নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিলনদ

মাহমুদুল হাসান কায়রো

যাযাবর, অান্তর্জাতিক যাযাবর।

মাহমুদুল হাসান কায়রো › বিস্তারিত পোস্টঃ

মুরসির জামানা শেষ......... সাথে বিশ্বের সমস্ত ইসলামি রাজনৈতিক দলগুলোর জন্য সতর্কবার্তা.........

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১:২১

মাত্র মুরসিকে ক্ষমতা থেকে নামিয়ে দেয়া হলো.......

বিচার বিভাগের প্রধানকে ক্ষমতায় বসানো হলো.......



চারিদিকে আনন্দ হচ্ছে,,, কোথাও চলছে কান্নার রোল।

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১:২৫

মদন বলেছেন: ইরানডারে সাইজ করতে পারলে ইসরাইলের জানে শান্তি

২| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১:৩১

*কুনোব্যাঙ* বলেছেন: মিশরীয়রা আসলে চায় কি?? :||

৩| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১:৩১

খেয়া ঘাট বলেছেন: চারিদিকে আনন্দ হচ্ছে,,, কোথাও চলছে কান্নার রোল।

৪| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১:৩৬

কলাবাগান১ বলেছেন: State and Religion should be separated

৫| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১:৫৫

নষ্ট ছেলে বলেছেন: এখন কি আবার নির্বাচন দিবে নাকি সেনাবাহিনী ক্ষমতা আগলে রাখবে?
হ্যাঁ-না ভোট দিয়ে সেনাপ্রধান নিজেই প্রসিডেন্ট এমন কিছু হতে পারে নাকি?

৬| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১:৫৭

হাসান কালবৈশাখী বলেছেন:
আপাতত হাঙ্গামা থামলো, রক্তপাত এড়ানো গেল ...

৭| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ২:০৪

সাহাদাত উদরাজী বলেছেন: কিসে শান্তি কে জানে?

৮| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ২:১২

একজন ঘূণপোকা বলেছেন: নে আবার ত্রিশ বছর মারা খা, *দনার দল

৯| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ২:২০

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: মানুষ মৌলবাদ পছন্দ করে না।

মানুষ যে যদি জীবনের নিরাপত্তা না থাকে, সামাজিক নিরাপত্তা না থাকে, তাহলে মানুষ প্রয়োজনে গণতন্ত্রের বিরুদ্ধেও আন্দোলনে নামে।

মানুষের জীবনের থেকে মূল্যবান কোন তন্ত্র নয়। মিশরের সেনাবাহিনী সময়োচিত এবং সাহসী বিচক্ষণ পদক্ষেপ এ মিশরবাসী অনেক রক্ত ক্ষয় থেকে রক্ষা পেল।

সংবিধান স্থগিত হওয়া নিয়েও বিন্দুমাত্র চিন্তিত মনে হচ্ছে না মিশর বাসীকে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, তাহরির স্কোয়ারে জনতার বাঁধভাঙ্গা আনন্দের ঢেউ দেখা যাচ্ছে, অথচ সেনাবাহিনীর কাউকে দেখা যাচ্ছে না তাহরির স্কোয়ারে। সেনাবাহিনী এখন পর্যন্ত যা করতেছে, প্রশংসার দাবীদার তারা।

১০| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ২:৩২

কাকতড়ুয়া007 বলেছেন: অবশ্যই এটা কোন ভাল লক্ষণ নয় !!!
সেনাবাহিনী সুযোগের সদ্বব্যবহার করেছে !
মোবারকের মুক্তি এখন সময়ের ব্যাপার মাত্র ,
আমার ধারণা রক্তপাত এড়ানো হলো না , শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে !

ব্রাদারহুডের সামনে কি অপেক্ষা করছে বলে দিতে হবে না !!!

১১| ০৪ ঠা জুলাই, ২০১৩ ভোর ৫:১২

মাহমুদুল হাসান কায়রো বলেছেন:
একজন সৈরশাষককে ঢিল মেরে উড়িয়ে দিতে দেখলাম আবার একজন নির্বাচিত সরকারকে কৌশলে সরিয়ে দিতে দেখলাম। মিশরে আর কিছুদিন থাকলে হয়তো আরো অনেক কিছুই দেখতে পাব। পরিস্থিতি অনুযায়ি ২০১৪ সালে আবার হুসনি মুবারককে ক্ষমতায় দেখলে তেমন অবাক হব না। শুধু মনে হবে অস্ট্রলিয়া আবার বাংলাদেশের কাছে হারল। সব শেষে ইটস এ গেম...... পলিটিকস ইজ এ গেম,, ইট হ্যাজ নো ইনডিং। (প্রমানিত)

১২| ০৪ ঠা জুলাই, ২০১৩ ভোর ৬:০৬

মিজানুর রহমান মিলন বলেছেন: মিশরে সংবিধান নিয়ে এর আগের সংকটটাকে বলেছিলাম গণতন্ত্রের সংকট । এবারেরটাও গণতন্ত্রের সংকট । কারণ একজিন নির্বাচিত প্রেসিডেন্ট উৎখাত করা গণতন্ত্রের জন্য কখনোই শুভ লক্ষণ নয় । তিনি পদত্যাগ করলে ব্যাপারটা ভিন্ন হত। মুরসি পদত্যাগ না করাতে ও সেনা বাহিনী মুরসিকে ক্ষমতচ্যুত করাতে তাহরির স্কয়ারের জনতার নৈতিক পরাজয় যেমন ঘটেছে তেমনি গণতন্ত্রের পরাজয়ও ঘটেছে। ভবিষ্যতে তাদের প্রেসিডেন্টকেও এভাবে ভাগ্যবরণ করা লাগতে পারে । তখন ব্রাদারহুড সেই সেনা নায়ককে সমর্থন জানাবে ! এরফলে মিশর গমন করল অনিশ্চিৎ এক পথে..


মিশরে সামরিক অভ্যুত্থান । মুরসি সরকারের পতন। গৃহযুদ্ধের মুখোমুখি মিশর !

১৩| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৯:২১

মামুন রশিদ বলেছেন: লাইভ ব্লগিংয়ের জন্য ধন্যবাদ । নিয়মিত আপডেট পেয়েছি, পত্রিকায় যা পাই নাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.