নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মুখ আমি দেখেছি, মন দেখা বাকি

সৃষ্টি‌শীল

মিজান মল্লিক

সংবেনশীল

মিজান মল্লিক › বিস্তারিত পোস্টঃ

মোতিয়ার ঋতু

১৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৪

সৈয়দ নাজমুল করিমের কবিতা

মোতিয়ার ঋতু





কথাতো ছিলো

এ-বৈশাখে আকাশ ফর্শা হবে।

হৈ-চৈ সুখে

নদীও তার যৈবন পাবে ফিরে;

সুগত দিনে সুখি হবে নারী

গানে গানে খাবে দোল হীরামন সারী।



অথচ যার মুখে আজও

প্রাচীন সুরের শেকড় সংবাদ;

রোদে রোদে সেই অনিকেত বাউল

একতারা হাতে শুধায় পথ চলেঃ



মোতিয়ারে মরুভূমি তুই

তেষ্টা মেটে না তোরে নিয়া!



তাঁর সীমাহীন পথের কোন এক বাঁকে

নিভৃতে সেই কিষান-বাড়িতে

বৈশাখী রোদ আজ সমস্ত সুখ শুষে নেয়।



মোতিয়ার ঋতু মাসে

একদা শালিক চড়ুই ছিল যার যন্ত্রণা আর

চাতালে মেলানো সেদ্ধ ধানের গন্ধে

যে মাতা মোহন আবেশে

ছাই মাটি মাখা নেংটো ছেলেটিকে আম দুধ দিতো

বাড়ির সেই স্বামীগত-প্রাণা বধুটি এখন কোথায়?



হে শালিক হে চড়ুই হে প্রাচীন ক্ষুধার্ত কাক

বিরান চাতালে

কী নিদারুণ আহত চোখে

সে এই মোতিয়ার ঋতুমাসে

কেবল চেয়ে থাকে!



২০.৪.৭৭

(ভাঙনের সুখে, সম্মোহে কাব্যগ্রন্থ থেকে)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৫:২৫

পুতুল আলতাব বলেছেন: ভাল লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.