নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর ইতিহাসে সবচে জঘন্যতম অধ্যাদেশ জারী হয়েছিল ১৯৭৫ সালের ২৬ সেপ্টেম্বর। বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার করা যাবেনা, এই মর্মে 'ইনডেমনিটি অধ্যাদেশ' জারি করেছিল বিশ্বাসঘাতক খোন্দকার মোশতাক। আর খুনি জিয়া ক্ষমতায় এসেই এই অধ্যাদেশকে আইনে পরিণত করেছিল।
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:০৯
রূপক বিধৌত সাধু বলেছেন: ১৯৯১ সালে আওয়ামী লীগ সরকার এই আইন বাতিলের প্রস্তাব করেছিল। তৎকালীন সরকার আমলে নেয়নি।
২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৪০
বাউন্ডেলে বলেছেন: ১৯৯১ সালে ক্ষমতায় ছিলো বিএনপি । তারা নিজেদের তৈরী আইন কিভাবে বাতিল করে ?
৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩২
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আপনি প্রথম মন্তব্যটা বুঝতে পারেননি । উনি আপনাকে উদ্দেশ্য করে এইসব বলেননি । উনি এইসব বলেছেন সাইনিক্যাল অর্থে ।
মানে এইসব কথা বললেই শুনতে হবে , " আপনি কাফের , ধর্ম মানেন না , ইত্যাদি ! "
২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৬
বাউন্ডেলে বলেছেন: ওঃ দুখিত! ৭৬- থেকে এ কথা বহুবার আমাকে শুনতে হয়েছে।
৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫১
কামাল১৮ বলেছেন: ইতিহাসের জঘন্যতম হত্যাকান্ড।জিয়া যে এই হত্যাকান্ডের সাথে জড়িত ছিলো তার কাজ কারবারে তার প্রমান মিলে।
২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৪০
বাউন্ডেলে বলেছেন: জিয়াই ছিলো - স্বপরিবারে জাতির জনক হত্যাকান্ডের “মাষ্টার মাইন্ড”।
৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৫
শেরজা তপন বলেছেন: প্রথম মন্তব্যই অনেক কথাই বলে- আপনাকে ব্লগের ভাব বুঝতে হবে ভ্রাতা
৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৩৯
পদাতিক চৌধুরি বলেছেন: এখনো কি এই আইন বাতিল হয়নি? দুর্ভাগ্যজনক ও দুঃখজনক বটে।
২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৫৬
বাউন্ডেলে বলেছেন: বাতিল করা হয়েছে, কিন্তু ক্ষত থেকে গেছে।
৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৪৬
বিষাদ সময় বলেছেন: তারচেয়ে ভয়াবহ কথা হল পরবর্তিতে একে সংবিধানের অংশ করা হয়েছিল। যা আমার জানা মতে নজিরবিহীন।
২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৪২
বাউন্ডেলে বলেছেন: হ্যাঁ দুনিয়ার কোথাও এ ধরনের আইন প্রনয়নের নজির নাই।
©somewhere in net ltd.
১| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৫১
রানার ব্লগ বলেছেন: এইডা কোন কথা বললেন ? আপনি তো কাফের, আপনার ঈমান নাই । ধর্ম মানেন না ।