![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হিসাবের খাতা খুলে যোগ-বিয়োগ শুরু করলাম। আজকের বিষয় আমাদের প্রিয় 'বাংলাদেশ'।
এই দেশ কি দিল আমাকেঃ
শিক্ষা-জীবনে বাংলাদেশ সরকারের সকল প্রকার বৃত্তি, বুয়েটে পড়লাম ফ্রি, এরপর দেশে বসে ৬টি উন্নত মানের চাকরি করলাম, দেশের মাটিতেই বসে ২ বার বিদেশে উচ্চশিক্ষার বৃত্তি নিয়ে যাওয়ার সুযোগ পেলাম, আরও অসংখ্য সুযোগ-সুবিধা যা আমাকে একটি মারাত্মক-সুন্দর জীবন গঠনে সাহায্য করল।
দেশকে আমি কি দিলামঃ
চারপাশে কেন এতো ধুলা-বালি......দে গালি
লোকাল বাসে মানুষের ভিড়ে পিষ্ট অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মহাখালীর ট্রাফিক-জ্যামে......দে গালি
চাকরি নেই/ ব্যবসা নেই/ বেতন কাঠামো ঠিক নাই/ দেশে শুধু দুর্নীতি/ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি......দে গালি
দেশে কেন বিদ্যুৎ/ পানি/ গ্যাস নাই......দে গালি
রাস্তা-ঘাট ভাঙ্গা/ পর্যাপ্ত নাগরিক সুযোগ-সুবিধা নেই/ হরতাল আর ভাল লাগে না......দে গালি
এই দেশে একটি সুন্দর জীবন গঠনের কোনই আশা নেই......দে গালি, দে গালি, দে গালইইইইই .................................
হ্যাঁ, এই দেশকে শুধু গালিই দিয়ে গেলাম। আর কিছুই দিলাম না! রক্ত-চোষা ড্রাকুলার মতো দেশের রক্তই শুষে গেলাম। বাংলাদেশ আমাকে নিঃস্বার্থভাবে শুধু দিয়েই গিয়েছে। বিনিময়ে কোনদিনও কিছুই দাবি করে নাই!!
আর সামান্য কৃতজ্ঞতাবোধ তো দূরের কথা, দেশকে প্রতি পদে পদে হেয়ই করে গেলাম। একটু আফসোস করার সময়ও পেলাম না।
আজব এই মানব-জীবন, আজব আমরা।
২| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:১৯
নাজিম-উদ-দৌলা বলেছেন: সত্যি বলেছেন ভাই।
১৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩৬
বায়েস আহমেদ বলেছেন: ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
বোকামন বলেছেন: কী লিখবো !!!
সত্যিই আজব আমরা ......