![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইউসুফ আহমেদ তুহিন
কম দামে ডলার বিক্রির নামে ফেসবুকে প্রতারণা চালিয়ে যাচ্ছে একটি চক্র। সাধারণ ফেসবুক ব্যবহারকারী থেকে শুরু করে তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যারা ইন্টারনেটের মাধ্যমে আয় করে থাকেন [ফ্রিল্যান্সার], তারাও প্রতারিত হচ্ছেন। চক্রটি মূলত ফেসবুক পেজের মাধ্যমে কম দামে ডলার বিক্রির আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে থাকে। ডলারের দাম উল্লেখ করে ফেসবুকে ব্যক্তিগত ছবি, ঠিকানা, ফোন নম্বর সবই দিয়ে ডলার ক্রেতাদের আকৃষ্ট করে এরা। সরাসরি, ব্যাংক অ্যাকাউন্ট কিংবা বিকাশের মাধ্যমে অর্থ গ্রহণ করা হবে বলে উল্লেখ করে এরা। তবে সরাসরি নয়, ডলারের দাম বিকাশ কিংবা অন্য কোনো উপায়ে পাঠানোর জন্য গ্রাহকদের অনুরোধ করে চক্রটি। অপেক্ষাকৃত কম দামে ডলার কেনার লোভে অনেকেই তাদের ফাঁদে পড়েন। আর একবার তাদের কাঙ্ক্ষিত নম্বরে টাকা পাঠালেই টাকা কিংবা ডলার কোনোটাই ফেরত পাওয়া যায় না। এরা প্রতারণার জন্য তাদের ফেসবুক প্রোফাইল এবং গ্রুপে ধর্মীয় মূল্যবোধসম্পন্ন পোস্ট দিয়ে থাকে। এতে ফেসবুক ব্যবহারকারীরা তাদের সহজেই বিশ্বাস করেন। আর বিশ্বাস করে টাকা পাঠালেই প্রতারণার শিকার হতে হয়। হাজি মাসুদ হাসান নামে এমনই একজন খুব কম দামে পেপাল, পেইজা, ইসক্রিল, পারফেক্ট মানি, পেয়নিয়ার, নেটলার, ওয়েব মানির জন্য ডলার বিক্রির কথা বলে প্রতারণা করে থাকে। এরা সাধারণত প্রতারণার পর সেলফোন নম্বর পাল্টিয়ে ফেলে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনা যাচাইয়ে এ প্রতিবেদক ডলার কেনার জন্য বিকাশ করে প্রতারণার শিকার হন। সাধারণত এভাবে ডলার বিক্রি দণ্ডনীয় অপরাধ হলেও ফেসবুকে এ ধরনের ডলার প্রতারণার ঘটনা বাড়ছে। এ ধরনের প্রতারণা রোধে ব্যবহারকারীদের সচেতনতার পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থা কার্যকর উদ্যোগ নেবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। প্রতারণামূলক কয়েকটি ফেসবুক পেজ_
on.fb.me/1kODiFT
on.fb.me/1gKF8mm
on.fb.me/1r8EsvR
on.fb.me/1gYrgbG
সূত্র: সমকাল
হাজী মাসুদ হাসান http://www.tiwbd.com/ এর মাধ্যমে প্রতারণা করে।নিজেকে দাবী করে
We are Reg. From. Bangladesh Bank.
Reg.No: BBFE.7855656
Md. Masud Hasan (Admin & SEO)
The Independent Web Ltd.
Property House, Level - 1, House # 10, Kalabagan,
Dhanmondi, Dhaka. Bangladesh.
Mobile : 01836197707, 01688147588.
http://cheatermasudhasan.blogspot.com/ এই ব্লগেও তার সম্পর্কে আরো বিস্তারিত আছে।কিন্তু তাকে ধরার কেউ নেই।
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:২৮
আজীব ০০৭ বলেছেন: সাবধান করার জন্য ধন্যবাদ.........