নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিলনদ

মাহমুদুল হাসান কায়রো

যাযাবর, অান্তর্জাতিক যাযাবর।

মাহমুদুল হাসান কায়রো › বিস্তারিত পোস্টঃ

প্রবাসে ঈদ যেন সুখে থাকার অভিনয়!

২৮ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

মধ্যপ্রাচ্যে আজ ঈদ। আরবের ঘরে ঘরে আনন্দ। রাস্তায় রাস্তায় খুশির জোয়ার। শপিংমলে কেনা কাটা শেষে এখন অনেকটাই ফাঁকা। লাখো মানুষের পদচারণায় পিষ্ট এই শপিংমলকে ঝাড়ু দিয়ে পরিস্কার করতে করতে চোখ জলে টলমল করে উঠে রফিক মিয়ার।



গাল বেয়ে গড়িয়ে পড়া চোখের জল মিশে যায় তীব্র গরমে গা থেকে বেরিয়া আসা দুর্গন্ধময় ঘামের সঙ্গে। মনে কেবল একটাই যাতনা এত কষ্টের পরও ছেলেমেয়েদের ঈদের কাপড় কিনেই টাকা শেষ। তিন ঈদ চলে গেলও মায়ের জন্য কিনতে পারেনি কিছুই। ঠিক এমন সময় দেশ থেকে ফোন আসে। ফোনে ওপার থেকে মা জিজ্ঞেস করেন, বাজান কি কর? চোখ মুছতে মুছতে আবেগ সামলে রফিক মিয়া বলেন মা, সব বন্ধু বান্ধব মিলা সেমাই খাই। এটাই হলো মধ্যপ্রাচ্যে বাঙ্গালিদের ঈদ। -



ব্যতিক্রম যে নাই তা নয়। যারা একটু পুরাতন, বাড়িতে টাকার চাপ যাদের একটু কম, যাদের কপাল একটু ভাল তারা অনেকে ঈদে বেশ মজাও করেন। রান্না করেন সেমাই পোলাও উটের গোস্ত। গায়ে জড়ান নতুন জামা। আরবদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদগাহে ঈদের নামাজও আদায় করে থাকেন।



তবে মিশরে বাংলাদেশিদের অবস্থা কিছুটা ব্যতিক্রম। এখানে সাধারণত দুই শ্রেণির বাংলাদেশি আছেন। ছাত্র এবং গার্মেন্টস কর্মী। ছাত্রদের হাতে টাকা পয়সা কম থাকলেও তারা মোটামুটিভাবে ভালই ঈদ উৎযাপন করে থাকেন।



যারা হোস্টেলে থাকেন তারা বিভিন্ন দেশের বন্ধুদের সঙ্গে নামাজ আদায় করেন। খাওয়া দাওয়া সব শেয়ার করেন। নতুন জামাকাপড় পরেন। আর যারা বাসা ভাড়া করে থাকেন তারা অনেকে আগের রাতেই কিছু রান্না করে রাখেন। ভোরে নামাজ আদায় করে এসে কিছু খেয়ে ঘুম দেন। দুপুরে উঠে বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করে আড্ডা দেন। সন্ধ্যায় ছাত্র সংগঠনের অনুষ্ঠানে যোগ দেন তারপর রাতভর আড্ডা অথবা নীলনদের পাড়ে ঘুরতে যান।



অপরদিকে গার্মেন্টস কর্মীরা ঈদে তিন চারদিন ছুটি পান। তারা সাধারণত এক সঙ্গে অনেকজন থাকেন। কাজেই তাদের ঈদ আনন্দটা একটু বেশিই। খাবার আয়োজনেও তারা বেশ মনযোগী। পাঁচ সাত জন মিলে মিলে রান্না করেন। দুপুরে বিভিন্ন জাগায় ঘুরতে যান। সন্ধ্যায় অনেক সময় অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। একসঙ্গে গান গান ও মজা করেন। রাতে শুরু হয় দেশে ফোন করার প্রতিযোগিতা। কারণ পরের দিন বাংলাদেশে ঈদ। সারাদিন যতই উৎফুল্ল থাকুক রাতে দেশে কথা বলতে গিয়ে সবাই আবেগী হয়ে ওঠেন। পাওয়া না পাওয়া হিসেব মিলাতে না পেরে সবাই প্রায় একই মুখস্ত উত্তর দেয়, অনেক কিছু খাইছি অনেক মজা করছি আমি ভাল আছি আমাকে নিয়ে চিন্তা করো না।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৪ রাত ৮:১৩

ইলি বিডি বলেছেন: অনেক কিছু খাইছি অনেক মজা করছি আমি ভাল আছি আমাকে নিয়ে চিন্তা করো না।

২৮ শে জুলাই, ২০১৪ রাত ৮:২০

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আমিও অনেক কিছু খাইছি অনেক মজা করছি আমি ভাল আছি আমাকে নিয়ে চিন্তা করো না। :)

২| ২৮ শে জুলাই, ২০১৪ রাত ৮:৫৩

প্রবাসী পাঠক বলেছেন: আরও একটি ঈদ সুখে থাকার অভিনয় করে পার করছি।

ঈদ মোবারক।

২৮ শে জুলাই, ২০১৪ রাত ১০:৫৬

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: সুখে থাকার অভিনয় যেন নিখুত হয়। পরিবারের আপনজন যেন বুঝতে না পারে.......

মিশরিয় ঈদ মোবারক :)

৩| ২৮ শে জুলাই, ২০১৪ রাত ৮:৫৮

ইমিনা বলেছেন: ঈদ আমার কোন সময়ই ভালো লাগে না। তাই ঈদে ভালো থাকার অভিনয় আমাকে কখনোই করতে হয় নি।
তবে আপনার পোস্টে বর্নিত রফিক মিয়া'দের ঈদের অভিনয় সত্যিই বেদনাদায়ক :( :(

২৮ শে জুলাই, ২০১৪ রাত ১০:৫৬

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: মিশরিয় ঈদ মোবারক :)

৪| ২৮ শে জুলাই, ২০১৪ রাত ৯:০৪

মুদ্‌দাকির বলেছেন: ঈদ মুবারাক

২৮ শে জুলাই, ২০১৪ রাত ১০:৫৬

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: মিশরিয় ঈদ মোবারক :)

৫| ২৮ শে জুলাই, ২০১৪ রাত ৯:৩১

সীমানা ছাড়িয়ে বলেছেন: আমার প্রবাস ঈদ অভিজ্ঞতা বিভিন্ন রকম। আমেরিকার মেমফিসে ঈদ খুবই আনন্দময় ছিল। বিশাল ঈদের জামাত, ৪/৫ টা ঈদ পার্টি, পটলাক - কি দারুন সেই সব দিন ছিল। ঈদের আগের দিন আবার মেয়েদের মেহেদি পার্টি।

তারপর আমেরিকার ইন্ডিয়ানা কিছুটা বিরস। এখানে বাংলাদেশী কমিউনিটি ছোট - বলতে গেলে স্টুডেন্টরা। তারপরেও ২/৩ টা পার্টি হয়। মসজিদেও ঈদের নামাজের পর মিস্টি আর ফিন্নি খাওয়ার ব্যবস্থা থাকে। প্রবাস হিসেবে খুব একটা খারাপ না।

এবার সাময়িকভাবে সুইজারল্যান্ডের গ্রামাঞ্চলে আছি। সবচেয়ে বিরস ঈদ মনে হয় এটাই। গ্রামাঞ্চলে থাকি। আশেপাশে কোন মুসলিম পর্যন্ত নাই, বাংলাদেশী পরের কথা। আশার কথা কুরবানীর ঈদের আগেই আমেরিকা ফিরে যাব। আশা করি অতটা খারাপ অবস্থা হবে না।

২৮ শে জুলাই, ২০১৪ রাত ১০:৫৭

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ভাই, আমেরিকান প্রবাসিরা একটু ব্যাতিক্রম সেটা হবারই কথা... :)

আপ্নারে মিশরিয় ঈদ মোবারক :)

৬| ২৯ শে জুলাই, ২০১৪ রাত ৩:২৩

মেহেদী_বিএনসিসি বলেছেন: আমরা দেশে থাকতে বিদেশি জিনিষের উপ্রে তিব্র মহব্বত জন্মে.......আর বিদেশে গেলে দেশের স্মৃতি জেগে ওঠে। এই ৩নম্বর ঈদ দেশের বাইরে করছি.....আজ ঈদের দিন দুপুরে একলা একলা ল্যাপিতে বইসা আছি.......আর দেশে থাকলে ঈদের ১সপ্তাহ আমারে আমিই খুজে পেতামনা...... :( :(

২৯ শে জুলাই, ২০১৪ রাত ৯:৩৪

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: :) কি আর করার....... আসেন আমরা ভার্চুয়াল কুলাকুলি করি।

৭| ২৯ শে জুলাই, ২০১৪ রাত ৩:২৫

সুমন কর বলেছেন: ঈদ বা কোন উৎসবেই আমি তেমন আনন্দ পাই না। সারাদিন ঘরে থাকি, বাবা-মা-বোনের সাথে সময় কাঁটাই ও টিভি দেখি। এইটুকুই আমার আনন্দ। এবার মাকেও হারিয়েছি। তাই এবার সামুকে নিয়েই আছি।

লেখাটি পড়ে মনটা একটু খারাপ হয়ে গেল।
তারপরেও ঈদের হাসি ছড়িয়ে পড়ুক সবার মাঝে।

ঈদের শুভেচ্ছা রইলো।

২৯ শে জুলাই, ২০১৪ রাত ৯:৩৭

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ঈদ মুবারক.......

৮| ২৯ শে জুলাই, ২০১৪ সকাল ৮:২০

ঢাকাবাসী বলেছেন: কোন তফাৎ দেখিনা! তবু ঈদ মুবারক।

২৯ শে জুলাই, ২০১৪ রাত ৯:৩৮

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ভাল, তফাৎ না থাকলেই তো ভাল :)

ঈদ মুবারক ........

৯| ২৯ শে জুলাই, ২০১৪ রাত ৯:৪০

সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন। ঈদের শুভেচ্ছা থাকলো ।

১০| ৩০ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

মুদ্রা সংগ্রাহক বলেছেন: একদম আমার মনের কথাগুলো আপনি বলে দিলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.