস - উত্তরাধিকারী।৯৮) الرشيد - আর-রাশীদ - সঠিক পথ প্রদর্শক।৯৯) الصبور আস-সবুর - অত্যধিক ধৈর্যধারণকারী।

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:২৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: তাঁর অনেক গুণের কিছুটাও যদি আমরা নিজের মধ্যে ধারণ করি তাহলে আমরা ভালো মানুষ হতে পারব। যেমন দয়া, ক্ষমা ইত্যাদি।

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৪৩

সোনাগাজী বলেছেন:



সবগুলো কি নাম, নাকি কিছু উপাধিও আছে?

১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৫১

বাউন্ডেলে বলেছেন: গুন বা বৈশিষ্ট্য।

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:০০

কামাল১৮ বলেছেন: আল্লহর নামগুলো রাখলো কে?ইহুদি খৃষ্টানরা কেন এই নাম গুলি জানেনা।জগতের সৃষ্টিকর্তা হিসাবে সাবাই তার মান গুলো জানার কথা।

১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৪০

বাউন্ডেলে বলেছেন: সকলেই কম-বেশী জানে । যেমন সনাতনপন্থী বিভিন্ন এলাকায় আল্লাহর ভিন্ন ভিন্ন গুনাবলীকে নিজেদের চিন্তা প্রসুত রুপ দিয়ে আরাধনা করে। যেমন, কালী, জিউস,তিরুপতি,লাৎ, উজ্জা,আফ্রোদিতি ইত্যাদি । এর ফলে স্রষ্টার বৈশিষ্ট বা গুনাবলী গুলো পরস্পর বিরোধী হয়ে যায় ও কালক্রমে স্বতন্ত্র রুপে এলাকা ভেদে আরাধিত হতে থাকে।েএসব ঘটেছে তার বৈশিষ্ট সমুহকে উপলব্ধি করতে না পারার কারনে।

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:৪৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: @ কামাল১৮ - আরব দেশের সকল ধর্মের লোকেরাই গডকে আল্লাহ বলে বা বলতো।

আরবের কাফেররা আল্লাহ বলতো। খৃস্টান এবং ইহুদিরাও আল্লাহ বলে বা বলতো।

আবার ইহুদী ধর্মে আল্লাহর অনেক গুনবাচক নাম আছে (প্রায় ৭০ টি) যার মধ্যে অনেকগুলির সাথে ইসলামের আল্লাহর গুনবাচক নামের মিল আছে। অর্থগত মিল ছাড়াও উচ্চারনেও অনেক ক্ষেত্রে মিল আছে। যেমন;

Quran TORAH English
Ar-Rahman, Ha Rakhaman, The Compassionate One;
Ar-Rahim. El Rakhum, The Merciful One;
Al-Quddus, Ha Kadosh, The Holy One;
Al-Bari, Ha Boray, The Creator;
Al-Aliyy, El Elyon, The Most High;
As-Salam, Oseh HaShalom, The Peacemaker,
Malik ul Mulk, Melek Malkay Melakim, The King/ruler over all the kingdom/kings;
Al-Muhyi, Ha Michayah, The Giver of Life;
Al-Mumit, Ha Maymeet, The Taker of Life.

এই গুণবাচক নামগুলিকে ইসলামে বলে আসমাউল হুসনা। আর ইহুদিরা এই গুনবাচক নামগুলিকে বলে।

তাই আল্লাহর এই গুনবাচক নামগুলি ইহুদি এবং খৃস্টানরা জানতো কথাটা ঠিক না।

১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৫

বাউন্ডেলে বলেছেন: তারা অন্যভাবে জানতো । প্রত্যেক গুনাবলীকে ভিন্ন ভিন্ন সত্বা মনে করতো যা শেরেকিরই নামান্তর। ইসলাম আসার পর ওরা ওদের আসমানী কিতাবে আবারও খড়গ (নাউজুবিল্লাহ্) চালিয়ে কোরানের সমপর্যায়ে আনার চেষ্টা করে (নাউজুবিল্লাহ্)।

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ২:১৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: ###### এগুলো খারাপ দেখাচ্ছে

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৫০

শূন্য সারমর্ম বলেছেন:


১০০ কেন নয়?

১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৫৭

বাউন্ডেলে বলেছেন: আল্লাহর ৯৯টি নাম (আরবি: أسماء الله الحسنى‎‎) হলো ইসলাম ধর্ম মতে কুরআন ও হাদিসে বর্ণিত আল্লাহ্‌র গুণবাচক নামের একটি তালিকা বা সংকলন। ইসলাম ধর্ম মতে বুনিয়াদি নাম বা ভিত্তি নাম একটিই। আর তা হলো আল্লাহ্, কিন্তু তার গুণবাচক নাম অনেকগুলো।

বিভিন্ন হাদীস অনুসারে আল্লাহ'র ৯৯টি নামের একটি তালিকা আছে। কিন্তু তাদের মধ্যে কোনো সুনির্দিষ্ট ধারাবাহিক ক্রম নেই। তাই সম্মিলিত মতৈক্যের ভিত্তিতে কোনো সুনির্দিষ্ট তালিকাও নেই। তাছাড়া কুরআন এবং হাদিসের বর্ণনা অনুসারে আল্লাহ্'র সর্বমোট নামের সংখ্যা ৯৯-এর অধিক, প্রায় ৪,০০০। অধিকন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ কর্তৃক বর্ণিত একটা হাদিসে বর্ণিত হয়েছে যে, আল্লাহ্ তার কিছু নাম মানবজাতির অজ্ঞাত রেখেছেন।

উৎস এবং ইতিহাস
এই নামসমূহের ব্যাপারে কুরআনের বর্ণনায় আল্লাহ তাআলার উদ্ধৃতি এসেছে

“ আল্লাহ বলে আহ্বান কর কিংবা রাহমান বলে, যে নামেই আহবান কর না কেন, সব সুন্দর নাম তাঁরই। --- সূরা বনী-ইসরাঈল আয়াত ১১০। ”
অনেকগুলো হাদিস দ্বারাই প্রমাণিত যে, নবী মুহাম্মাদ (সাঃ) আল্লাহর অনেকগুলো নাম-এর উল্লেখ করেছেন।

উদাহরণস্বরূপ একটি বিশুদ্ধ হাদিসে আবু হোরায়রা মুহাম্মাদ (সাঃ) এর একটি উক্তি বর্ণনা করেন,

“ "আল্লাহ তাআলার ৯৯টি নাম আছে; সেগুলো মুখস্থকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। যেহেতু আল্লাহ তাআলা বিজোড় (অর্থাৎ, তিনি একক, এবং এক একটি বিজোড় সংখ্যা), তিনি বিজোড় সংখ্যাকে ভালোবাসেন। আর ইবনে উমর উনার বর্ণনায় এসেছে যে, (শব্দগুলো হলো) "যে ব্যক্তি সেগুলোকে পড়বে"।

৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:০১

অহরহ বলেছেন: কচু শিক্ষা দেয়.............. যত্তসব বাজে প্যাচাল।

১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৪৪

বাউন্ডেলে বলেছেন: অহরহ বলেছেন: কচু শিক্ষা দেয়.............. যত্তসব বাজে প্যাচাল। কিন্তু ভাইয়া এত গুণে গুণান্বিত আপনার আল্যা সামান্য মসজিদ বানাতে মানুষের কাছে ভিক্ষা চায় ক্যান?
আপনি শিখতে না পারলে - কারো কিছু করার নেই। আমরা ধরে নিতে আল্লাহ আপনাকে শিক্ষিত করতে চান না। আল্লাহকে গালি দিলে অবজ্ঞা করলে আল্লাহর কিছু যায়-আসে না। যেমন সমুদ্রে এটম ফাটালেও সমুদ্রের তাতে কোনই ক্ষতি হয় না । বসবাসরত প্রানীদের কেউ কেউ আহত-নিহত হতে পারে । এরা আপনার সমগ্রোত্রীয় প্রানী বা মানুষ । ঘুরে-ফিরে আপনি। এ ক্ষেেত্রে আল্লাহ বাধ সেধেছেন আপনি নিজের বা অন্য কারো ক্ষতি করলে তিনি অসন্তোষ হন।কেননা আপনার জীবন-দেহ সবই তার। এ গুলোর ক্ষতি সাধন করার অধিকার আপনার নাই। করলে পরকালে হিসাব দিতে হবে। পরকাল যদি না মানেন। তাহলে একটি প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। মানবদেহের প্রান বা সতেজতা কোথায় যায়? যেহেতু আপনারা বিশ্বাষ করেন “শক্তির বিনাশ নাই”।

৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:০৮

অহরহ বলেছেন: মহাজাগতিক চিন্তা বলেছেন : তাঁর অনেক গুণের কিছুটাও যদি আমরা নিজের মধ্যে ধারণ করি তাহলে আমরা ভালো মানুষ হতে পারব।

কিন্তু ভাইয়া এত গুণে গুণান্বিত আপনার আল্যা সামান্য মসজিদ বানাতে মানুষের কাছে ভিক্ষা চায় ক্যান??

৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:০৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আল্লাহর নামগুলো শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ।
তবে ##### এই চিহ্নগুলো দেখতে খুবই খারাপ লাগছে। আপনি এই চিহ্নগুলো উঠিয়ে দিতে পারেন।

১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:২৩

অহরহ বলেছেন: সোনাগাজী বলেছেন : সবগুলো কি নাম, নাকি কিছু উপাধিও আছে?

খুব খেয়াল করে @ দাদা : ভালো মানুষের একটি মাত্র নামই থাকে। অন্যদিকে টাউট-বাটপারদের নামের আগে, পরে অনেক পদবী থাকে। জনদরদী, গরীবের বন্ধু, দেশ নেত্রী, উন্নয়নের দিশারী, কওমী জননী....... আরো কত কী।

১১| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:০৩

রাজীব নুর বলেছেন: এত এত নাম দিয়ে দেশ সমাজের এমনকি বিশ্বের কি উপকার হলো?

১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৫২

বাউন্ডেলে বলেছেন: ধর্ম মানুষকে সতেজ, আত্মবিশ্বাষী,মানবিক,শুদ্ধ,জ্ঞানী, জানা-বোঝার আগ্রহী বা কৌতুহলী ইত্যাদি করে তোলে। এসব মানবীয় বৈশিস্ট্য মানুষকে সৃজনশীলতার পথ দেখায়। বিজ্ঞান ও প্রযুক্তির জন্ম এই পথ বেয়েই। সুবিধা কি পাচ্ছেন না ?

১২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:০৫

ফেনা বলেছেন: স্রষ্টায় বিশ্বাস যার যার। কারো বিশ্বাসে আঘাত না করে কথা বলায় স্রেয়। ভাল ও সুস্থ থাকুন সবাই।

১৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৪৩

পদাতিক চৌধুরি বলেছেন: নামগুলো দেখলেই বোঝা যাচ্ছে কেন ওনার এতো মহিমা...

১৪| ২০ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৫

বাউন্ডেলে বলেছেন: ⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️
⭕(১১) সত্য একটাই; ঈশ্বর একজনই, জ্ঞানীরা ইশ্বরকে ডেকে থাকেন অনেক নামে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.