নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবি - bengal95.com
প্রতিটি মানুষ অপূর্ণ বা অসম্পূর্ণ। এখন এই জন্য কি আমাদের হাল ছেড়ে বসে থাকতে হবে? এই ধারনাটি থেকে আমাদের সবার বেরিয়ে আসা বা তা অতিক্রম করার চেষ্টা করা উচিত। কারণ, এই ধারনাটি তৈরি করাই হয়েছে আমাকে - আপনাকে দরিদ্র এবং নির্ভরশীল রাখার জন্য।
হ্যাঁ, আমি-আপনি জানি যে, আমি-আপনি-আমরা অসম্পূর্ণ। তাই, এখন এটি সম্পর্কে "আমাদের করণীয় কি" বা কি করতে পারি আমরা ? আমার- আপনার জীবনের পুরো সময় কি এ ব্যাপারে অভিযোগ এবং বচসার মাঝেই যাবে? আমার অসম্পূর্তা ও ব্যর্থতাকে মাথায় রেখে -
আমি জানি,আমি অসম্পূর্ণ । এই জন্য এবং আমার দ্বারা কিছু হবেনা বা আমি কিছু করলেও ফেল করব বা ব্যর্থতার ভয়ে হাত-পা গুটিয়ে বসে থাকব?
নাকি,আমি জানি - আমি অসম্পূর্ণ এবং কিছু করলেও অসফল হতে পারি তবে চেষ্টা করে দেখি, সফল হলেও হতে পারি।কারন,আমি শুধু চেষ্টা করতে পারি। ফলাফল !! সে ত - অন্য (অদৃশ্য) একজনের হাতে।
===========================================================
পূর্ববর্তী পোস্ট -
উপলব্ধি - ৩ Click This Link
উপলব্ধি - ২ Click This Link
উপলব্ধি - ১ Click This Link
২৩ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:২৮
মোহামমদ কামরুজজামান বলেছেন: ধন্যবাদ বোন কাজী ফাতেমা ছবি ।
আসলেই দারুন যদি এভাবেও ভাবা যায়,তবে সমস্যা হলো আমরা কেউ এভাবে ভাবতে চাইনা।চাইনা কোন কিছু গভীর ভাবে উপলব্ধি করতে।
২| ২৩ শে আগস্ট, ২০২১ দুপুর ২:৩৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: প্রতিক্রিয়াশীল না হয়ে প্রগতিশীল হতে হবে। সব মানুষেরই দুর্বলতা আছে। তাই যার যার মত চেষ্টা চালিয়ে যেতে হবে সাফল্যের জন্য। নিজের জীবনের লক্ষ্য স্থির করে পরিকল্পনা মাফিক এগুতে হবে। লেখাপড়া, জ্ঞানার্জন, অভিজ্ঞতা অর্জন, প্রশিক্ষন ইত্যাদির মাধ্যমে নিজের দুর্বল দিকগুলিকে সবল করতে হবে। ধৈর্য, আত্মবিশ্বাস এবং অধ্যবসায় খুব দরকার। ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল বৃদ্ধি করতে হবে। সোশ্যাল ও প্রফেশনাল নেটওয়ার্কিং খুব দরকারি জিনিস। চেষ্টা করতে হবে সর্বোচ্চ, সফলতা দেয়ার মালিক আল্লাহ। তবে চেষ্টা না করলে আল্লাহ কিছুই দিবেন না।
২৩ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৩৩
মোহামমদ কামরুজজামান বলেছেন: ধন্যবাদ সাড়ে চুয়াত্তর ভাই, আপনার চমতকার মন্তব্যের জন্য।
না চরমপন্থা ভাল না দুর্বলতা (যদিও মানুষ প্রকৃতিগত ভাবেই মানষিক দিক দিয়ে দূর্বল) মধ্যপন্থাই সর্বোত্তম। আর মধ্যপন্থার সাথে সাথে ধৈর্য এবং আত্মবিশ্বাসের উপর ভর করে এগিয়ে গেলে আমার মনে হয় সাফল্য আসতে পারে।আর সফলতার জন্য চেষ্টার কোন বিকল্প নেই।আর ফলাফল ত আল্লাহ-সৃষ্টিকর্তা র হাতে।
৩| ২৩ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:১০
ফুয়াদের বাপ বলেছেন: ভালো বলেছেন, শতভাগ পারফেক্ট মানুষ হওয়া সম্ভ্যব না কখনোই। জীবনের বাঁকে অপূর্নতা/বাধা থাকবেই। হাত-পা গুটিয়ে, হায়! আমার দ্বারা কিচ্ছু হবে না এই ভাবনা থেকে বেড়িয়ে সমার্থ্যর সবটুকু দিয়ে বিরামহীন চেষ্টা সাফল্যর আলো দেখাবে।
উৎসাহব্যঞ্জক সুন্দর লেখনীর জন্য সাধুবাদ।
২৩ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৩৮
মোহামমদ কামরুজজামান বলেছেন: ধন্যবাদ ফুয়াদের বাপ আমার ভাই, আপনার চমতকার মন্তব্যের জন্য।
মানুষের জন্মই ভূলের ফলে ও নানা সীমাবদ্ধতা সাথে নিয়ে।আর স্রষ্টা ছাড়া এ দুনিয়ায় কেউ শতভাগ সঠিক নয়।আর স্রষ্টা পবিত্র কুরআনে বলেই দিয়েছেন," এবং অবশ্যই আমি তোমাদিগকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের"। ( সূরা আল বাকারা আয়াত - ১৫৫ ) ।
আর তাইতো মানুষ হিসাবে আমাদের বিবেক-বুদ্ধি খাটিয়ে চেষ্টা ধৈর্য্যের সাথে চেষ্টা করা উচিত স্রষ্টার উপর বিশ্বাস রেখে । আর স্রষ্টা বলেই দিয়েছেন, সব কিছুরই বিনিময় তিনি দিবেন তা ভাল কিংবা খারাপ অথবা ছোট কাজ (সরিষা দানার পরিমাণ হলেও) হউক না কেন।
ভাই আপনাকে আবারো ধন্যবাদ আমার বাড়ীতে (ব্লগ) আসার জন্য,পড়ার জন্য এবং চমতকার মন্তব্যের জন্য। সাথে সাথে ফুয়াদের এবং তার বাবা-মায়ের সুখী-সুন্দর-সাফল্যময় জীবনের জন্য প্রার্থনা রইল।
৪| ২৩ শে আগস্ট, ২০২১ রাত ৯:৫৮
হাবিব বলেছেন: সুন্দর উপলব্ধি
২৪ শে আগস্ট, ২০২১ সকাল ১১:২০
মোহামমদ কামরুজজামান বলেছেন: হাবিব ভাই,ধন্যবাদ এবং শুকরিয়া ।
৫| ২৪ শে আগস্ট, ২০২১ রাত ১২:৩৬
রাজীব নুর বলেছেন: ভেবেছিলাম বিশাল এক পোষ্ট হবে। ভিতরে ঢুকে দেখি ছোট পোষ্ট!!!
২৪ শে আগস্ট, ২০২১ সকাল ১১:২২
মোহামমদ কামরুজজামান বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই, কৌতুহলের জন্য,পড়ার জন্য এবং মন্তব্যের জন্য।
৬| ২৪ শে আগস্ট, ২০২১ রাত ১২:৩৬
রাজীব নুর বলেছেন: ভেবেছিলাম বিশাল এক পোষ্ট হবে। ভিতরে ঢুকে দেখি ছোট পোষ্ট!!!
২৪ শে আগস্ট, ২০২১ সকাল ১১:৩০
মোহামমদ কামরুজজামান বলেছেন: রাজীব নুর ভাই, আসলেই ছোট ছোট পোষ্ট ।সব সময় বড় হয়ে যায় পোষ্ট। তবে এত ছোট পোষ্ট ,আসলেই ঠিক না।
৭| ২৪ শে আগস্ট, ২০২১ রাত ২:৪৪
নেওয়াজ আলি বলেছেন: প্রতিটি মানুষ তাঁর অসম্পূর্ণতা দুর করার জন্য চেষ্টা করা উচিত। ফলাফল একটা হবেই।
২৪ শে আগস্ট, ২০২১ সকাল ১১:৩৫
মোহামমদ কামরুজজামান বলেছেন: ধন্যবাদ নেওয়াজ আলি ভাই,আপনার মন্তব্যের জন্য।
মাঝে অনেকদিন মনে হয় আপনাকে দেখিনি।কেমন আছেন আপনি?
সেটাই ভাই ।মানুষের প্রত্যেকেরই যার যার অবস্থান থেকে চেষ্টা চালিয়ে যাওয়া উচিত স্রষ্টার উপর বিশ্বাস রেখে।কর্ম অনুযায়ী ফল (ফলাফল ) দেয়ার ওয়াদা স্রষ্টা আগেই করে রেখেছেন।কাজেই আশা করা যায় চেষ্টা করলে ভাল ফলের।
©somewhere in net ltd.
১| ২৩ শে আগস্ট, ২০২১ দুপুর ২:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: বাহ দারুন তো