নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলার মত কিছু নাই।

bdanik24

Facebook/anik.anik.547727

bdanik24 › বিস্তারিত পোস্টঃ

বাস্তবচিত্র অনুযায়ী

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০২

বাস্তবিক চিত্র সাপেক্ষে---

২৫ শে ডিসেম্বর ২০১৫ রোজ শুক্রাবার এর কথা।...
-
দিনটা খুবই গুরুত্বপূর্ণ ও মূল্যবান একটা দিন ছিল।আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সঃ) এর জন্ম দিন ছিল।যা আমরা ঈদে মিলাদুন নবী নামে চিনি।...
তিনি ছিলেন আল্লাহ্‌র প্রিয় বান্দা,তার রাসূল,এবং এই দুনীয়ার আসা সর্বশেষ নবী ও রাসূল।এবং আমরা তার উম্মত, যাহ প্রত্যেকটি মুসলিম জানে।...
-
আবার পাশাপাশি ছিল খ্রিষ্টীয় বড়দিন উৎসব।
অবাক হলাম একই দিনে দুইটা উৎসব দেখে।
এর চেয়ে বেশি অবাক হলাম কিছু মানুষের আচরন দেখে,
২৪ শে ডিসেম্বর, ২০১৫..রাত ১১:৫৯ বাজার পরেই অনেক মানুষের কাছে থেকে ম্যাসেজ আসা শুরু হয়, পাশাপাশি নিজের নাম্বারে ও দেখি কয়েকটা ম্যাসেজ আসছে।
লিখা শুভ বড় দিন,হেপ্পি ক্রিসমাস ডে!!
সত্যিই অবাক করার মত একটা ঘটনা।
-
সেই দিন যে আমাদের প্রিয় নবীর জন্মদিন ছিল তা হয়ত তাদের মনে ছিলনা,কিছু বলিনি তাদের,যার কারনে আজকে আমার এই পোষ্ট লিখা।....
-
ক্রিসমাসডে শুরু হয়েছে রাত ১২ টায়, আর যেখানে আমাদের নবীর জন্মদিন শুরু হয়েছে সন্ধার পর থেকেই।তার পরেও তাদের মনে পরলো না?
-
কেন যে বাজ্ঞালী এত্ত আধুনিকতা দেখাতে যায়,যে কোন ছোট জিনিশ বড় করাই যেন তার লক্ষ্য।....
যার দেখা মিলে এই নীল সাদায় রঙ্গিত ফেসবুকে।...
-
আপনি তো মুসলিম, খুবই চাকচিক্য একটা ফেসবুক একাউন্ট ও আছে।রিলিজিয়ন এ আবার লাগাইছেন ও মুসলিম ভাল কথা,তবে আপনার কী উচিৎ খ্রিষ্টীয় অনুষ্ঠান উপলক্ষে কোন মুসলিম ভাই বোনকে উইশ করবেন?
তাহলে আপনার মুসলিম হবার দাম রইল কী,এই কী ছিল ইসলামের অন্তরালে?
-
এই রকম মানুষ যারা আছেন তারা খাটি মুসলিম নন। তাদের ঈমান মজবুত নয়,যা হালকা আঘাতেই ভেঙে যেতে পারে।
যার বাস্তবিক প্রমাণ এখন ও দেখা যায়,পরক্ষন করা যায় তাও আমাদের বাংলাদেশেই.....।
এদেশের উত্তরাঞ্চল রংপুরে একটা গ্রাম তবে নামটা ঠিক মনে নেই।
সম্প্রতি ৫ মাস আগে গিয়েছিলাম সেখানে।
শুনে ও দেখে অবাক হলাম যে সেখানকার সবাই মুসলমান হতে খ্রিষ্টান হয়ে গেছে।...
হায়রে ডিজিটাল মুসলিম।
-
অনেকেই বলতে পারেন আমার কথা গুলো ঠিক না।
কিন্তু আমার মতে ঠিক,নবী (সঃ) ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে মানা করেছেন, যার যার ধর্ম সে সুষ্ঠ ভাবে পালন করতে বলেছেন, তাহলে কেন যাব খ্রিষ্টীয় অনুষ্ঠান পালন করতে?যেটা তো আমার ধর্ম তেই নেই।...
-
কিন্তু কেন মুসলিম রা এমন করে? কেউ তো ম্যাসেজ দিয়ে বললো না যে "ঈদে মিলাদুন নবীর শুভেচ্ছা "?
শুভেচ্ছা পেয়েছি তাও একটা ক্রিসমাস ডে! এর....
এই যে শুনছেন আমার কাছে এই ক্রিসমাস ডে আর ফ্রিচমাচ ডে কোন মাইনে রাখে না,আমার কাছে আমার নবীর জন্মদিন টাই বড় ছিল....। not বড়দিন নামের অনুষ্ঠান টা....
ডিজিটাল মুসলিম বলে কথা, আর কিছু বলার নেই,--------------[নো কমেন্টস]
-
হে আল্লাহ এই সকল ডিজিটাল মুসলিম দের হেদায়েত করুন আমিন,.....

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৪

রক্তিম দিগন্ত বলেছেন: আপনার পোষ্টের মূল বক্তব্য ঠিক আছে। মুসলমান হিসেবে আমাদের সকলের দায়িত্ব রাসুল (সঃ) এর জন্মবার্ষিকী উপলক্ষে ইবাদত বন্দেগী করা। এইটা কেউ কাউকে উইশ করার ব্যাপার না। এটা হল নিজ দায়িত্বে ইবাদত করার ব্যাপার।

আপনার জন্মদিনে তো কেউ নিশ্চয় আপনার বন্ধুকে মেসেজ পাঠিয়ে উইশ করবে না। করবে আপনাকেই। আমাদেরকেও সেইটা করাই ভাল রাসুল (সঃ) এর জন্মবার্ষিকী উপলক্ষে। ঐদিন আমাদের সকলের উচিৎ রাসুল (সঃ) এর আদর্শগুলো মেনে নেওয়ার পণ করা এবং সেইদিন আলোর পথের পথিক হওয়ার চেষ্টা শুরু করা।

আর অপরপক্ষে, ক্রিসমাস হল - খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এইদিনের সঠিক উইশটা হল 'মেরি ক্রিসমাস'। 'হ্যাপি ক্রিসমাস ডে' নয়। আপনার লেখায় এইটুক একটা ভুল আছে।

আমাদের সবচেয়ে বড় উৎসব হল ঈদ। ঈদে আমরা একে অপরকে 'ঈদ মোবারক' জানাই। শুধু মুসলমানরাই না, অন্য ধর্মের অনুসারীরাও জানায়। এতে ধর্ম অন্তর থেকে সরে যায় না। নিজ ধর্মে অটুট থাকলে একটা শব্দের জন্য ধর্মের প্রতি অবমাননা হয় না। এইটা হল সামাজিকতা। সম্পর্ককে সুন্দর রাখা। ইসলামে এইটা বা প্রতিবেশী সম্পর্কে স্পষ্টই বলা আছে।

সেই ক্ষেত্রে তাদের ধর্মীয় অনুষ্ঠানের সময় তাদের প্রতি শুভকামনা জ্ঞাপন করাটা অন্যায়ও কিছু নয়।

হ্যা। কিছু কিছু ক্ষেত্রে সেইগুলো আমাদের ধর্মের সাথে সাংঘর্ষিক হয়ে যায়। আমি আগে জানতাম না, তাই বলতাম তাদের উৎসবে। জানার পর থেকে আমি শুধু শুভেচ্ছাটাই জানাই - সেইটা আমার মত করে, তাদের ধর্মানুযায়ী না।

আশা করি বুঝতে পেরেছেন।

আমার কাছেও ঈদে-মিলাদুন্নবীটা আগে। এই দিনটার জন্য আমাকে উৎযাপন করতে হবে একভাবে।
আর বড়দিন আমার কাছে কিছুই না। কিন্তু আশেপাশের অনেক খ্রিস্টানদের কাছেই অনেক কিছু। তাদেরকে শুধু তাদের এই সব চেয়ে বড় উৎসবটা শুভেচ্ছা জানানো - খুব খারাপ কিছু নয়।

নিজ ধর্ম সঠিকভাবে পালন করাই বড় কথা - অন্যে কী করলো, সেইটার নিন্দা করাটা আমাদের ইসলাম ধর্মও সমর্থন করে না।
ইসলামটা আপনার কাছে বড় হলে - এইটা ভুলে গেলেন কী করে?

:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.