![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাইরে প্রচণ্ড ঠাণ্ডা, হাত-পা যেন জমাট বেঁধে যাচ্ছে,
ঘরে রুম হিটার চলছে, গায়ে কাশ্মীরি শাল জড়ানো;
সামনে ৩২ ইঞ্চি এলসিডি টিভি, আর গরম কফিতে চুমুক।
এক অবুঝ শিশু, শত ফিট গভীর অন্ধকার কুপ, একা একা কাঁদা!
বাইরে শৈত্য প্রবাহ, অসংখ্য টিভি চ্যানেল, আলো ঝলমলে,
একদল মানুষ, প্রচণ্ড ক্ষমতাধর, লাখো টাকা বেতন;
অনেক শিক্ষিত, অনেক দক্ষ, বুদ্ধিজীবী, সকলের স্যার।
এক অবুঝ শিশু, কর্দমাক্ত ঠাণ্ডা পানি, কোনরকমে নিঃশ্বাস নেয়া!
বাইরে ভাপা পিঠা, এক প্লেট গরম ভাত, বাবা-মায়ের আদর,
অনেক টক-শো, সিভিল ডিফেন্স, হাইলি ট্রেইনড ম্যান-পাওয়ার;
সাজানো নাটক, চক্রান্ত, রাস্তায় একটি কুকুর, ঘেউ ঘেউ শব্দ।
এক অবুঝ শিশু, প্রচণ্ড ক্ষুধা পেট, চারপাশে পোকামাকড়, শুয়ো পোকা!
বাইরে জ্যোৎস্নার আলো, মিটিমিটি তারা, পাহাড় আর সমুদ্র,
একদল শকুন, সীমাহীন দুর্নীতি, খামচে ধরা গলার টুঁটি;
একদল রাজা, দাম্ভিক রাজকীয়তা, দম বন্ধ হওয়া গুমোট চার দেয়াল।
এক অবুঝ শিশু, জীবন যুদ্ধ, গলিত লাশ, পরাজয় মেনে না নেয়া!
বাইরে লাল-সবুজ পতাকা, স্বাধীন দেশ, মুক্ত আকাশ,
নেকড়ের পাল, শিকার খুঁজছে, নিরীহ গরীব রিকশাওয়ালা;
বস্তাবন্ধী ধর্ষিতা নারী, একলা আমি, হবো চিলেকোঠার সেপাই।
এক অবুঝ শিশু, প্রতিবাদের ভাষা, চিৎকার করে বলা - আমি বাঁচতে চাই!
©somewhere in net ltd.