নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সংবাদ শ্রমিক

সিরাজুস সালেকিন

পথ হারাবো বলেই এবার পথে নেমেছি. ...

সিরাজুস সালেকিন › বিস্তারিত পোস্টঃ

ছয় বছর বেশি বাঁচতে চান এরশাদ!

২০ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:২৮

আজ ছিল এরশাদের জন্মদিন। জাতীয় পার্টির পক্ষ থেকে অনুষ্ঠান অায়োজন করা হয়েছিল। অনেকেই বক্তব্য রাখলেন। জীবন আলেখ্য পাঠ করা হল। তবে কেউ বলেননি এরশাদের কততম জন্মদিন! একজন সাংবাদিক মজা করে বললেন আজ এরশাদের ৩৬তম জন্মদিন। ১৯৬৬ সালের পরে তার বয়স আর বাড়েনি।



ভূতের মুখে রাম-নাম আর এরশাদের মুখে গণতন্ত্র একই কথা। আজ বলছেন, দুই দলের স্বৈরশাসন থেকে জনগণ মুক্তি চায়। দেশে নাকি গণতন্ত্রের কবর হয়েছে। তার জাতীয় ‍পার্টি বিরোধী দলের মর্য‍াদা নিয়ে গণতন্ত্রকে নাকি বিকশিত করেছে!



যাই হোক এরশাদ ভিন্ন এক প্রার্থনা করলেন আজ। জীবনের ৬টি বছর কেটেছে কারাগারে। এসময় জনগণ থেকে বিচ্ছিন্ন ছিলেন। তাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন নির্ধারিত সময়ের চেয়ে যেন আরও ৬ বছর তার হায়াৎ বাড়িয়ে দেয়া হয়।



রাজনীতির অঙ্গনে কিছু বিনোদনের প্রয়োজন আছে। তাই এরশাদেরা চিরকাল বেঁচে থাকুক আমাদের মাঝে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৫ রাত ৮:৩৩

জাহাঙ্গীর জান বলেছেন: আপনাকে বলতে চাই এরশাদ সম্পর্কে না জেনে শুধু মাত্রই ওঁনাকে ব্যঙ্গ বিদ্রুপাত্মক করে বললে কী আপনাদের জ্ঞানের প্রদীপ জ্বলে উঠে এরশাদ স্বৈরাচার ছিলো সেনাবাহিনী থেকে ক্ষমতায় এসেছে এরশাদের শাসন আমলে দেশে শান্তি ছিলো বিনা বিচারে কাউকে মরতে হয়নি খুন, গুম অপহরণ কী এই দেশের মানুষ জানত না দলীয় নিয়োগ কীভাবে হয় সেটার নামও ছিলনা আর হাসিনাঃ খালেদাজিয়া জনগনের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে কী করেছে সেটি এই দেশের মানুষ জানে এরশাদ ক্ষমতা থেকে বিদায় নিয়েছে পঁচিশ বছর আগে তখন হয়তো আপনার জন্ম হয়নি এরশাদের শাসন সম্পর্কে আপনার কী ধারণা থাকবে শুনা কথার পণ্ডিত তাই না ?

২| ২১ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১৫

সিরাজুস সালেকিন বলেছেন: আপনি ঠিক ধরেছেন। এরশাদের শাসনামলে আমি অবুঝ শিশু ছিলাম। কপাল ভালে‍া।
গৃহপালিত বিরোধী দল পরিবেষ্টিত স্বৈরাচার দেখছি। অাসল স্বৈরাচার দেখার সুযোগ হয়নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.