![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মত ফ্রি টাইম বুঝি দুনিয়াতে কারো নাই। তাইতো আজকাল দিন কাটাই ট্রাইনেশন সিরিজ দেখে, আর রাত কাটাই পাকি বনাম অস্ট্রলিয়ার টেষ্ট দেখে। এক সিরিজ শেষ হয়ে গেলে অপেক্ষায় থাকি পরের সিরিজের সেই সাথে ডাউনলোড করি নানান কিছু। এখন তো আমার ঈদের মতো, কারণ শুরু হয়েছে আফ্রিকা কাপ অফ নেশনস। আমি আবার মিশড়ের ফুটবলের অনেক পাগল সপোর্টার। ভাল খেলা হলেই চলে যাই স্টেডিয়ামে। বলতে পারেন, দেশের ফুটবলের কমতি টা ভাল করেই পুষিয়ে যায় এদের খেলা দেখে। যথেষ্ট শান্তিও পাই। নিজেদের দলের মতই ফিলিংস আসে যখন মিশড় অন্য কোন দেশের সাথে খেলে।
থাকি বিদেশে নাই কোন সেটেলাইট টিভি, তাই খেলা দেখার একমাত্র উপায়, ইন্টারনেট। তবে ইন্টারনেটে ফ্রিতে খেলা দেখা যথেষ্ঠ কাঠিন। তবে দিনে দিনে আমার সংগ্রেহে এত ওয়েবসাইট চলে এসেছে যে, এখন খেলা দেখতে তেমন সমস্যা হয় না। যে কোন খেলাই দেখতে পারি অনায়াসে।
আমার সকল সংগ্রহ গুলো আপনাদের সেয়ার করতে ইচ্ছে করছে। যাদের প্রয়োজন হয় তারা সংগ্রহ করে রাখতে পারেন।
সকল প্রকার ফুটবল খেলা দেখার সেরা সাইট।
http://www.ilemi.com/
ক্রিকেট খেলার সাইট সমূহ।
http://www.webcric.com
http://www.crickpk.com
http://www.crictime.com
http://www.bollym4u.com
http://www.cric8.com
http://www.digitalipl.com
সকল প্রকার ফুটবল খেলার সাইট।
http://www.justin.tv
http://www.fomny.com
এই সাইট গুলো থেকে আপনি যে কোন ফুটবল, ক্রিকেট ও অন্যান্য খেলা দেখতে পারবেন।
পোষ্ট ভাল লাগলে সাড়া দিয়েন।
১৪ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৪৬
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: শিওর।
২| ১৪ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৪৬
ইমরান হোসেন মামুন বলেছেন: +
১৪ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৫৩
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: থেন্কু।
৩| ১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:২৬
নীল_আকাশ বলেছেন: প্রিয়তে রাখলাম। ভবিষ্যতে কাজে লাগবে। ++++
১৫ ই জানুয়ারি, ২০১০ ভোর ৫:২৩
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: থেন্কু। থেন্কু।থেন্কু।
৪| ১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ২:০৩
একজন ইতিবাচক মানুষ বলেছেন:
খুশি হলাম। প্রিয়তে রাখলাম।
১৫ ই জানুয়ারি, ২০১০ ভোর ৫:২৩
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: থেন্কু। থেন্কু।থেন্কু।
৫| ১৫ ই জানুয়ারি, ২০১০ ভোর ৬:৪৫
ঢাকাইয়া টোকাই বলেছেন: প্লাস, প্রিয়তে,
টোকাই খুশ হুয়া
১৫ ই জানুয়ারি, ২০১০ সকাল ৭:০৪
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: থেন্কু।
৬| ১৫ ই জানুয়ারি, ২০১০ ভোর ৬:৪৭
ঢাকাইয়া টোকাই বলেছেন: ভাই আপনি তো দেখি মহা সুখের জীবন যাপন করতাসেন।
১৫ ই জানুয়ারি, ২০১০ সকাল ৭:০৬
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: না ভাই, এতে মোটেও শুখ নেই। কিছু করতে পারছি না, তাই এটা করছি।
৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:৪৪
তাশফিকাল বলেছেন: রেসলিং দেখার সাইট নাই?
৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:২৪
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: http://www.ilemi.com/
EtaTe paben.
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৪৩
মঈনউদ্দিন বলেছেন: বংলাদেশ তেকে দেখা যাবে?