![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
***** শীক্ষনীয় গল্প *****
★সকলে পড়বেন -----)
***
এক ছিল রাজা।তার ছিল একটি কন্যা।
রূপবতী কন্যা।
রাজা তার মেয়েকে খুবই ভালবাসতেন।
তার সকল ইচ্ছে পূরন করতেন।
কারন রাজার খুব আদরের কন্যা।
-
একদিন রাজা তার সিংহাসন বানানোর জন্য একটা মিস্ত্রি কে ডাকলেন।---
-জ্বি,হুজুর বলেন।
--তোমাকে এখানে ডাকা হয়েছে আমার সিংহাসন টা বানানোর জন্য,কি বানিয়ে দিতে পারবে?
-কি জে বলেন হুজুর আপনার কথা কিভাবে অমান্য করি?
--আচ্ছা তাহলে কাল থেকে কাজ শুরু করে দিও --।
-জ্বি,হুজুর যথা আপনার আজ্ঞা।
(মিস্ত্রি চলে গেল)
পরের দিন সকালে-----------↓
★
মিস্ত্রি কাজে এলো।
-
মিস্ত্রিঃআচ্ছা মহারাজ আপনার আসনের নকশা কেমন করতে হবে?
রাজাঃএমন এক নকশা করবে যা কেউ কখনো দেখেনি---।
মিস্ত্রিঃ জ্বি,হুজুর ঠিক তেমনই হবে।
রাজাঃআচ্ছা আমি এখন চলি।কাজ শেষ হলে সেনাপতি কে বলে দিও।!
মিস্ত্রিঃজ্বি, ঠিক আছে।
-
(মিস্ত্রি তার কাজ শুরু করে দিল।কাঠ কেটে খুব সুন্দর সুন্দর নকশা করে চলছেন।
এত সুন্দর নকশা যে কেউরই পছন্দ হবে)
-
মিস্ত্রি যখন নকশা করছিল তখন রাজকন্যা সেখানে আসেন...---
**
-আপনি এত সুন্দর নকশা করেন কিভাবে?কি সুন্দর নকশা দেখতে খুবই ভাল লাগছে।
--এইটা আমার কাজ তাই আমি এতো সুন্দর করে করতে পারি।
-ও আচ্ছা, ভাল করেন।শেষ হলে দেখব কেমন হয়।
,,,,
(রাজকন্যা মিস্ত্রিটার কাজ দেখে ঠিক যেন তার প্রেমে পরে যায়।
মিস্ত্রি তত বয়ষ্ক নন।
বেশি হলে রাজকন্যার চাইতে কিছু বড় হবেন এখনও বিয়ে করেননি।)
-
অতঃপর রাজকন্যা তার বাবাকে বললেন----)
-বাবা আমি বিয়ে করব।ছেলেও দেখে ফেলেছি।
--কে সে মা?
-ওই যে ওই ছেলেটা যে তোমার আসন বানাচ্ছে।
--কি বলিশ রে মা তুই রাজকন্যা ওই ছেলে সামান্য কাঠ মিস্ত্রি।এইটা কিভাবে সম্ভব।
-আমি কিছু জানি নাহ....আমি ওকেই চাই।
যে এত ভাল নকশা করতে পারে তার মন কত ভাল হবে??
-
(কন্যার কথা না মেনে উপায় নেই)
-আচ্ছা মা চল ছেলেটাকে দেখে আসি।
(দুজনেই ছেলের সামনে গিয়ে হাজির।
ছেলেটা কাজ করছে।.......
--কি হল মহারাজা??
রাজাঃকিছু না তোমার কাজ দেখতে আসলাম।
--ও, আচ্ছা।
রাজাঃতুমি কাজ কর আমি বসে দেখছি।
(রাজা তার মেয়েকে সাথে নিয়ে বসে ছেলেটার কাজ দেখছেন)
--আচ্ছা।
-
কিছুক্ষণ পরে ছেলেটাকে কি জানি একটা জিনিশ খুজিতে দেখা গেলো।
-
রাজাঃকি কিছু খুজছ??
--জ্বি,আমার পেন্সিল টা খুজছিলাম কোথায় যে রাখালাম?
(পেন্সিল টা ছিল ছেলেটাত কানের মধ্যে আটকানো। সেই রেখেছে আর তা এখন আর খুজে পাচ্ছে না।)
রাজাঃও আচ্ছা আমি চলি।
(রাজা তার কন্যাকে নিয়ে চলে আসলেন)
-
রাজাঃদেখলি তো যে একটা পেন্সিল সামলাতে পারে না সে তোকে কিভাবে সামলাবে?তোর বিয়ে অই ছেলের সাথে কখন হবে না।।...
--আচ্ছা বাবা আপনার যা ইচ্ছা।
-
-
আপনারা বলুন তো দেখি এখানে মোট কয়টি শীক্ষনীয় বিষয় আছে??
-
--**প্রথমতঃ------------
একটি সন্তান তারবাবার কাছে খুবই আদরের ।
বাবা তার সন্তানের
স্বপ্ন বা ইচ্ছে পূরনের জন্য আপ্রাণ চেষ্টা করেন।
তাই বাবা ই সেড়া
-
--**দ্বিতীয়তঃ--------
মানুষের কাজ দেখে পছন্দ করা উচিৎ নয়।
যেমনটা রাজকন্যা করেছিল।
আমাদের মাঝে অনেকেই এমনটা করেন।
-
--**তৃতীয়তঃ ---------
আমাদের মাঝে এখনও অনেক রাজকন্যা আছে যারা নির্লজ্জ।
আগে মেয়েরা বিয়ের খবর কানে শুনলে লজ্জায় ৪ দিন ঘড় থেকে বের হত না.....
আর এখনকার মেয়েরা বাবা মাকে এসে বলে
""বাবা ছেলে পছন্দ হইছে।তাকে ভালবাসি তাকেই বিয়ে করব""
-
এ যেন বিয়ের হাটবাজার।
-
দেখেন আরও কিছু শিখতে পারেন কিনা----/??
-
বিঃদ্রঃএইটা কোন মেয়ে বিরোধি পোষ্ট নহে।
শুধু একটা অনুগল্প যাতে আপনারা কিছু শিখতে পারেন।
*কষ্ট করে পরার জন্য অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন,
-
-
লেখায়ঃ'অ''নি''ক' (মজ্ঞলগ্রহের এলিয়েন)
find me on Facebo
www.facebook.com/anik.gazi.3
©somewhere in net ltd.
১|
১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ১:০১
সুমন কর বলেছেন: হুম !!!