নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিলনদ

মাহমুদুল হাসান কায়রো

যাযাবর, অান্তর্জাতিক যাযাবর।

মাহমুদুল হাসান কায়রো › বিস্তারিত পোস্টঃ

আত্মবিশ্বাসী হোন। Be self-confident (একটি শিক্ষামুলোক পোষ্ট)

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬

- পোষ্টটি সকল উঠতি ব্যবসায়ী বন্ধুদের উতস্বর্গ করলাম। একইসাথে তাদের পড়ার অনুরুধ রইলো।



এক ব্যবসায়ি গভীর ঋণে পতিত হলো। ঋণদাতারা টাকার জন্য চাপ দিতে লাগলো। সাপ্লাইয়াররা সাপ্লাই বন্ধ করে দিল। বেতন দিতে না পারায় শ্রমিকরা আন্দোলন শুরু করলো। ভদ্রলোক কোন পথই খুজে পাচ্ছিল না। তাহলে বাড়ি গাড়ী বন্ধক রেখে তিলে তিলে গড়া এত স্বাদের কম্পানী কি শেষ পর্যন্ত দেউলিয়াই হয়ে যাবে!!!



কোন উপায় না পেয়ে অফিস ছেড়ে বের হয়ে পার্কের একটি বেঞ্চে হাতের উপর মাথা রেখে হতাশ হয়ে বসে পড়ল



এমন সময় এক বৃদ্ধ লোক তার দিকে এগিয়ে আসলো....



বৃদ্ধ লোক: জনাব আপনাকে দেখেই বুঝা যায় আপনি গভীর হতাশার মধ্যে ডুবে আছেন। আপনি মনে হয় কোন বড় কম্পানীর মালিক। তাছাড়া আপনাকে পুর্ব পরিচিত ও মনে হচ্ছে। তাহলে আমি কি জানতে পারি আপনার সমস্যার কথা???



লোকটি মথা উচু করে বললো: তাতে যে কোন লাভ হবে না।





বৃদ্ধ লোক: "আমার বিশ্বাস আমি আপনাকে আপনার বিপদ থেকে উঠে আসতে সাহায্য করতে পারি।"



লোকটি বললো: আপনার নাম।



বৃদ্ধ লোকটি পকেট থেকে একটি কাগজে নিজের নাম লিখে ভাজ করে লোকটির হাতে দিয়ে বললো: এটি নিয়ে যান। এখানে আমার নাম লিখা আছে। আর আজ থেকে ঠিক এক বছর পর ঠিক এই দিনে ঠিক এই সময়েই ঠিক এই বেন্চেই আমি থাকবো। আশা করবো সে সময় আপনি ভাল বন্ধুর পরিচয় দিবেন। বৃদ্ধ লোকটি দ্রুত চলে গেলো।








---

বিরতি।

---

ব্লগার বন্ধুদের নিকট প্রশ্ন: এমন পরিস্থিতিতে আপনি ঐ বৃদ্ধ লোকটির নিকট থেকে কি আশা করছেন। মানে, ঐ কাগজে কি আছে বা কি থাকলে আপনি খুশি হবেন?? একটু চিন্তা করুন তারপর নিচে পড়ুন.....
















ধন্যবাদ সাথে থাকার জন্য। আপনারা পড়ছিলেন ..আত্মবিশ্বাসী হোন। Be self-confident (একটি শিক্ষামুলোক পোষ্ট)..



==> এবার লোকটি কাগজের ভাজ খুললো। কাগজটি কোন মামুলী কাগজ নয়। এটি $৫০০,০০০ এর একটি ব্যাঙ্ক চেক। (পাঁচ লাখ ইউএস ডলার মাত্র)



লোকটির হাতে কম্পন সৃষ্টি হলো। নিজের চোখকে যেন সে বিশ্বাস করতে পারছে না। পৃথিবীকে স্বর্গ মনে হতে লাগলো। আনন্দে চিৎকার করতে লাগলো। কিছুক্ষন পরে যখন বাস্তবে ফিরে আসলো তখন চিন্তা করতে লাগলো কে এই ব্যক্তি! চেকের নিচে সাইন দেখলো: ''জন ডি রকফেলর''।

এই শহড়েই বসবাসকারী বিশ্বের নাম করা ধনীদের একজন হলেন 'জন ডি রকফেলর'।

নাম দেখার পর বিষয়টি কিছুটা স্বাভাবিক মনে হতে লাগলো।









---

বিরতি নং-২। -আমাদের সাথেই থাকুন।

---

প্রিয় ব্লগার বন্ধুরা

- আপনি এমতোবস্থায় কি করতেন। সংক্ষেপে কমেন্টে লিখুন যাতে নিজেকে যাচাই করতে পারেন। তারপর নিচের অংশ পড়ুন।











ধন্যবাদ সাথে থাকার জন্য। আপনারা পড়ছিলেন ... আত্মবিশ্বাসী হোন। Be self-confident (একটি শিক্ষামুলোক পোষ্ট)..



==>> লোকটি ঘটনাটি নিয়ে চিন্তা করতে লাগলেন। চিন্তা করে বের করলেন:

-১) টাকা পয়সাই সব কিছু নয়।

-২) মানুষের উপর ভড়সা রাখতে হবে।

-৩) মানুষের সাথে ভাল ব্যবহার করতে হবে।

-৪) হৃদয় অনেক বড় করতে হবে।

-৫) বিন্দুমাত্র লোভ থাকা যাবে না।





বিষয়গুলো রিয়েলাইজ করার পর তার ভিতর চেতনার সৃষ্টি হলো। তিনি সিদ্ধান্ত নিলেন তিনি চেক ক্যশ করবেন না। তিনি তার ভিতরের দুর্বল সাইড গুলো বের করতে লাগলেন। তিনি শ্রমিকদের সাথে ভাল ব্যবহার ও মিষ্টিভাষায় কথা বলে তাদের থেকে আরো কিছুদিন সময় নিতে পারলেন। ডিলারদের আরো বেশি সুবিধা দিয়ে তাদের থেকে আরো কিছুদিন কাজ করার আস্বাস পেলেন। গুডাউনের কিছু মাল কিছুটা ক্ষতি দিয়ে বিক্রি করে ব্যংকের কিছুটা লোন পরিশোধ করলেন। এইভাবে কয়েক মাস কঠোর পরিশ্রম করার পর তার কম্পানি বেশ ভাল ভাবে চলতে থাকলো। পরিশ্রমের মাত্র বড়িয়ে দিলেন। কয়েক মাস পর সে তার সমস্ত পাওনাদারের টাকা শুধ করে ফেললেন। এক বছরের মধ্যে তার কম্পানি এখন অনেক টাকার মালিক হলো। কিছু গিফট এবং ঐ চেকটি হাতে নিয়ে লোকটি সেই আগের বেন্চে বৃদ্ধ লোকটির জন্য অপেক্ষা করতে লাগলো।



কিছুক্ষন পরই বৃদ্ধলোকের আগমন ঘটলো। সে পকেট থেকে বের করে চেকটি বৃদ্ধ লোকটির দিকে এগিয়ে দিলেন।



এমন সময় একটি নার্স দৌড়ে তাদের দিকে ছুটে এলো। নার্সটি লোকটির নিকট ক্ষমা প্রার্থনা করে বলল: আমি দুঃখিত। এই অসুস্থ বৃদ্ধ লোকটি আপনার কোন ক্ষতি করে নি তো?? আসলে লোকটি কয়েকবছর যাবত মানসিক ভাবে পর্যুদস্ত। ডাক্তার তাকে চিকিৎসা দিয়েছেন। তাকে রেষ্টে থাকতে বলেছেন। কিন্তু সে প্রায়ই বাসা থেকে বের হয় এই পার্কে চলে আসে। আর সকলের নিকট নিজেকে ''''জন ডি রকফেলর'' বলে পরিচয় দিয়ে থাকে। আপনার কোন ক্ষতি করে থাকলে আপনি আমাদের উভয়কেই ক্ষমা করে দিবেন। বলতে বলতে নার্সটি বৃদ্ধলোকটিকে নিয়ে গেলো।







বিস্মিত হয়ে লোকটি দাঁড়িয়ে রইলো, স্তব্ধ হয়ে গেলো তার হৃদয় স্পন্ধন। কত কঠোর সময়ই না পার করছেন তিনি গত একটি বছরে। আর তার সুখে দুখে তার পাশে ছিল ঐ $৫০০,০০০ (হাফ মিলিয়ন ডলার)। - আজ সে জানতে পারলো সেটা নাকি ফেইক। তাহলে আমি কি গত একটি বছর মৃত লাশ বুকে নিয়ে ঘুমিয়েছি? এমনটাই মনে হতে লাগলো তার।



একটু পরে সে রিয়েলইজ করলো: কোন টাকাই নয়, বাস্তবতার টাকা না কল্পনার টাকাও না। তার জীবন পরিবর্তন করেছে তার খুজে পাওয়া নিজের আত্নবিশ্বাস। যা কিনা হাফ মিলিয়ন কেন লক্ষ বিলিয়ন ডলারের চেয়েও মুল্যবান। আর সেটা সে পরে প্রমান ও করেছিল।


---

একটি ইংরেজি গল্পকে নিজের মত করে লেখা...

মন্তব্য ৬২ টি রেটিং +২৬/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯

উপদেশ গুরু বলেছেন: আমি ও কালকে পার্কে যামু কোন ধনী বৃদ্ধ লোকের আশায়।

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০১

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: কেন? বিজনেসে প্রবলেম যাচ্ছে নাকী?? :)

২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০১

আহনাফ আহমেদ আবির বলেছেন: খুব ই ভালো ..

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০২

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: হুম,

আত্নবিশ্বাস বাড়ায় শক্তি, আত্নবিশ্বাসেই আমাদের মুক্তি।

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০২

ঘুড্ডির পাইলট বলেছেন: আম্তবিশ্বাস মানুষকে বহুদুর নিয়ে যেতে পারে ।


আম্তবিশ্বাস এর ঘটনা আসলেই অনেক সুন্দর হইছে ।
++++++

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৪

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ছাগল কম্পানি দেউলিয়া হলে কিন্তু খপর আছে!!! অনেক আত্নবিশ্বাস আর ধৈর্য লাগবেক। :)

কমেন্টের ঈন্য ধইন্যা ;)

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৫

একজন আরমান বলেছেন:
চমৎকার লিখেছেন।

আত্মবিশ্বাস বড় একটি জিনিস।
কিন্তু মাঝে মাঝে কেন যেন এর অভাব পড়ে।

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৪

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আত্নবিশ্বাস বাড়ায় শক্তি, আত্নবিশ্বাসেই আমাদের সকলের মুক্তি।



মাঝে মাঝে যখন এর অভাব পরবে তখন মনিষিদের জীবনি পরবেন, হয়তো কিছুটা উপকার দিবে।

৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৬

মেটাল বলেছেন: ভাই আমি আছি ভয়ংকর সমস্যায় । কখন কনফিডেন্ট হইতে পারি না। মাঝে মাঝে কনফিডেন্স আসলে , সেইটা ওভার কনফিডেন্সে রুপ নেয় /:)

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৫

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ওভার কনফিডেন্স কিন্তু কনডেন্স মিল্কের মতো কাজ করে। চর্বি বাড়ায় মানে ক্ষতি করে :(

৬| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১১

আমিনুর রহমান বলেছেন: চমৎকার পোষ্ট +++

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৫

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ধন্যবাদ আমিনুর ভাই।

৭| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৭

যুবায়ের বলেছেন: অসাধারন লিখেছেন কায়রো ভাই....

গল্পটি পড়ে অনুপ্রানিত হলাম ,আত্নবিস্বাসের বিকল্প নেই।

আপনারে অনুসারিত করলাম যাতে আপনার লেখা নিয়মিত পড়তে পারি।

৩১ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:০৫

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ধন্যবাদ যুবায়ের ভাই। আপনার কমেন্ট পড়েও আমার অনেক ভাল লাগলো।

৮| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৯

ভিয়েনাস বলেছেন: খুবি চমৎকার এবং শিক্ষনীয় পোস্ট :)

যদিও আমার ডাক্তার কইছে আমার আত্ববিশ্বাসের পরিমান খুব অল্প। তাই আপনার পোস্ট থেকে আমি কিছু আত্মবিশ্বাস নিয়ে গেলাম :)

পোস্টে প্লাস।

৩১ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:০৭

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আত্নবিশ্বাস নিজের ব্যক্তিগত সম্পদ। এটা কেহ ব্যবহার করে আর অনেকে ব্যবহার করতে ভয় পায়। কাজেই ভয় না পেয়ে নিজের উপর ভরসা করতে সচেষ্ট হোন, দেখবেন অনেক কিছুই শহজ হয়ে গেছে। :) ফিরিতে জ্ঞিয়ান দিলাম, মাইন্ড খাইয়েন না।

৯| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার পোষ্ট। :) ৯ম ভালো লাগা। :)

৩১ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:০৮

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আপনার নবম ভালবাসা পেয়ে আমার আত্নবিশ্বাস অনেকাংসে বৃদ্ধি পেলো ;)

১০| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০২

তারছেড়া লিমন বলেছেন: আত্নবিশ্বাস কই কিনতে পাওয়া যাবে ভাই এখন এইটার বড় দরকার আমার...........

৩১ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:০৯

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: নিজেরে তারছিড়া ভাবা অনেক খারাপ তার জোড়া লাগান দেখবেন আত্নবিশ্বাস বেরে গেছে।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

১১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৫

একজন আরমান বলেছেন:
আমার বাবা সিভ খেরার একটা বই দিয়েছেন আমাকে।
তুমিও জিতবে

ওটা পড়েছিলাম কিছুটা।
অনুপ্রেরণামুলক।
কিন্তু পুরোটা পড়া হয় নি।

৩১ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:১০

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: পুরোটা পড়েন, পরে আমাদের জন্যও কিছু লিখেন। আমরাও শিখি।

১২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:০১

প্রিন্স হেক্টর বলেছেন: আমার আত্মবিশ্বাস যথেষ্টই ভালো বলে মনে করি :)

পোষ্টে +

৩১ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:১২

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: তোমার যে আত্নবিশ্বাস ভাল সেটা তোমার নিক থেকেই বুঝা যায়। ;) তো আছো কেমুন। আজ কাল খুব বিজি মনে হয়!!! যেখানেই থাকো ভাল থেকো.....

১৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫৩

আমি তুমি আমরা বলেছেন: চমৎকার লিখেছেন।

৩১ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:১২

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ধন্যবাদ আমরা.......:)

১৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:২০

shfikul বলেছেন: কায়রো ভাই,আজ থেকে পাঁচ বছর আগে বসদের সাথে নানান বিসয় নিয়ে ঝগরা করে চাকরিটা ছেড়ে দিয়েছিলাম।মাত্র ১৫ হাজার টাকা পকেটে নিয়ে ব্যাবসার উদ্যেশ্যে পা বারালাম।সাথে নিলাম আরও চারজন।এই ৭৫ হাজার টাকার কোম্পানিকে এখন ৭৫ লাখ টাকায় পরিনত করেছি।শুধু আপনার পোস্টে বর্নিত ৫টি ফর্মূলা ফলো করে।
এর মধ্যে একবার কোম্পানিটি বন্ধ করার মতো অবস্থাও হয়েছিলো।পালিয়ে যাবার কথাও ভেবেছিলাম।তবু অফিস খুলে তোপের মুখে বসতাম।স্টাফদের মুখের দিকে তাকাতে লজ্জা হত।সেবার ঈদে ধার করা টাকায় শুধু মেয়ের জন্য এক পিস জামা কিনে ছিলাম।মালিকদের দুইজন গা ঢাকা দিয়েছিলো।মানুষের আক্রমনের ভয়ে।তারপরও অফিসের দরজা বন্ধ করিনি।সে অনেক কথা।আপনার পোস্ট পড়ে সেই দিনগুলোর কথা মনে পড়ে গেলো।এখন কোম্পানিটির অবস্থা আগের চেয়ে অনেক ভালো।ইচ্ছে আছে আরও ভালো করার।দোয়া করবেন।
পোস্টে+++++

৩১ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:১৩

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: নিজের অভিজ্ঞতা শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।

আপনার কমেন্ট থেকে আমি অনেক শক্তি পেলাম। সাহস পেলাম।

১৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪২

চাঁপাডাঙার চান্দু বলেছেন: চমৎকার গল্পটা পড়ে খুবই ভালো লাগল ভাই। অনুপ্রেরণা একটি বিশাল জিনিস আর সেই সাথে মানুষের সাথে ভালো ব্যবহার।
ধন্যবাদ আপনাকে :)

৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৯

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: দেইখেন, ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করলেন না তো আবার!!! :)


অনুপ্রেরনা তো দেবারই জিনিস। যা দিতে কোন পয়সা বা ডলার কিছুই লাগে না। তাই এতো ক্রিপোনতার কি আছে>>? আসুন আমরা একে অপরকে অনুপ্রেরণা দেই।


আপনাকেও ছোট করলাম, মানে ধন্যবাদ ;)

১৬| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৬

প্রকৌশলী আতিক বলেছেন: একচুয়ালী যারা গরীব থেকে বড়লোক হয়েছে তারা এই টাইপের পরিশ্রম ই করেছে। এদের সংখ্যা নেহাত কম নয়।

ভাল লাগা দিয়ে গেলাম।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৭

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: অনেক গরীবই পরিশ্রম করে কিন্তু আত্নবিশ্বাস না থাকার কারনে উঠতে পারে না......।
যারা গরীব থেকে অনেক বড় হয়েছে তাদের সকলের জীবন থেকে অনেক কিছু শেখার থাকে।



১৭| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৩

মেহেদী হাসান মানিক বলেছেন: আশা পাইলাম

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৮

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: হুম, আশ দিয়ে দিলাম। এবার নিজের উপর ভরসা করে কাজে নেমে পরেন........:) ইনশাল্লাহ সাকসেস।

১৮| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৩

অণুজীব বলেছেন: চমৎকার

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৯

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: থেন্কু........;)

১৯| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৯

কালা মনের ধলা মানুষ বলেছেন: গল্পটা পড়ে সত্যি ভালো লাগল কায়রো ভাই।

এই মুহুর্তে আত্মবিশ্বাস আর আত্মসম্মানবোধের তলানিতে অবস্থান করছি। দেখি ঘুরে দাড়াতে পারি কিনা

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫০

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আত্নসম্মানবোধ থাকলে গরীব হলেও মানসিক শান্তি পাওয়া যায়।

২০| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৬

প্রিন্স হেক্টর বলেছেন: হ ভাই ইট্টু বিজি। দিনের বেশির ভাগ সময় বিছানায় শুয়ে থাকি। শীতেই বসন্তের ছোয়া পাইছি। জলবসন্ত হইছে। :( :(

দোয়া কইরেন :|

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫১

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: কউ কি? জল বসন্ত?? টিকা নেও নাই........

২১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৯

নিয়েল ( হিমু ) বলেছেন: আত্মবিশ্বাস । সেটাই :)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫২

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আরে হিমু আমার বাড়িতে!!! ওয়েলখাম.....:) :)

২২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩২

ইউসুফ আলী রিংকূ বলেছেন: কোন টাকাই নয়, বাস্তবতার টাকা না কল্পনার টাকাও না। তার জীবন পরিবর্তন করেছে তার খুজে পাওয়া নিজের আত্নবিশ্বাস। যা কিনা হাফ মিলিয়ন কেন লক্ষ বিলিয়ন ডলারের চেয়েও মুল্যবান।

কয়েক দিন ধরে এটারই অভাব ছিল , আজ কাল করতে করতে আত্মসম্মানবোধের তলানিতে অবস্থান করছি ।

আপনার পোস্ট থেকে নিজেকেই নিজের কাছে অনেক আত্মবিশ্বাসী মনে হছে

ভাল লাগা দিয়ে গেলাম।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৩

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আপনার কমেন্ট পড়ে আরো উৎসাহ পেলাম। ধন্যবাদ সুন্দর কমেন্টের জন্য।

২৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৬

জাকারিয়া মুবিন বলেছেন: সুন্দর পোস্ট।
ভাবার মতো বিষয় আছে পোস্টে।

ব্যবসা এখনও শুরু করিনাই। তবে আত্মবিশ্বাস শুধু ব্যবসার কাজে কেন সব কাজেই তো লাগে।
শিক্ষামূলক পোস্টের জন্য অনেক ধন্যবাদ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৮

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আত্মবিশ্বাস শুধু ব্যবসার কাজে না সব কাজেই লাগে। এখানে কেবল একটি উদাহরন আনা হয়েছে।


কষ্ট করে মন্তব্য করার জন্য ধন্যবাদ।

২৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

চেয়ারম্যান০০৭ বলেছেন: খুব ভালো লাগলো পড়ে।এ ধরনের ঘটনা মানুষ কে ভালো মোটিভেট করতে পারে।+

শুভকামনা জানবেন।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৯

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আপনার জন্যও শুভকামনা।

আপনার নতুন পোষ্ট কোথায়........ :)

২৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

দি সুফি বলেছেন: গল্পটা অনেক ভালো লাগল।
নিজের উপর আত্মবিশ্বাস না থাকলে কিছুই করা সম্ভব নয়। আত্মবিশ্বাসের চেয়ে বড় সম্বল আর কিছুই নয়।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৯

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ধন্যবাদ সুফি।

২৬| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৯

নিশি কথক বলেছেন: বাপ-ছেলে তে মিলে ব্যবসায় নেমেছি। দোয়া করবেন।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:০০

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: কি ব্যবসা? ফেবুতে জানাই ও ;)

২৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৯

ভিয়েনাস বলেছেন: ফিরতি উপদেশ নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম :)

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:০০

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: বাড়িতে নিয়ে সকলকে নিয়ে খাইয়েন........:) :)

২৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

প্রিয়তমেষূ বলেছেন: পুরো গল্পটা পড়লাম, যদিও একটু দেরী করে। গল্পটায় অনেক কিছু শিক্ষনীয় আছে। আত্মবিশ্বাস আর ভালো ব্যবহার মানুষকে এগিয়ে নিয়ে যেতে পারে বহুদুর।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:০১

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: সুন্দর একটি পয়েন্ট বলেছেন, আত্নবিশ্বাসের সাথে ভাল আচারআচরন ও বেশ দরকার।

২৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

শায়মা বলেছেন: বাহ ভাইয়া


খুব সুন্দর!!!:)

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:০২

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ওয়েলখাম মাই হোম.......:)


৩০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৯

কালোপরী বলেছেন: চমৎকার গল্প

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:০৩

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ কালোপরীজি।

৩১| ২৯ শে জুন, ২০১৩ সকাল ১০:১০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

২৯ শে জুন, ২০১৩ সকাল ১১:০২

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাইডি........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.