নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলার মত কিছু নাই।

bdanik24

Facebook/anik.anik.547727

bdanik24 › বিস্তারিত পোস্টঃ

পিছনে ফেলে আসা দিনগুলো --- ♥

০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:২৫

গল্পঃ *** পুরোনো কিছু স্মৃতী ***

লেখাঃAnik Hasan ( মজ্ঞলগ্রহের এলিয়েন )

অনিক তুই এদিকে আয়-(আমজাদ স্যার)
**কাপা কাপা কন্ঠে সামনে গিয়ে বললাম, জ্বী,স্যার।
-অই তুই বাইরে কেন?
-স্যার ওয়াসরুমে আসছিলাম।..
-অহ! কারে বইলা আসছত?
-স্যার কাউকে বলিনি।...
-সামনে আয়।
**দাঁড়িয়ে থাকলাম।..
-অই সামনে আয়....।
অবশেষ এ গেলাম তার সামনে।,,,,
ঠাস ঠাস করে দুইটা গালে চর মারল স্যার।....
**
-অই যা ক্লাসে যা যদি আবার বাইরে দেখছি তাহলে তরে মুরগি বানাইয়া বসায় দিমু।...

ঘোড়ার মত দৌড়ে ক্লাসে চলে আসলাম।...

লেখাটা কোন গল্প নয় স্কুল জীবনের উপরে লিখা বাস্তব কাহিনী ।...
**
আমি যখন ১০ শ্রেনীতে পড়ি তখন তিনি আমার শাখায় গনিত শিক্ষক ছিলেন।সাথে আমাদের শ্রেনী শিক্ষক ও ।....
বেশ কঠিন স্যার,যেমন মারত তেমন অপমান করত।.....
-
ক্লাসের সকল ছেলে কমবেশি তার হাতে উত্তম মধ্যম খেয়েছে।.
-
তিনি মারার পর মনে মনে তাকে খুব গালিগালাজ করতাম।....
স্যার এই,স্যার সেই,ভালনা খালি মারধর করে।
তারে একদিন চাপের নিচে পেলে বুঝাইতাম আমি কি।
আরো কতো কী।
হয়ত আমার মতো অনেকেই ভাবত।....
-
তার অনেক গুলা অভ্যাস ছিল যা কেউ দেখতে পারতো না।...
যেমনঃ প্রতিদিন মারধর করা।
*স্কুলে না গেলে তার কাছ হতে জরিমানা আদায় করা।....
*স্কুলে না আসলে বাবা/মার মোবাইলে ফোন দিয়ে তাদের গরম করা।....
**
এরপর শুনতে হতো বাবা মা এর কাছে বকা। ......
**
আমার চোখে স্যারটা অনেক খারাপ ছিল কারন সে মারধর করতো।.....
আবার একটা কথা সে যেমন কঠিন মনের মানুষ ছিলেন তেমনি খুব মজাদার একটা লোক ছিলেন।....
ক্লাসে খুব মজা করতেন।..
****
মারধর করার পরে মনে মনে বলতাম ---
এস,এস,সি পরিক্ষা টা দিয়ে নেই এরপরে ওরে পানিতে নামাইয়া চুবামু।.....
কারন সে আমাদের ক্লাস টিচার। তার হাতে সব কিছু ইচ্ছা করলে সে আমাকে পরীক্ষায় আটকিয়ে দিতে পারবেন।---
***
এভাবেই স্কুল লাইফের ১০ম শ্রেনীর দিনগুলো কাটতে থাকে।.....
****
২০১৫ সালের ১৯ সে জানুয়ারি।.....
দিনটা আমার কাছে স্মরনীয় একটা দিন।জীবনেও দিনটা ভুলব না।..
দিনটা ছিল আমাদের বিদায় অনুষ্ঠান।...
আমরা যারা এস,এস,সি পরিক্ষা দিব তাদের স্কুলের পক্ষ থেকে বিদায় জানানো হবে।.....
-
সেদিন আমজাদ স্যার আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলছিলেন।...
তার মুল্যবান ভাষন শুনে হতভম্ব হয়ে গেছিলাম।....
চোখের কোন বেয়ে কয়েক ফোটা অশ্রু ঝরে পরেছিল।....
-
সেদিন আমার চিন্তা বদলে যায়।....
-
তখন নিজেকে বড় অপরাধী মনে হচ্ছিল।...
আমরা সকল বন্ধুরা তার কাছে মাফ চেয়ে নিলাম। ...
প্রতিটা স্যার ম্যাডাম এর কাছে গিয়ে পা ধরে সালাম করে নিয়েছিলাম।...
-
যখন স্কুলের গেট দিয়ে বের হচ্ছিলাম মনে হচ্ছিল স্কুলে গেটটা পা আঁকড়ে ধরে আছে।....
স্কুলটার সাথে জড়িয়ে আছে অনেক ঘটনা।
***
স্কুলের আমগাছ টা হতে ঢিল মেরে আম পেরে খাওয়া।..
টিফিন পিরিয়ড এ স্কুলের বাইরে নান্টু কাক্কু,বাঘা মামা ও আলামিনের ফুচকা, চটপটি, ঝাল মুড়ি খাওয়া।...
মাঝেমাঝে বাটপারি করে টাকা না দিয়েই চলে আসতাম।...
এই দিন গুলো আর কখন পাওয়া যাবেনা।...
-
প্রায় ৫ বছর স্কুলে পড়েছি তাই একটা আত্মিক টান হয়ে উঠেছিল বিদ্যালয়ের খেলার মাঠ,টিউব ওয়েল,বড় আমগাছ টা,ক্লাস রুম গুলোর সাথে প্রত্যেক টা শিক্ষক /শিক্ষিকাদের সাথে,দারোয়ানি করেন বিষু দা সকলের সাথে।....
-
স্কুল জীবন শেষ। আর কখনো এই জীবনটা পাবনা।
তবুও ভুলব না স্কুলটাকে।...
প্রত্যেক তা ঘটনা, মধূময় স্মৃতী লিখে রেখেছি মনের মাঝে।...
-
আজকের এই কলেজ লাইফের দিনটায় স্কুলটাকে বড্ড বেশি মিস করছি।....

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.