নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিলনদ

মাহমুদুল হাসান কায়রো

যাযাবর, অান্তর্জাতিক যাযাবর।

মাহমুদুল হাসান কায়রো › বিস্তারিত পোস্টঃ

কোন রাজনৈতিক উদ্দেশ্য কিংবা ধর্মীয় আবেগে নয়,,, ব্যক্তি মুরসি যেমন ছিলেন।

০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১১:০১

কোন রাজনৈতিক উদ্দেশ্য কিংবা ধর্মীয় আবেগে নয়,,, ব্যক্তি মুরসির জন্য খুব খারাপ লাগছে।



- ভদ্রলোক অনেক সৎ লোক ছিলেন। এখন তাকে আগের সেই ভাড়া বাসায় যেতে হবে। নয়ত সেই সারকিয়ার গ্রামের বাড়িতে। সেখানে রাতের অন্ধকারে কেহ তাকে বাড়ি দিয়ে মেরে ফেললেও দেখার কেহ থাকবে না।



- মুরসি কোন কথা রাখতে না পারলেও একটা কথা ঠিকই রেখেছেন,,,তিনি শপথ নেয়ার পর বলেছিলেন,,,, আমি ভাড়া বাসা থেকে সরকারি ভবনে এসেছি, আমার পকেটে কোন পয়সা নাই,,,, আমি যখন চলে যাব তোমরা তখন আমাকে পরীক্ষা করে দেখবে এর চেয়ে বেশি কিছু আমার কাছে পাও কি না...??? যদি পাও তবে ভেব আমি খেয়ানত করেছি....( হে মিশরবাসি একবার তাকে চেক করার সাহস করো....)



- মুহাম্মদ মুরসির সরলতা আমাকে বেশি আকৃষ্ট করেছিল। নির্বাচিত হবার পর যখন সরকারি প্রটোকল তাকে বাসা থেকে আনতে গেল সে সরল মনে বলে ফেলল,,, বাসার সামনে সব সময় একসাথে বেশি পুলিশ দেখলে মনে হয় আমাকে জেলে নিতে আসছে।



- লোভহীন এই মানুষটা শপথ নেবার পরেও নিজের ভাড়া বাসা থেকে অফিস করতে চেয়েছিলেন,,, কিন্তু সরকারি প্রটোকল নিরাপত্তার কথা ভেবে তাকে সেখানে থাকতে দেয় নি।



- দেশের অর্থনিতি দুর্বল থাকায় দেশের টাকা বাঁচাতে তিনি ৫টি দেশ সফর করেন মাত্র ৩৬ ঘন্টায়। তারমধ্যে আবার চিন ও ইউরুপ ছিল।



- নির্বাচিত হবার পর সে যখন প্রথম নিজ গ্রামে যান সেখানে সেই পুরানো বেশে যান এবং সবার সাথে ছোট্ট মসজিদে সবাইকে নিয়ে নামাজ আদায় করে সবার সাথে সেই আগের মতই কথাবার্তা বলেন, মেলা মেশা করেন।



- তিনি যেখানেই যেতেন নিজে নামাজের ইমামতি করতেন। গত রমজান মাসে তিনি নিজে তারাবিহ পড়িয়েছিলেন।



- তিনি অর্থনৈতিক সংকটের কারনে নিজের নামে বরাদ্দকৃত সরকারি গাড়ির কয়েকটা বিক্রি করে দেয়ার প্রস্তাব করেছিলেন।



- মুবারকের কিংবা তার আগের সরকারদের আমলেও সরকারি সকল অফিস আদালতে সরকার প্রধানের ছবি ঝুলানো বাধ্যতামুলক ছিল, কিন্তু সে কোথাও নিজের ছবি ঝুলান নাই,, বরং সকলকে নিষেধ করে দিয়েছিলেন।



- শপথ নেয়ার পর বিভিন্ন কম্পানি ও সংগঠন তাকে শুভেচ্ছা জানাতে ফুল নিয়ে আসত তাই তিনি শুভেচ্ছা গ্রহণ বাতিল করে দিয়েছিলেন।





- আরো এমন অনেক ঘটনা আছে যা আমরা সাধারণত আজকের জামানার সরকার প্রাধানের কাছ থেকে আশা করতে পারি না। তাই বলতেই হয় তিনি অন্যদের থেকে পজেটিভলি ভিন্ন ছিলেন। তাকে যদি কোন আততায়ির হাতে মরতে হয় কিংবা তাকে জেলে খাটতে হয় তবে আমরা সবাই হয়তো অপরাধি হব। আপনারা না হলেও আমি হব।











এখানে ব্যক্তি মুহাম্মদ মুরসির কথা বলেছি,, প্লিজ কেহ অন্য বিষয় টেনে আনবেন না।





মিশরের আপডেট জানতে চাইলে যোগাযোগ রাখতে পারেন Click This Link

মন্তব্য ২২ টি রেটিং +৮/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১১:০৩

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: ব্যক্তি মুরসি'র জন্য আসলেই দুঃখ লাগতেছে। মিশর বাসী আসলে কি চায় সেটা তাদেরকেই ঠিক করতে হবে।

০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১২:১৮

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: গড়ল এই পৃথবিতে সরল মানুষগুলো কি সারাজীবনই ঠকে যাবে...???

২| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১১:০৮

আল্লামা ইকবাল বলেছেন: আল্লাহ জানে মিশরের কপালে কি আছে - এরকম একটা মানুষকেও ক্ষমতায় থাকতে দিলনা । এটা খুবই দুঃখ জনক ।

তার এই ক্ষমতা থেকে সরিয়ে দেয়া কে সউদী আরব / সিরিয়া সমর্থন জানিয়েছে [সূত্রঃ আল-জাজিরা] - বুঝেছেন এর মানে কি ?

০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১২:২০

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: দলের চাহিদা এবং কট্টর মুসলিমদের চাহিদা মেটাতে মেটাতে তিনিই হয়ে গেলেন বলির পাঠা। বরই দুঃখজনক।

৩| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১১:২০

কাউসার রানা বলেছেন: আমি খুবই হতাশ তাদের এই কান্ডে। মিশর, লিবিয়া এরা আর কখনোই সুসংগঠিত হতে পারবে না। তারা যে স্বাধীনতার কথা বলছে, এই স্বাধীনতায় তাদের বিপদ ডেকে আনবে বলে আমার বিশ্বাস।


ধন্যবাদ পোষ্টের জন্য , অনেক কিছুই জানলাম।

০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১২:২২

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

৪| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১১:২৪

একজন ঘূণপোকা বলেছেন: মুরসি আপনি পরাজিত না, এ পরাজয় মিশরের জনগণের । এই খেসারত তাদের অনেক দিন দিতে হবে.।।

০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১২:২৩

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: দেশের জনগন আসলেই হারল। অন্যদিক থেকে জিতলেও আদর্শিকভাবে ঠিকই হারল।

৫| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১১:২৫

ধৈঞ্চা বলেছেন: আসলে মিশরবাসী কি চায় তা তারা নিজেরাও জানেনা। গণতান্ত্রীক ভাবে নির্বাচিত এরকম একজন সৎ ভদ্রলেককে পশ্চিমা ষড়যন্ত্রের শিকারে পরিনত হলো। আমার কেন জানি মনে হচ্ছে মিশরবাসীর কপালে অনেক দু:খ আছে।

০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১২:৩২

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: যদি তরুনরা নিজেদের আবেগ থেকে আরব বসন্ত ঘটিয়ে থাকে তবে আবার আন্দোলন হবে নিশ্চিত। অন্যথায় না।

৬| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১১:৩২

কাঙ্গাল মুরশিদ বলেছেন: বাংলায় একটা প্রবাদ আছে - 'কুত্তার পেটে ঘী সয় না'। মনে হচ্ছে মিশরের তথাকথিত আধুনিক প্রজন্ম ও সুশীল সমাজের অবস্থা সেই রকম হয়েছে।

তবে হতাশ হওয়ার কিছু নাই। সেনাবাহিনী আর কয়দিন ক্ষমতায় থাকবে, নির্বাচন দিতেই হবে এবং সেই নির্বাচনে ব্রদারহুড আরো বেশী শক্তি নিয়ে ফিরে আসবে - ইনশাআল্লাহ।

৭| ০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১২:১১

রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: একি রকমের ভুল মুসলমানেরা বার বার করতেছে! :( :( :( :(

৮| ০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৮

সোমহেপি বলেছেন: তাকে সরিয়ে দেয়াতে খুব খুশি হইছি।ব্যক্তি কেমন ছিলো তা বড় কথা না।শাসক হিসেবে আমেরিকার চাটুকারিতা শুরু করছিলেন।বিশেষ করে ইরান আর সিরিয়ার বিরুদ্ধে তার কঠোর অবস্থান,তাই প্রমাণ করতো যে তিনি আমেরিকাকে খুশি করার আপ্রাণ চেষ্টা করতেন।
আপসুস !মুরছি!!
ক্ষমতায় টিকে থাকার জন্য পৃথিবীর এক নম্বর যুদ্ধাপরাধী দেশটির এত তাবেদারী করেও ক্ষমতায় থাকতে পারলেন না।

০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১:২৩

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: অন্য প্রসংগ নিয়েই আসলেন.......

৯| ০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ২:১০

মাহমুদুর রাহমান বলেছেন: বেশ কিছুদিন আগে বলেছিলাম এই মিশর নিয়ে /: "কুকুরের পেটে ঘি সহ্য হয় না।" ফেরাউনের দেশ মুরসির মত মানুষকে সহ্য করতে পারল না। আর সৌদি বড় কুত্তা এতে সংহতি জানালো। বেদুইন মরু বর্বর, তোরা ৩ খলিফা হত্যা করেছিস ভুলি নাই।

১০| ০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৪:২০

কষ্টসখা বলেছেন: কবে যে আমাদের দেশে এরকম একজন শাসক আসবে।

১১| ০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আম্রিকার খেলা!!!!!!

ব্রাদারহুডরে ক্ষতা দিবোনা- যে কোন ভাবে। তাই গেম খেললো। মিশরবাসীও গেমের পার্ট হয়ে গেল!!!!!!

মিশরের কথা কি বলব? আমাদেরই যে কি হয়? আল্লাহ জানেন।

সকলেই মুক্তি পাক সত্য, সুন্দর আর ন্যায়ের পথে।

১২| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ৩:১৭

সাদরিল বলেছেন: মিশর নিয়ে যেসব কথা শুনে আসছি
১। বলা হয়ে থাকে মুসলিম ব্রাদারহুড তরুনদের আরব বসন্ত হাইজ্যাক করে ক্ষমতায় এসেছে।
২। মিশরবাসী আসলে গণতন্ত্রের সাথে পরিচত না তাই বেশিরভাগ মিশরের লোক সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করে।কিন্তু সেনাবাহিনী ক্ষমতায় থাকলে গণতন্ত্রের পথে আরো বড় বাধা আসতে পারে এটা তারা বুঝতে পারছে না।
৩।মুরসী ব্যাক্তিগতভাবে সৎ হলেও সংস্কার বিষয়ে বেশ কট্টরপন্থী যা জনগণের একাশ মেনে নেয় নি।ব্রাদারহুদের জন্য তিনি যতটা প্রেসিডেন্ট হতে পেরেছিলেন, গোটা মিশরের জন্য ততটা হতে পারে নাই।

এগুল কি সত্যি।

০৫ ই জুলাই, ২০১৩ ভোর ৪:৩২

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: হুম, ২-৩ অনেকটাই সত্য।

১৩| ০৫ ই জুলাই, ২০১৩ সকাল ৭:২৮

খেয়া ঘাট বলেছেন: অনেক আগে পাঠ্য বইয়ে পড়া দ্য প্যাট্রিয়ট কবিতাটির কথা মনে পড়ে গেলো।
+++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

১৪| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:২৮

সেলিম আনোয়ার বলেছেন: সহজ সরল মানুষগুলো
কেমন জীবন তাদের বল
তারা হেরে যায় মিথ্যে ছলনায়
অশুভ শক্তি তাদের নিয়ে নিত্য খেলে যায়
জীবন তাদের তাই শুধু বঞ্চনায়

পোস্টে +++

১৫| ০৮ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৫৩

ময়নামতি বলেছেন: মিশরের বর্তমান অবস্থা জানিয়ে একটি পোস্ট দেবেন আশা করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.