নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একান্ত ভাবনা

নাগরিক

দোজা

একজন সাধারণ নাগরিক

দোজা › বিস্তারিত পোস্টঃ

শাহবাগ বনাম তাহরির

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:০৯

বাংলাদেশে শাহবাগ চত্বরে তরুন প্রজন্মের উথ্থানকে মিসরের তাহরির স্কোয়ারের গনজাগরনের সাথে তূলনা করা হয় । প্রথমে আরব বসন্তের মতই ছিলো এর আবহটা।

তবে সময়ের সাথে পার্থক্যগুলো স্পষ্ট হচ্ছে।

উভয় উদ্যোগ নেয়া হয়েছে তরুন প্রজন্মের কাছ থেকে । যে তরুন তাহরির এর গনজাগরনের সূচনা করেছিলো তার নাম ওয়েল গনিম । ফেসবুকের তার পেজ এর নাম ছিলো 'আমরা সবাই খালেদ সাঈদ' । খালেদ সাঈদ হচ্ছে সে তরুন যে তৎকালীন মিসরের স্রামরিক সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে নির্যাতনে মারা যান ।

বাংলাদেশে তরুন প্রজন্মকে সংগঠিত করেন ডাঃ ইমরান কয়েকজন ব্লগারের নেতৃত্বে জাতির একটি ক্রান্তি লগ্নে ৭১ এর মানবতাবিরূধী অপরাধের ন্যায় বিচারের দাবিতে।

তরুন প্রজন্ম অস্বাভাবিকভাবে দু জায়গায় সাড়া দেয় ।

শাহবাগের প্রাথমিক দাবি ছিলো সরকারের বিরুদ্ধে, কিন্তু ক্রমান্বয়ে সরকার এর উপর নিয়ন্ত্রন আরোপ করতে সক্ষম হয়। কয়েকজন ব্লগারের পক্ষে একে দলমুক্ত রাখা সম্ভব হয়নি ।

তাহরির অবস্হান ছিলো বরাবর সরকারের বিপক্ষে।

তাহরির ছিলো সবসময় সংঘাতমুখর। সরকারের পুলিশ বাহিনী, আধা সামরিক বাহিনী , এমনকি সামরিক বাহিনীর সাথে তাহরিরের সংঘর্ষ লেগেই ছিলো । এরই এক পর্যায়ে সরকারের পতন ঘটে ।

শাহবাগের অবস্হান ছিলো সরকারের আশীর্ব্বাদপুষ্ট । সরকার এর নিরাপত্তা ও অন্যান্য প্রয়োজন মিটানোর জন্য নিজেই ব্যবস্হা নিয়েছেন । মনে করা হয় শাহবাগ সরকারকে রাজনৈতিক সুবিধা তৈরি করে দেয় ।



দর্পনে দেখি মুখ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.