নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিলনদ

মাহমুদুল হাসান কায়রো

যাযাবর, অান্তর্জাতিক যাযাবর।

মাহমুদুল হাসান কায়রো › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশকে নিয়ে কলকতার পত্রিকা ''বর্তমান'' এর খারাপ উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাই।

০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:২২

অশান্তিতে দেশ ছাড়ছেন বাংলাদেশিরা, অনুপ্রবেশ ঠেকাতে বি এস এফকে সতর্ক করল কেন্দ্র।



বাংলাদেশের ভাল কোন খবর কলকাতার কোন পত্রিকায় শহজে ছাপা হয় না। কিন্তু রাজনৈতিন অস্থিরতার কোন খবরই তারা আবার বাদও রাখে না। উল্টো তিল কে তাল বানিয়ে এমন ভাবে তারা খবর প্রকাশ করে যেন বাংলাদেশ কেবলই জঙ্গিদের আড্ডাখানা। সন্ত্রাস, খুন, গুম, হরতাল এর নাম বাংলাদেশ। দেশের চলমান অস্থিরতা শুরু হবার পরথেকে তাদের পত্রিকার প্রথম পাতার হেডলাইনে জাগা করে নিয়েছে বাংলাদেশের খবর। তাও বিশাল আকারে প্রকাশ করা হয় এইসব খবর। তাদের প্রত্যেকটা খবরই বাংলাদেশের অবস্থাকে নেগেটিভ ভাবে উল্লেখ করা হয়ে থাকে। কিন্তু আজকের ''বর্তমান'' পত্রিকা তাদের প্রথম পাতায় বিশাল করে যেই নিউজ প্রকাশ করেছে সেটা কিছুতেই মেনে নেয়া যায় না। তাদের খবরের ধরন দেখে মনে হচ্ছে বাংলাদেশে এখন ১৯৭১ সালের মত যুদ্ধ চলছে তাই বাংলাদেশে কেহ থাকতে পারছে না। ফলে মানুষ দলে দলে ভারত রওনা হচ্ছে। সামনে এই ভারত প্রবেশের প্রবণতা আরো বৃদ্ধি পাবে তাই বিএসএফ কে আরো বেশি সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। পার্শ্ববর্তী দেশের একটি জাতিয় দৈনিক পত্রিকার সম্পাদকের এমন কুরুচিপুর্ন মনোভাব আমার মোটেও পছন্দ হয় নি। তাই আমি আমার অবস্থান থেকে এর তিব্র প্রতিবাদ জানাই এবং এই খবর মুছে ফেলার আহ্বান জানাই। সাথে সাথে সামনে বাংলাদেশ নিয়ে কোন খবর প্রকাশের সময় আরো বেশি আন্তরিক ও দায়িত্বপুর্ন মনোভাব নিয়ে কাজ করার অনুরুধ করছি।





কি লিখছে আজকের পত্রিকায়:



-> হেডলাইন; অশান্তিতে দেশ ছাড়ছেন বাংলাদেশিরা, অনুপ্রবেশ ঠেকাতে বি এস এফকে সতর্ক করল কেন্দ্র।



বিস্তারিত: স্ক্রিনশট দেয়া হলো নিজেরাই পড়ে নিন।







- গতকালও কলকাতার জিনিউজ.কম বাংলাদেশের ক্রিকেট নিয়ে একটি দায়িত্বজ্ঞানহীন লেখা প্রকাশ করে। এতে ক্ষোভে ফেটে পরে অনলাইন এ্যক্টিভিস্টরা। এবং এর তীব্র প্রতিবাদ জানায়।



আমি নিচের পদ্ধতিতে অভিযোগ জানিয়েছি, ইচ্ছে হলে আপনারাও জানাতে পারেন।



সরাসরি পত্রিকা বরাবর কম্প্লেইন করতে Click This Link এখানে ক্লিক করুন।





অথবা: নিচের ঠিকানায় অভিযোগ জানাতে পারেন।

6, J.B.S.Haldane Avenue, Kolkata 700 105,

Phones: (033)23000551 /555/ 550.

Fax: 2323 4030

email: [email protected]; [email protected]; [email protected]

---------------------------------------------------------------

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:২৮

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: এক সথে অনেকলোক প্রতিবাদ জানালে নিশ্চয়ই এর একটা প্রভাব পড়বে।

২| ০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৩

ডট কম ০০৯ বলেছেন: রেন্ডিয়া রা মাল খাইয়া প্রায়শই উলটা পালটা কথা বার্তা কয়।এইগুলান ধরার দরকার নাই।

০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৫

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: কেন দর্কার নাই ভাই। এইডা কোন কথা হৈলো? বাংলাদেশে এমন কি হৈছে যে মানুষের দেশ ছাইড়া ভাগতে হৈবো।

ভাই, আমার মেলা কষ্ট লাগছে তাই লেখছি।

৩| ০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
এইসব গাজাখুরি, উদ্দেশ্যপ্রণোদিত, বিকৃত রিপোর্ট করার জন্যই ইন্ডিয়ান মিডিয়া দিন দিন বিরক্তিকর ঠেকছে। গত দুদিন আগে দেখলাম জি নিউজ ক্রিকেট নিয়ে একটা ফাউল রিপোর্ট করতে।

৪| ০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:০১

রাজীব দে সরকার বলেছেন:
লেখক বলেছেন, বাংলাদেশে এমন কি হৈছে যে মানুষের দেশ ছাইড়া ভাগতে হৈবো।

মুসলমানদের জন্য এখনও তেমন কিছু হয় নি।

তবে এ বছর যেভাবে হিন্দু দের ওপর অত্যাচার চালানো হলো, ৩৫০ এর বেশী হিন্দু মন্দির ভাঙ্গা হলো, হিন্দু বাড়িঘর-দোকান পাটে আগুন - ২ দিন আগের পাবনার সাঁথিয়ার ঘটনা ... সব মিলিয়ে নিরাপত্তার অভাবে হিন্দু ধর্মাবলম্বীরা ভারতকে নিরাপদ মনে করতেই পারে

তবে যাই হোক
পত্রিকায় প্রকাশিত ঐ সংবাদ দেশের জন্য অপমান জনক

৫| ০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪২

মনুমনু বলেছেন: ভাই অফটপিকে একটা কথা বলি....আমার পোস্ট সুবিধা অফ...তাই.....

আচ্ছা বলুন তো,ভোট দেয়ার শক্তি ছাড়া আর কি আছে আজকের বাংলাদেশের নাগরিকদের?আমি আর কিছু পাইনা ।

নাগরিক হিসাবে কোন সন্মান পাইনা ।

৬| ০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪২

মনুমনু বলেছেন: ভাই অফটপিকে একটা কথা বলি....আমার পোস্ট সুবিধা অফ...তাই.....

আচ্ছা বলুন তো,ভোট দেয়ার শক্তি ছাড়া আর কি আছে আজকের বাংলাদেশের নাগরিকদের?আমি আর কিছু পাইনা ।

নাগরিক হিসাবে কোন সন্মান পাইনা ।

৭| ০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৫

সোহানী বলেছেন: এটা ভারতের চির চরিত স্বভাব। একবার কিছু ইন্ডাইন পোলাপানের সাথে বিদেশে দেখা হয়েছিল, তাদের কথাবার্তা শুনেতো আমি হাঁ। কারন তাদের এতো নেগেটিভ ধারোনো বাংলাদেশ সম্পর্কে.. শুনলে অবাক লাগে। আমি মেয়ে একা ইউরোপ ভ্রমন করছি বোরকা ছাড়া জিন্স পড়ে... তারা বিশ্বাসই করতে চায় না আমি বাংলাদেশী। তারা বললো আমরা শুনেছি ঐখানে মেয়েরা ঘরের বাহির হয়না স্বামী ছাড়া, হিজাব ছাড়া... সারাক্ষন বোমাবাজি হয়.. ইত্যাদি ইত্যাদি। আমি শুইনা তো টাস্কি.....

৮| ০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৪

ডট কম ০০৯ বলেছেন: রাজীব দে সরকার এতই যদি নিরাপত্তাহীনতা বোধ করেন তাইলে একেবারে হোল ফ্যামিলি সহ চইলা যান।

আমাদের দেশে অনান্য ধর্মালম্বীরা যতখানি ভাল থাকে তা পৃথিবীর আর কোন দেশে নাই।আফসুস আজো পর্যন্ত হিন্দু সম্প্রদায় তা বুঝতে পারলনা।উহারা সম্পূর্ন রুপেই নিমকহারাম।

বাংলার আলো বাতাসে বড় হয় আর মনে প্রানে জপে ইন্ডিয়ার নাম। স্টুপিড জানি কোনহাঙ্কার।

আপনাদের মনে প্রানে যাই থাকুক দয়া করে বাংলাদেশের নামে মিথ্যা কলংক দেবেন না।

৯| ০৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

রায়হান০০৭ বলেছেন: আমি আজ পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের এমন কাউকে দেখিনি যারা ভারতের চে এ দেশের স্বার্থ টা কে বড় করে দেখে ... :( :( :|| :||

১০| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৭

রাজীব দে সরকার বলেছেন:
@ডট কম ০০৯

আমাদের দেশে অনান্য ধর্মালম্বীরা যতখানি ভাল থাকে তা পৃথিবীর আর কোন দেশে নাই।আফসুস আজো পর্যন্ত হিন্দু সম্প্রদায় তা বুঝতে পারলনা।উহারা সম্পূর্ন রুপেই নিমকহারাম

জন্মের সময় চোখ ছাড়া জন্মাইছোস নাকি?
হিন্দু সম্প্রদায়ের মন্দির ভাঙ্গার পরও এই কথা কইলি ক্যামনে?
তুই তো একটা বেজন্মা, তোর রক্তেই দোষ

বাংলাদেশ আমার দেশ, তোর মতো ছাগুর কথায় দেশ ছাড়বো
এই গুলা পিড়িতের দেশ সৌদি গিয়ে ল্যাদাও

তোর মতো বেওয়ারিশ গুলাই মন্দির ভাঙ্গে

লেখকের প্রতি অনুরোধ থাকবে
তোকে যেন লাত্থি সহ বের করে দেওয়া হয়

১১| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১:০০

ছণ্ণ্ ছাড়া বলেছেন: কলকাতার জিনিউজ.কম বাংলাদেশের ক্রিকেট নিয়ে একটি দায়িত্বজ্ঞানহীন লেখা প্রকাশ করে

বদলে যাওয়া ওয়ানডে ক্রিকেটে এখন ৩০০ রান তাড়া করে জিতছে বাংলাদেশও-ফাতুল্লাহায় ইতিহাস রহিমদের

ওয়ানডে ক্রিকেট যে একেবারেই বদলে গিয়েছে সেটা আরও একবার প্রমাণ করল বাংলাদেশ। রবিবার ফাতুল্লাহায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩০৭ রান তাড়া করে জিতল মুশফিকুর রহিমের দল। সেই সঙ্গে ৩-০ ওয়ানডে সিরিজ জিতে কিউইদের বিরুদ্ধে ব্রাউনওয়াশ করল বাংলাদেশ।

৩০০ বা তার বেশি রান তাড়া করে এই প্রথম কোনও টেস্ট খেলিয়ে দেশের বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেটে জয়ের স্বাদ পেল বাংলাদেশ। সেই সঙ্গে আন্তার্জাতিক ক্রিকেট থেকে ক্রমশ ফিকে হতে থাকা বাংলাদেশের ক্রিকেট আবার জ্বলে উঠল। ফাতুল্লাহায় ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে নতুন স্বপ্ন দেখা শুরু হল।

কিন্তু সেই সঙ্গে প্রমাণ হল ওয়ানডে ক্রিকেট ঠিক কতটা বদলে গিয়েছে। সদ্য সমাপ্ত ভারত-অস্ট্রেলিয়ার সাত ম্যাচের ওয়ানডে সিরিজে রানের ফুলঝুড়ি হয়েছে। ৩৬১ রান তাড়া করে জেতা হয়েছে, এক ইনিংস ৩৮১ রান হয়েছে, প্রায় প্রতি ম্যাচেই ইনিংসে ৩০০ রানের স্কোর গড়া হয়েছে। বাংলাদেশে আজকের ম্যাচ প্রমাণ করল ধোনি-বেইলদের সিরিজটা কোনও ব্যতিক্রম নয়।

এদিন এই ম্যাচে টসে জিতে কিউইরা প্রথমে ব্যাট করে তোলে ৩০৭ রান। শতরান করেন রস টেলর। তখন গোটা বাংলাদেশ প্রায় ধরেই নিয়েছিল সিরিজ ব্রাউনওয়াশ করে জেতা সম্ভব হবে না। কারণ এর আগে বাংলাদেশ ৩০০-এর বেশি রান তাড়া করে জিতেছে মাত্র একবার, ২০০৯ সালে টেস্ট খেলার মর্যাদা না থাকা জিম্বাবোয়ের বিরুদ্ধে বুলাওয়েতে। বাংলাদেশের এই ঐতিহাসিক রান তাড়া করার ম্যাচে মহানায়ক হলেন তামিম ইকবাল। তামিমের ১৩৮ বলে ১৫৪ রানের সৌজন্যে প্রায় অবিশ্বাস্য জয়কে বিশ্বাসে পরিণত করল বাংলাদেশ। শেষের দিকে অবশ্য ম্যাচ কিছুটা উত্তেজক অবস্থায় চলে যায়। তবে শেষ হাসি হাসে মুশফিকুর রহিমের দলই।
ওয়ানডে ক্রিকেট যে একেবারেই বদলে গিয়েছে সেটা আরও একবার প্রমাণ করল বাংলাদেশ। রবিবার ফাতুল্লাহায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩০৭ রান তাড়া করে জিতল মুশফিকুর রহিমের দল। সেই সঙ্গে ৩-০ ওয়ানডে সিরিজ জিতে কিউইদের বিরুদ্ধে ব্রাউনওয়াশ করল বাংলাদেশ।

৩০০ বা তার বেশি রান তাড়া করে এই প্রথম কোনও টেস্ট খেলিয়ে দেশের বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেটে জয়ের স্বাদ পেল বাংলাদেশ। সেই সঙ্গে আন্তার্জাতিক ক্রিকেট থেকে ক্রমশ ফিকে হতে থাকা বাংলাদেশের ক্রিকেট আবার জ্বলে উঠল। ফাতুল্লাহায় ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে নতুন স্বপ্ন দেখা শুরু হল।

কিন্তু সেই সঙ্গে প্রমাণ হল ওয়ানডে ক্রিকেট ঠিক কতটা বদলে গিয়েছে। সদ্য সমাপ্ত ভারত-অস্ট্রেলিয়ার সাত ম্যাচের ওয়ানডে সিরিজে রানের ফুলঝুড়ি হয়েছে। ৩৬১ রান তাড়া করে জেতা হয়েছে, এক ইনিংস ৩৮১ রান হয়েছে, প্রায় প্রতি ম্যাচেই ইনিংসে ৩০০ রানের স্কোর গড়া হয়েছে। বাংলাদেশে আজকের ম্যাচ প্রমাণ করল ধোনি-বেইলদের সিরিজটা কোনও ব্যতিক্রম নয়।

এদিন এই ম্যাচে টসে জিতে কিউইরা প্রথমে ব্যাট করে তোলে ৩০৭ রান। শতরান করেন রস টেলর। তখন গোটা বাংলাদেশ প্রায় ধরেই নিয়েছিল সিরিজ ব্রাউনওয়াশ করে জেতা সম্ভব হবে না। কারণ এর আগে বাংলাদেশ ৩০০-এর বেশি রান তাড়া করে জিতেছে মাত্র একবার, ২০০৯ সালে টেস্ট খেলার মর্যাদা না থাকা জিম্বাবোয়ের বিরুদ্ধে বুলাওয়েতে। বাংলাদেশের এই ঐতিহাসিক রান তাড়া করার ম্যাচে মহানায়ক হলেন তামিম ইকবাল। তামিমের ১৩৮ বলে ১৫৪ রানের সৌজন্যে প্রায় অবিশ্বাস্য জয়কে বিশ্বাসে পরিণত করল বাংলাদেশ। শেষের দিকে অবশ্য ম্যাচ কিছুটা উত্তেজক অবস্থায় চলে যায়। তবে শেষ হাসি হাসে মুশফিকুর রহিমের দলই।সূত্র

১২| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৪৯

যুবায়ের বলেছেন: ধীক্কার!!..
এইসব আবাল মার্কা ভারতীয় হলুদ সাংবাদিকদের।
আর তাদের জন্য একরাশ থুঃ...

১৩| ১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ৭:৫২

সেলিম আনোয়ার বলেছেন: হলুদ সাংবাদিকতা জঘন্য জিনিস।সেটা যেই করে থাকুক। বাংলাদেশের ইমেজহানি ঘটিয়েছে এসব সংবাদ। ভারত হলুদ সাংবাদিকদের উদ্দেশ্য প্রণোদিত মিথ্যাচারের নিন্দা জানাচ্ছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.