![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯ ডিসেম্বর ২০১৫ বেসিসের ১৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো লেক শোর হোটেলে। আমার যাওয়ার কোন ইচ্ছেই ছিল না।এক বন্ধুর পিড়াপিড়িতে যাওয়া। কেননা, সেখানে বেসিস ইসি মেম্বাররা বলবে নানা সাফল্যের গল্প। কিন্তু, সাধারণ বেসিস মেম্বারদের তাতে কিছু যায় আসে না। ইসিতে যারা আছে, তারা হয়তো সুযোগ সুবিধা পেতে পারে।গত ৭-৮ বছর ধরে বেসিসের মেম্বার হিসেবে এটা আমার জানাই ছিল।
যাদের কারণে বেসিস, তাদের জন্য কি করেছে?
১. প্রতি বছর সততার সাথে মেম্বারশীপ ফি সংগ্রহ
২. নানা কারণে মেম্বারদের থেকে টাকা সংগ্রহের বিষয়ে সততা প্রদর্শন (যেমন, ইপিবির আয়োজনে হওয়া বিভিন্ন দেশের মেলা গুলোতে বেসিস মেম্বারদের অংশগ্রহণের জন্য বড় অংকের টাকা আদায়, তথাকথিত ক্রেডিট কার্ড সার্ভিসের নামে টাকা আদায়। উল্লেখ্য, বাংলাদেশের সবচেয়ে বেশী সার্ভিস চার্জ রাখা কার্ড গুলোর মাঝে বেসিসের এই কার্ড একটি। ব্যাংক নিচ্ছে প্রায় ৬ হাজার টাকা। এছাড়া বেসিস নিচ্ছে প্রতি এক হাজার ডলার অথরাইজেশানের জন্য ২২০০ টাকা। এছাড়াও নানা কাগজ দিতে হচ্ছে। যে শর্ত তাতে ১ হাজার ডলারের জন্য খরচ পড়ছে প্রতি ডলারে ৮৮.২০ টাকা!)
৩. বেসিস নানা কিছু করছে তার মেইল পাঠান।
যার অর্থ দাড়ায়, যেখানেই টাকা সেখানেই বেসিস।বেসিস ফ্রি লেন্সারদের জন্য এ্যাওয়ার্ড আয়োজন করছে। খুব ভাল কথা। কিন্তু, বেসিস কি ফ্রিল্যান্সারদের সংস্থা? যাদের জন্য বেসিস,সেই সফটওয়্যার কোম্পানীর জন্য কি এ্যাওয়ার্ড আছে?নাকি তাতে টাকা নেই, তাই তাদের জন্য কিছু আয়োজন করার মানি হয় না।
বেসিসের যারা চাকরী করে, তারা যাদের টাকায় চলে, সেই কোম্পানী গুলোর মালিকের চেয়ে তারা অনেক বেশী ক্ষমতাবান। তাদের বিরুদ্ধে অভিযোগ করেও কোন প্রতিকার পাওয়ার আশা নেই।তারা যে অনেক বেশী দামী তার প্রমাণ এবারের বার্ষিক সাধারণ সভা নিয়ে যে বই প্রকাশ করেছে সেখানে পাওয়া যায়। সেখানে যারা চাকরী করে, তাদের নাম, ছবিসহ ঠিকুজী প্রকাশ করেছে। কিন্তু, সদস্যদের কোম্পানীর নাম দয়া করে শুধু প্রকাশ করেছে। সদস্যদের নামই নেই!
যাক, বেসিস নিয়ে কিছু বলা অর্থহীন। মোস্তফা জব্বার ভাই বলেছেন, বেসিসের স্লোগান নিয়ে নাকি সমস্যায় আছে। তিনি একটি প্রস্তাব করেছেন। আমার প্রস্তাব, বেসিসের স্লোগান হোক, যেখানেই টাকা, সেখানেই বেসিস!
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২০
মাসুদ_খান বলেছেন: ভাই যদি কিছু মনে না করেন, আপনার নাম যদি সঠিক করতে। তাহলে আমাদের পাঠকদের আপনাকে মনে রাখতে সহজ হতাে।