নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক চিলেকোঠার সেপাই!

বায়েস আহমেদ

আমার বাংলাদেশ, আমি তোমায় ভালবাসি!

বায়েস আহমেদ › বিস্তারিত পোস্টঃ

তুমি বল নারী, আমি বলি মানুষ!

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৩





হে নারী,

তুমি কি শুধুই একখণ্ড মাংসপিণ্ড,

তুমি কি কামুক পুরুষের লালায়িত প্রতিচ্ছবি?



হে ললনা,

তুমি কি শুধুই মডেলিং র‍্যাম্পের উপর হেঁটে চলা জড়-পদার্থ,

তুমি কি ফেইসবুকের নিষিদ্ধ গ্রুপে আপলোড করা ছবি?



হে অবলা,

তুমি কি শুধুই এ যুগের গণধর্ষণের ক্যানভাস,

তুমি কি বখাটের ইভটিজিংয়ের নমুনা?



হে অঙ্গনা,

তুমি কি বাজারে আসা নতুন পণ্যের আদল,

তুমি কি এই পাষণ্ড সমাজে নির্যাতিত?



হে কামিনী,

তুমি কি পতিতালয়ের যৌন-সামগ্রী,

তুমি কি শুধুই শুঁড়িখানার নর্তকী?



হে নিতম্বিনী,

তুমি কি লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকা কতিপয় যুবকের শিকার,

তুমি কি শুধুই চিয়ার-গার্লসের উন্মাদনা?



হে বেগানা আওরত,

তুমি কি আপাদ-মস্তক কালো বোরকার জালে বন্দি একজোড়া চোখ,

তুমি কি কুসংষ্কারাচ্ছন্ন পঞ্চায়েতের ফতোয়ার ক্লান্তিময় ছাপ?



হে যোষা,

তুমি কি একটি সুঢৌল শারীরিক কাঠামো,

তুমি কি শুধুই নগ্নভাবে বাজারজাতকরণের জন্য সৃষ্ট?



হে কান্তা,

তুমি কি চার দেয়ালের নাগপাশে বন্দী,

তুমি কি পুরুষতান্ত্রিক সমাজের গিনিপিক?



হে অর্ধাঙ্গি,

তুমি কি অধিপতির চরণদাসী,

তুমি কি স্বামীর পায়ের তলে নিজের বেহেশত খুঁজে পাও?



হে জেনানা,

তুমি কি এসিডে ঝলসিয়ে দহনের অপর নাম,

তুমি কি আঘাতে আঘাতে ক্ষত-বিক্ষত ও জর্জরিত?



হে শর্বরী,

তুমি কি রাজা রামমোহন রায়ের ‘সতীদাহ প্রথা’ রদ,

তুমি কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘বিধবা বিবাহ’ প্রচলন?



হে সীমন্তনী,

তুমি কি মেরি ওলস্টোনক্র্যাফ্‌টের যুক্তিবাদী সত্ত্বা,

তুমি কি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের নারীশিক্ষা বিস্তার?



হে বালা,

তুমি কি তসলিমা নাসরিনের ‘আমার মেয়েবেলা’,

তুমি কি হুমায়ুন আজাদের ‘১০০০০ এবং আরও একটি ধর্ষণ’ ?



ওগো, আমি তো জানি, তুমি-

বীরাঙ্গনা ফেরদৌসি প্রিয়ভাষিণী,

শহীদ জননী জাহানারা ইমাম,

মুক্তিযোদ্ধা তারামন বিবি,

শ্লোগান কন্যা লাকি আক্তার।



হতে পারো তুমি স্ত্রীলোক,

কিন্তু তুমিও যে একজন “পরিপূর্ণ মানুষ”!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.