নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলার মত কিছু নাই।

bdanik24

Facebook/anik.anik.547727

bdanik24 › বিস্তারিত পোস্টঃ

দূর্নীতি বাজদের গড়া টাকার পাহাড়

১৪ ই জুন, ২০১৫ রাত ৯:৪৭


আমাদের দেশ একটি ছোট ও গরিব দেশ।
ছোট ও গরিব হলেও এমন দেশ আর কোথাও
খুজে পাওয়া যাবে না।
সবুজ সুফলা শস্য শ্যামল আমাদের এই
বাংলাদেশ।
চারদিকে শুধু সবুজ আর সবুজ।
এই দেশের মাটিতে বুক চিড়ে বেড়ে ওঠে নানা
রকমের ফসল।
পায়ের নিচে শিশির ভেজা সবুজ ঘাস।
সত্যি অপরূপ।!!!
আজ আমাদের দেশ গরিব কারন হল একটাই।
(অনেক কারন থাকলেও এইটার হাড় অনেক বেশি)
-
আর তা হল দূর্নিতি।
যে কোন কাজেই এর প্রভাব জড়িত।
শিক্ষাব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা,খাদ্য ইত্যাদি,
ইত্যাদি কোন কিছু বাচেনি এর প্রভাব থেকে।
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাঃ---
আমাদের শিক্ষা ব্যবস্থা খুবই করূন।
প্রতি বছর বাজেটিং এর নামে বাড়ান হচ্ছে
শিক্ষার প্রতিষ্ঠান এর ফি,বেতন ইত্যাদি।
-
আর বাড়ানো হচ্ছে বই।খাতা।কলম ইত্যাদি
ভ্যাট।
আগেই বলছি যে আমাদের দেশ একটি গরিব দেশ।
লক্ষ লক্ষ শিশু এই শিক্ষাব্যবস্থা পনা থেকে
বঞ্চিত।
আর এর মূল কারন হলো শিক্ষাব্যবস্থাপনার
সাথে জরিয়ে থাকা দূর্নিতি।
:::::::
এবার আসা যাক চিকিৎসা ব্যবস্থাপনায়------!!!!
-
আমাদের দেশের চিকিৎসা ব্যাবস্থাপনাও খুবই
খারাপ যার কারন ও একই।
দূর্নিতি,,,
আমাদের দেশের মানুষ এখন ভাল ভাবে চিকিৎসা
পায়না।
নানা রোগে আক্রান্ত হয়ে মারা যায়।
-
চিকিৎসা করালেও রক্তচোষা ডাক্তার রা অনেক
টাকা রেখে দেয় ভাল চিকিৎসা করা ছাড়াই।
যার কারনে গরিব লোকেরা সঠিক চিকিৎসা
করাতে পারে না।
-
নিজের চোখের সামনেই একটা ঘটানা ঘটে গেছে
প্রায় ১ সপ্তাহ আগে।
পাপ্পু আমার একজন ছোট ভাই।
-
নিজের চোখের সামনে ওকে বড় হতে দেখেছি।
কখন ও কল্পনাও করি নি যে তাকে এত তাড়া
তাড়ি ই কবরে শায়িত করে আসতে হবে।
বয়স তার মাত্র ১৫-১৬.।
-
ঘাতকব্যাধী ক্যান্সার কেড়ে নেয় ছেলেটির প্রান।
ছেলেটি প্রায় ই অসুস্থ থাকত।
কিছু হলে তার মা তাকে স্থানীয় একটা গাসপাতাল
কিংবা ডাক্তার এর কাছ থেকে চিকিৎসা করিয়ে
নিতেন।
-
ছেলেটার ভিতরে যে ক্যান্সার বাসা বেধেছে তা
কোন ডাক্তার বলতে পারেনি।
ছেলেটা যখন গুরুতর অসুস্থ হয়ে পরে তখন তাকে
ঢাকা পিজি হাসপাতাল নিয়ে যাওয়া হয়,,,,
সেখানে গিয়ে জানা যায় যে ছেলেটা ব্লাড
ক্যান্সার এ আক্রান্ত।
সাথে লিভার টাও নাকি নষ্ট হয়ে গেছে।
-
সেখান থেকে বলা হয় যে ছেলেটি কে বাঁচান যাবে
না।
কিন্তু একটা মায়ের মন কি মানে।
-
সে দরকারে নিজের বাড়ি ঘড় সব বিক্রি করে
ছেলেকে সুস্থ করবে।
কিন্তু এই ভাগ্য আর তার হয়নি,,,
ছেলেটা এর ৬ দিন এর মধ্যে মারা যায়।
ছেলেটা বাচেনি কারন সে সঠিক চিকিৎসা পায়নি।
-
ভালো ভাবে ডাক্তারি শিক্ষা না জেনেই একটা
সার্টিফিকেট নিয়ে ডাক্তার এর আসন গ্রহন
করা।
যারা শুধু জানে টাকা দিয়ে পাহাড় গড়তে।
-
ছেলেটার যে ক্যান্সার তা যদি কেউ আগেই
জানতে পারত তাহলে হয়ত ছেলেটা বেচে যেত।
-
আর এভাবেই মারা যাচ্ছে অনেক মানুষ।
-
দূর্নিতি আর কত হবে আমাদের দেশে??
এর কি শেষ হবে না???

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.