নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'''সেই কাগজের নৌকা সেই বৃষ্টির পানি।''''
আমার সম্পদ নিয়ে নাও আমার সম্মান ও নিয়ে নাও
চাও তো যৌবন ও নিয়ে নাও
বিনিময়ে ফিরিয়ে দাও আমার ছোট বেলার দিনগুলি
সেই কাগজের নৌকা সেই বৃষ্টির পানি।
এলাকার সবচেয়ে পুরানো নিশানী
এক বুড়ি যাকে সবাই ডাকতাম নানী
যার চেহারায় ছিল শত বছরের স্মৃতি
নানির গল্পের সেই মায়াবী পরীর ঘর
ভুলি নাই এখনো কেও ভুলতেও পারে না
সেই ছোট্ট রাত লম্বা কাহিনী
সেই কাগজের নৌকা সেই বৃষ্টির পানি।
দুপুরের রোদে ঘর থেকে বের হওয়া
সেই শালিক চড়ুই বুলবুলি পাখি ধরা
সেই তিতলির বিয়েতে ঝগড়া করা
গাছের ডালের সেই দোলনা থেকে পরে যাওয়া
পরে গিয়ে আবার দোলনায় চড়া
সেই গাছের ডালের কোণে বসে থাকা
সেই ভেঙ্গে যাওয়া চুড়ির নিশানী
সেই কাগজের নৌকা সেই বৃষ্টির পানি।
সেই বালির উপর ঝাপিয়ে পড়া
বালির উপর ঘর বানিয়ে আবার ভেঙ্গে ফেলা
আমার সেই নিস্পাপ চাওয়া নিস্পাপ ভাল লাগা
ঐ স্বপ্নের যত সব খেলা ও খেলনা
ছিলনা দুনিয়ার কোন দুঃখ, না ছিল সম্পর্কের বাধন
বড়ই সুন্দর ছিল সেই জিন্দেগানী
সেই কাগজের নৌকা সেই বৃষ্টির পানি।
সেই কাগজের নৌকা সেই বৃষ্টির পানি।
২৭ শে মে, ২০১৪ রাত ১২:১৫
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: গজলটা শুনেন সেইরকম লাগবে.........
২| ২৭ শে মে, ২০১৪ রাত ১২:২৫
উড়োজাহাজ বলেছেন: হ্যা, ইউটিউব থেকে এমপিথ্রি আকারে ডাউনলোড করেছি। সুন্দর গজল।
২৭ শে মে, ২০১৪ রাত ১২:২৬
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আমিতো শুনতে আছি শুনতেই আছি.........
৩| ২৭ শে মে, ২০১৪ রাত ২:১০
স্টকহোম বলেছেন: জগজিৎ সিং আমার প্রথম গজল প্রেম!
২৭ শে মে, ২০১৪ রাত ৩:৫৪
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: গজলের জগতে জাগজিত এর তুলনা নাই......
©somewhere in net ltd.
১| ২৭ শে মে, ২০১৪ রাত ১২:০৬
উড়োজাহাজ বলেছেন: সুন্দর হয়েছে।