নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একান্ত ভাবনা

নাগরিক

দোজা

একজন সাধারণ নাগরিক

দোজা › বিস্তারিত পোস্টঃ

রাজনীতির ভাষা

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্বনামধন্য অধ্যাপক আবদুল হাই রাজনীতির ভাষার উপর একটা বই লিখেছিলেন । খুব পড়ার ইচ্ছা থাকা সত্বেও পড়া হয়নি ।

তবে আমাদের রাজনীতিকরা এই বই পড়ে উপকৃ্ত হতেন কিনা জানিনা ।

তবে রাজনীতিতে ভাষার ব্যবহার নিয়ে যে আমাদের যে ভাববা র সময় হয়েছে তা বলাই বাহুল্য ।

সম্প্রতি আমরা মাথার চুল থেকে শুরু করে থুথু চাটা পর্যন্ত রাজনীতির ভাষায় ব্যবহার করতে দেখেছি । এই সমস্ত ভাষা ব্যবহার করেছেন আবার আমাদের সন্মানিত ও বর্ষিয়ান নেতারা।

তাদের এই শব্দ ব্যব হারে আমরা সাধারণ জনগণ খুব আনন্দিত হয়নি, আমাদের হাসিও পায়নি । অধিকন্ত আমরা তাদের ভাষার দৈন্যতা দেখে ক ষ্ট পেয়েছি ।

আমাদের রাজনীতির ভাষা উন্নত হউক, মার্জিত হউক।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫

বেলা শেষে বলেছেন: তাদের এই শব্দ ব্যব হারে আমরা সাধারণ জনগণ খুব আনন্দিত হয়নি, আমাদের হাসিও পায়নি । অধিকন্ত আমরা তাদের ভাষার দৈন্যতা দেখে ক ষ্ট পেয়েছি ।
আমাদের রাজনীতির ভাষা উন্নত হউক, মার্জিত হউক।
you are right brother, i have to respect you, up to next time,,,

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪০

দোজা বলেছেন: সহমতের জন্য ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.