নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিলনদ

মাহমুদুল হাসান কায়রো

যাযাবর, অান্তর্জাতিক যাযাবর।

মাহমুদুল হাসান কায়রো › বিস্তারিত পোস্টঃ

আর পারছি না গুরু..... সেই নার্সারি থেকে শুরু।

১৭ ই মার্চ, ২০১০ রাত ৮:১৯

তেইশটা বছর ধরে,

প্যান্টে সার্ট গুঁজে পরে

আর পারছি না গুরু.....

সেই নার্সারি থেকে শুরু।



পাড়ার যত ছেলে গুলো

সবার ঘরে বউ এল

মা বলে মন দিয়ে পড়ো

আর পারছি না গুরু

সেই নার্সারি থেকে শুরু।



অবশেষে মায়ের দয়া হল

ঘরে ফুটফুটে বউ এল

ফুলশয্যার রাতে

এক গুছা মালা হাতে

বউকে শুধাই........



আমার জীবনে তুমিই প্রথম

তুমার জীবনে আমিও কি তাই ?



বউ হেসে বলে,



"আর পারছি না গুরু..... সেই নার্সারি থেকে শুরু।




সংকলিত।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-৮

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১০ রাত ৮:২২

আঁতেল বলেছেন: ‌এসব সেকেলে যুগের লেখা যে কেন ব্লগে দেন বুঝি না। যত্তসব আউলা ঝাউলা X( X( X( X(

১৭ ই মার্চ, ২০১০ রাত ৮:২৪

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: একমত। কিন্তু অধিকাংশ ব্লগই তো এমন আউলা ঝাওলা।

২| ১৭ ই মার্চ, ২০১০ রাত ৮:২৫

আঁতেল বলেছেন: তাও মিছা কন নাই।

১৭ ই মার্চ, ২০১০ রাত ৮:২৭

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ভাই, ভাল কিছু আমিও আশা করি। কিন্তু কই??

৩| ১৭ ই মার্চ, ২০১০ রাত ৮:৩০

ভোরের তারা বলেছেন: বেশ মজার কবিতা।

১৭ ই মার্চ, ২০১০ রাত ৮:৩৩

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: মজার কবিতা মজার জন্যেই দেয়া হয়েছে। কিন্তু অনেকে ক্ষেপে যাচ্ছে কেন?

৪| ১৭ ই মার্চ, ২০১০ রাত ৮:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ২০০৬ সনে কোনো এক সাংস্কৃতিক অনুষ্ঠানে এক ভদ্রলোক এটি পাঠ করেছিলেন তাঁর স্বরচিত ছড়িতা হিসাবে। এরপর এই ব্লগে আরও দুজনকে এটা পোস্ট করতে দেখেছি। তবে অরিজিন্যালি এটি আরেকটু লম্বা ছিল।

১৭ ই মার্চ, ২০১০ রাত ১০:৫৭

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: জানিনা। হতে পারে।

৫| ১৭ ই মার্চ, ২০১০ রাত ৮:৫৫

কানাবাছুর বলেছেন: নকলবাজ! বাচ্চা ব্লগারের মতো পদক্ষেপ।

১৭ ই মার্চ, ২০১০ রাত ১০:৫৭

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আমি কি সংকলিত লিখি নাই??? গরু।

৬| ১৭ ই মার্চ, ২০১০ রাত ১১:১৯

পুরাতন বলেছেন: বৎস ভেংগে পড়লে তো চলবেনা... তোমাকে পারতেই হবে /:)

১৮ ই মার্চ, ২০১০ রাত ২:০৬

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: :-&

৭| ১৮ ই মার্চ, ২০১০ সকাল ৯:১৬

রাষ্ট্রপ্রধান বলেছেন: আর পারছি না গুরু..... সেই নার্সারি থেকে শুরু।


কি ???

হে হে

১৯ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:০৮

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: খাইছে, রাষ্ট্রপ্রধান সামুতে।

৮| ১৯ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:১৭

নষ্ট ছেলে বলেছেন: মেলা পুরান জিনিস। আপ্নের লাইগা আরেকটা পুরান জিনিস,

আমি শুনেছি সেদিন তুমি মোটরবাইকে চেপে
জনৈক ব্যাবসায়ীকে মেরে এসেছ
আমি শুনিছি সেদিন তুমি গুলি ভরা পিস্তল নিয়ে
বহুজনকে হুমকি দিয়েছ

আমি কখননো যাইনি জেলে কখনো থাকিনি সেলে
কখনো রাখিনি হাত গুলিভরা পিস্তলে
আবার যেদিন তুমি অপারশনে যাবে আমাকেও সাথে নিও
নেবে ত আমায় .. বল নেব.... ত আমায়

আমি শুনিছি সেদিন নাকি তুমি পিন্টু – বিল্টু মিলে
তোমরা সদল বলে কলকি টেনেছিলে ..
আর সেদিন তোমরা নাকি অেনক গোপন খবর
পরস্পরর কাছে ফাস করেছিলে
কেন শুধু খুন খুন করা.. একে একে ঘুম করা
টাকার লোভে থাকা জীবনের ঝুকি নিয়ে
যদি প্রানটাই না থাকে .. টাকা কি কাজে লাগে ..
কোথায় কবর দেব... কোথায় নিয়ে ..
আমি শুনেছি তোমরা নাকি এখনো ফন্দি আটো
এখনো বাংলা খাও .. মাতাল হউ রাত ভরে ..
তোমাদের ধরার জন্য এখনো পুলিশ ছোটে ..
লাইসেন্স হারানো এই পিস্তল নিয়ে আসি আজ
তোমাদের খুজতে এসে ফেসে গেছি ...
আমি দুহাতের কবজিতে হ্যান্ডকাপ দেখি শুধু
রাতঘুমে আমি কোন জামিন দেখিনা ..
তাই জামিন দেখব বলে দুচোখ খুলেছি ..
তাই পুলিশের কাছে আমি দুহাত পেতেছি ...
উ ... উ .... উ .. আ ... আ ... উ .. উ

১৯ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:২৪

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আপনার গানটা নকল করে মৌসুমী ভৌমিক গান গেয়েছে। তার সাস্তি হউয়া উচিৎ।
http://www.youtube.com/watch?v=RdWp7qTxehY

তবে ভালই গেয়ছে।
=p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.