নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিলনদ

মাহমুদুল হাসান কায়রো

যাযাবর, অান্তর্জাতিক যাযাবর।

মাহমুদুল হাসান কায়রো › বিস্তারিত পোস্টঃ

ফারুকির থার্ড পার্সন সিংগুলার নাম্বার দেখলাম।

২১ শে নভেম্বর, ২০১০ রাত ৩:৫৬

পুরাতন প্যাচাল/ক্যাচাল নিয়ে আবার হাজির হৈলাম। কারন, থার্ড পার্সন সিনেমাটি বেশ আলোরন জাগিয়েছিল বাংলাদেশে, বিশেষ করে সামুতে। এই সামুতে এটার বিপক্ষে এত প্রিভিও এসেছিল যে সিনেমাটির প্রতি ঘৃণা চলে এসেছিল। তাই সময় নষ্ট করে দেখা হয়েনি। কিন্তু ঈদের বন্ধের কারণে আজ বসে বসে দেখেনিলাম।

আমার নিকট অত খারাপ লাগে নি যতটা রিভিওতে পেয়েছিলাম। দু-একটা জায়গায় এত স্পষ্ট উল্লেখ না করে একটু ইংগিত দিলে বাংলাদেশের কালচারের জন্য বেশ ভাল হত। কত আজে বাজে হিন্দি ছিনেমা আমরা এক বসায় দেখেফেলি, সেই হিসেবে এটা ত ভালই হয়েছে।



চাইলে আপনারাও দেখতে পারে। ইউটিউব লিন্ক। http://www.youtube.com/watch?v=nR1JWfrL-SU কুয়ালিটি ভাল।

মন্তব্য ১১ টি রেটিং +৪/-৩

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১০ ভোর ৪:৫৮

অরণ্য সৌভিক বলেছেন: সহমত

২| ২১ শে নভেম্বর, ২০১০ সকাল ৭:৫৩

ইভা লুসি সেন বলেছেন: ফারুকীরে দেখতে পারি না, ফারুকীর ফাত্রামীও দেখতে পারি না ।শালা

৩| ২১ শে নভেম্বর, ২০১০ সকাল ৮:২৬

অগ্নিবীনা বলেছেন: এইটা একটা ছিনেমা ছারপোকাও একটা জন্তু।

৪| ২১ শে নভেম্বর, ২০১০ সকাল ৯:১৬

মইনুল১০২ বলেছেন: মাথামোটা

৫| ২১ শে নভেম্বর, ২০১০ সকাল ৯:৩৬

ইকরাহি বলেছেন: ফালতু একটা ...ধুর

৬| ২১ শে নভেম্বর, ২০১০ সকাল ৯:৩৯

মা-নবি০৩ বলেছেন: এই জন্যই পরের মুখের ঝাল খাইতে নাই
নিজের বিবিচনা কাজে লাগানো উচিত
আর সমালোচনা কোন কিছুর করতে হলে সেটা ভালভাবে পর্যবেক্ষন করে করা উচিত
বেশীর ভাগ লোক জন ই ছাগলের ৩ নং বাচ্ছার মত বেহুদা লাফায়
এ ছবির অন্যতম মেজর থিম ছিল আমাদের সমাজে ১ টা একা মেয়ের আবাসনের সমস্যা কিন্তু বেশীর ভাগ লোকজনের নজর এদিকে না গিয়ে অন্য দিকে গেছে (যার মনে যা ফাল দিয়া উঠে তা )

এবার ছবিটা প্রসংগে বলি বানিজ্যিক (?!)িসনেমার মতো একটু ভিন্ন ধারার ছবির ও গলেপর বিশ্বাস যোগত্যা খুব কম থাকে অথচ অামরা দর্শকরা এ ছবি গুলো দেখি জীবন ঘনিষ্ঠ কিছু দেখতে । থার্ড পার্সন এর গল্প ও দুর্বল ।আর এ ছবিটা আমার কাছে মনে হয় ফারুকি যে ভবিষ্যতে কোন একদিন সিনেমা বানাতে পারবে তার প্রমান আমি তার আগের কাজ গুলোরে সিনেমা বলতে রাজী নই

৭| ২১ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:৩৯

স্বার্থত্তা বলেছেন: আমার একটা কুশ্চেন ছিল, তিশা যেহেতু থাকা নিয়া সমস্যা হইতাছিল সে এরকম ভাবে না ঘুরে মহিলা হোস্টেল এ গিয়ে থাকলেই তো পারতো। /:) /:) :) :)

৮| ২১ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:৫৯

মা-নবি০৩ বলেছেন: ১.স্বার্থত্তা মহিলা হোস্টেল এ চেষ্টা করেদেখেছেন কখনো ?
২. গলেপর বিশ্বাস যোগত্যার অভাবের কথা আগেই বলেছিলাম

৯| ২১ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১১

ভাবানু্বাদ বলেছেন: ফারুকীরে একটা মানসিকভাবে অসুস্থ লোক ছাড়া আর কিছুই মনে হয় না ।

১০| ২৭ শে নভেম্বর, ২০১০ বিকাল ৫:২৩

হার্ট লকার বলেছেন: যত্তসব /:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.